LG Wing ফোনে অসাধারণ ডিসকাউন্ট, ফ্লিপকার্টে মাত্র 29,999 টাকার বিনিময়ে পাওয়া যাচ্ছে এই অনবদ্য স্মার্টফোন

স্মার্টফোন কোম্পানি এলজির অনবদ্য স্মার্টফোন LG Wing এর দাম 40,000 টাকা কমিয়ে দেওয়া হয়েছে। শপিং সাইট ফ্লিপকার্টে Flagship Fest সেল উপলক্ষে এই প্রাইস কাট করা হয়েছে। আজ অর্থাৎ 12 এপ্রিল থেকে আগামী 15 এপ্রিল পর্যন্ত ফ্লিপকার্টে এই সেল চলবে। এই সেলে LG Wing ফোনটি মাত্র 29,999 টাকা দামে বেচা হচ্ছে। গত বছর অক্টোবর মাসে কোম্পানির পক্ষ থেকে এই ফোনটি ভারতে 69,990 টাকা দামে পেশ করা হয়েছিল। এখন ফ্লিপকার্টের ফ্ল‍্যাগশিপ ফেস্ট সেলে এই ফোনটির দামে 40,000 টাকা ছাড় দেওয়া হচ্ছে। কোম্পানি LG Wing ফোনটি ইউনিক ডিসপ্লে ডিজাইন ও মিড রেঞ্জ স্পেসিফিকেশনসহ লঞ্চ করা হয়েছিল।

LG Wing ফোনটির 8 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট ফ্লিপকার্টে 29,999 টাকা দামে সেল করা হচ্ছে। এই ফোনটিতে কোম্পানি এক বছরের ওয়ারেন্টি ও পাঁচ বছরের সার্ভিস পর্যন্ত দিচ্ছে। তবে এলজির এই পাঁচ বছরের সার্ভিস সম্পর্কে বেশি কিছু জানা যায়নি। প্রসঙ্গত কিছু দিন আগেই কোম্পানি জানিয়ে দিয়েছে তারা তাদের স্মার্টফোনের ব‍্যাবসা পুরোপুরি বন্ধ করে দিতে চলেছে। 

এলজি জানিয়েছে 2019 এর পর লঞ্চ করা সমস্ত প্রিমিয়াম ফোনের জন্য অপারেটিং সিস্টেম আপডেট দেওয়া হবে। কোম্পানির জি সিরিজ, ভি সিরিজ, ভেলভেট ও উইং স্মার্টফোনে আগামী তিন বছর পর্যন্ত অপারেটিং সিস্টেমের আপডেট দেওয়া হবে। LG Wing ফোনটি অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমের সঙ্গে পেশ করা হয়েছিল, অর্থাৎ এই ফোনটি অ্যান্ড্রয়েড 11, অ্যান্ড্রয়েড 12 এবং অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেমের আপডেট পাবে।

ক্ষতিগ্রস্ত হতে হয়েছে LG কে

কাউন্টারপয়েন্ট রিসার্চ ফার্মের একটি রিপোর্ট অনুযায়ী, এলজি 2020 তে মোট 6.5 মিলিয়ন ইউনিট শিপ করেছিল এবং 2020 এরতৃতীয় কোয়ার্টার পর্যন্ত কোম্পানির গ্লোবাল শেয়ার ছিল মোট 2 শতাংশ। কিন্তু সস্তা চাইনিজ ফোনের সামনে এলজি খুব একটা সফলতা লাভ করেনি। এই বছরের প্রথম দিকে কোম্পানি জানিয়েছিল তারা স্মার্টফোন বিজনেস নতুন করে সাজাবে। কোম্পানি বেশ কিছু অপশন যেমন স্মার্টফোন ইউনিট বিক্রির কথাও ভেবেছিল।

LG Wing

কোম্পানির পক্ষ থেকে LG Wing ফোনটি 6.81 ইঞ্চির ওএল‌ইডি এফ‌এইচডি+ ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হয়েছে এবং এর আসপেক্ট রেশিও 20.5:9। এই ফোনে 1080 × 1240 পিক্সেল রেজলিউশনযুক্ত 3.9 ইঞ্চির সেকেন্ডারি ফুল এইচডি+ G-OLED ডিসপ্লে দেওয়া হয়েছে এবং এর আসপেক্ট রেশিও 1.15:1। এই ফোনটি 8GB LPDDR4x RAM এর সঙ্গে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 765জি চিপসেটে রান করে।

ফোটোগ্রাফির জন্য LG Wing ফোনটিতে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ রয়েছে। এই সেট‌আপে 64 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সরসহ 13 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও 12 মেগাপিক্সেলের গিম্বেল মোশান ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। সেলফি ক‍্যামেরা সেন্সর হিসেবে এই ফোনে 32 মেগাপিক্সেলের পপ-আপ ফ্রন্ট ক‍্যামেরা যোগ করা হয়েছে। এই ফোনে 6টি মোশান সেন্সর ও স্টেবিলাইজেশন সফটওয়্যার আছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য LG Wing ফোনটিতে 25 ওয়াট কুইক চার্জ 4.0 ও 10 ওয়াট ওয়‍্যারলেস চার্জিং সাপোর্টেড 4,000 এম‌এএইচের ব‍্যাটারি দেওয়া হয়েছে। সিকিউরিটি ফিচার হিসেবে এই ফোনে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক‍্যানার রয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here