ব্যানড করা হল এই গ্রামে বাচ্চাদের ফোন ব্যাবহার! অমান্য করলে 200 টাকা জরিমানা

মহারাষ্ট্রের যভতমাল জেলার বাঁসি নামক গ্রামে বাচ্চাদের ফোন ব্যাবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। 18 বছরের কম বয়সীদের জন্য এই ফোন ব্যাবহারের ওপর ব্যানড লাগানো হয়েছে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী স্মার্টফোনের আসক্তির কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গ্রাম পঞ্চায়েতের এক সদস্যের বক্তব্য অনুযায়ী, গত 11 নভেম্বর একটি গ্রাম সভার মঞ্চে “সর্ব সম্মতিক্রমে” এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এই সিদ্ধান্ত অমান্য করলে 200 টাকা জরিমানাও দিতে হবে। আরও পড়ুন: UPDATE: এই শহরগুলিতে পাওয়া যাচ্ছে Airtel এবং Jio-এর 5G পরিষেবা, দেখে নিন তালিকা 

বাঁসি গ্রামের প্নচায়েত প্রধান গজানন্দ তালে জানিয়েছেন কোভিড-19 এর কারণে জারি করা লকডাউনের সময়ে বাচ্চারর গেম খেলা, ভিডিও দেখা এবং ওয়েবসাইট সারফিঙের জন্য ফোন ব্যাবহার করত। এরপর এটি অভ্যাসে পরিণত হয়। তবে তাঁরা মনে করেন ফোন বাচ্চাদের জন্য মোটেই ভালো নয়।

“আমরা জানি এই নিয়ম মানার জন্য যথেষ্ট সমস্যার সম্মুখীন হতে হবে। তবে আমরা কাউন্সিলিঙের মাধ্যমে এইসব সমস্যা দূর করার চেষ্টা করব। এছাড়া এই নিয়ম ভাঙলে তাদের জারিমানাও করা হবে। শুরুতে এই ধরনের বাচ্চাদের কাউন্সিলিং করানো হবে এবং এতে যদি স্ফলতা না পাওয়া যায় তবে তাদের থেকে 200 টাকা জরিমানা নেওয়া হবে।”

এই সিদ্ধান্তে কিশোরদের সম্মতি ছিল কি না সে বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। তবে আধিকারিকরা এই নিষেধাজ্ঞাকে বেশ সুনজরেই দেখছেন। অভিভাবকরাও এই সিদ্ধান্তকে সমর্থন করছেন কারণ এর ফলে তাদের বদঅভ্যাস ছাড়ানো যাবে বলে মনে করা হচ্ছে। আরও পড়ুন: আমরা Jio True 5G এবং Airtel 5G Plus এর স্পিড টেস্ট করেছি, দেখে নিন রেজাল্ট 

জানিয়ে রাখি এই বছরের শুরুতে মহারাষ্ট্রের সাংগলি জেলার একটি গ্রামে দৈনিক ‘ডিজিটাল ডিটক্স’ চালু করা হয়। রিপোর্ট অনুযায়ী সন্ধ্যা 7টার সময় মোহিতাঞ্চে বড়গাঁওতে 1.5 ঘণ্টার ডিটক্সের সূচনার সঙ্কেত হিসাবে একটি সাইরেন বাজান হয়। এই সময় স্থানীয় সাধারণ মানুষ তাদের স্মার্টফোন থেকে দুরত্ব বজায় রাখেন।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here