10 ফেব্রুয়ারি আসতে চলেছে Mahinda XUV 700 EV, পেশ করা হবে আরও নতুন ইলেকট্রিক গাড়ি

ভারতের অন্যতম গাড়ি নির্মাণকারী সংস্থা মাহিন্দ্রা আগামী 10 ফেব্রুয়ারি Mahinda EV Festival এর আয়োজন করেছে। এই ইভেন্ট সম্পর্কে স্বয়ং কোম্পানির পক্ষ ঘোষণা করে জানানো হয়েছে। এই ইভেন্টের ম্নচ থেকেই কোম্পানির নতুন ব্যাটারিচালিত গাড়ি ভারতের বাজারে পেশ করা হবে। মাহিন্দ্রা ইন্ডিয়া তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের মাধ্যমে অফিসিয়াল টিজার প্রকাশ করেছে। এই টিজার অনুযায়ী আগামী 10 ফেব্রুয়ারি, 2023 হায়দ্রাবাদে আয়োজিত Mahinda EV Festival এ এসইউভির বিই রেঞ্জ পেশ করা হবে। আরও পড়ুন: ইমারজেন্সির নামে UPI-তে প্রতারণার নতুন ছক স্ক্যামারদের, আজই হয়ে যান সাবধান

Mahindra Electric Car

Mahindra এর BE রেঞ্জ মূলত ইলেকট্রিক SUVs এর XUV.e রেঞ্জ। উভয়ই INGLO প্ল্যাটফর্মযুক্ত। INGLO এর মানে হল আবেগের দিক থেকে IN-Dian এবং স্ট্যান্ডার্ডের দিক থেকে GLO-BAL। রিপোর্ট অনুযায়ী আগামী 10 ফেব্রুয়ারি Mahindra XUV.e8 (XUV700 Electric), XUV.e9, BE.05, BE.07 এবং BE.09 পেশ করা হবে।

জানিয়ে রাখি তেলেঙ্গানা রাজ্যের হায়দ্রাবাদে Mahinda EV Festival ইভেন্ট অনুষ্ঠিত হতে চলেছে। আগামী 10 ফেব্রুয়ারি, 2023 এই ইভেন্ট হবে। নতুন ইভির লিস্টে সবার আগে XUV.e8 পেশ করা হবে। এটি আগামী 2024 সালে লঞ্চ হতে চলা XUV700 এর ইলেকট্রিক ভার্সন হিসাবে আনা হচ্ছে। আরও পড়ুন: সাসপেন্স এবং থ্রিলারের জগতে ডুবে যেতে চাইলে অবশ্যই দেখুন এই 5টি কোরিয়ান সিরিজ

এই ইভেন্টের মঞ্চে ভারতীয় বাজারে মাহিন্দ্রা ভবিষ্যতের বেশ কিছু ইলেকট্রিক গাড়ি পেশ করতে চলেছে। জানিয়ে রাখি কোম্পানি এইসব গাড়ি প্রথম Mahindra Advanced Design Europe ইভেন্টে শোকেস করা হয়েছিল। এবার কোম্পানি এই গাড়িগুলি ইউকে থেকে ভারতে আনতে চলেছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here