ফোন ব‍্যবহার করার সময় বিদ‍্যুৎপৃষ্ট, বিছানাতেই মৃত্যু 28 বছর বয়সী যুবকের

গত মাসে একটি খবর পাওয়া গেছিল যেখানে ওড়িশায় বসবাসকারী এক 22 বছরের যুবকের ফোন মাথার কাছে রেখে ঘুমানোর সময় তাঁর মৃত‍্যু হয়। মিডিয়া রিপোর্ট থেকে জানা গেছে রাতে সে তাঁর ফোনটি চার্জে লাগিয়ে শুয়েছিল এবং ওভার চার্জের ফলে তাঁর ফোনে আগুন ধরে যায় এবং বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় তৎক্ষণাৎ সেই 22 বছর বয়সী যুবকের মৃত্যু হয়। এবার এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে থাইল্যান্ডে, যেখানে ফোন থেকে কারেন্ট লাগার ফলে এক 28 বছর বয়সী ব‍্যাক্তির মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : Oppo Reno সিরিজ এবং Oppo A সিরিজের ফোনে পাওয়া যাচ্ছে অসাধারণ ছাড়, কোনো ডাউন পেমেন্ট ও সুদ ছাড়াই ফোন কেনার সুবর্ণ সুযোগ

বিদেশি নিউজ ওয়েবসাইট “দি সান” এর পক্ষ থেকে পাবলিশ করা এই খবরে বলা হয়েছে থাইল্যান্ডে এক 28 বছর বয়সের ব‍্যাক্তি তাঁর ফোনে চার্জার কানেক্ট করে বিছানায় রেখেছিলেন এবং পরে বিছানা থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। রিপোর্ট অনুযায়ী 28 বছরের কিত্তিসাক মুনকিত্তি তাঁর বিছানাতে এক্সটেনশন বোর্ডের মাধ্যমে ফোন চার্জে লাগিয়েছিলেন এবং তিনি শুয়ে শুয়ে ফোন ব‍্যবহার করছিলেন। ফোন ব‍্যবহার করার সময় তাঁর কারেন্ট লাগে এবং বিছানাতেই সে মৃত‍্যুবরণ করে।

এই ঘটনার কথা কিত্তিসাকের মা পুলিশকে জানায়। রিপোর্ট অনুযায়ী তাঁর মা পুলিশকে আরও বলে যে, তিনি ঘরের কাজ করছিলেন এবং কাজ করতে করতে তিনি সাহায্যের জন্য কিত্তিসাককে ডাকেন। বেশ কয়েকবার ডাকার পরেও যখন তিনি কোনো উত্তর পাননি তখন তিনি কিত্তিসাকের ঘরে যান। তিনি ঘরে গিয়ে লক্ষ্য করেন যে কিত্তিসাক বিছানায় শুয়ে আছে, তবে তাঁর শরীর একদম নড়ছে না।

আরও পড়ুন : Jio নিয়ে এল 1,776 টাকা দামের নতুন প্ল‍্যান, এক বছরের জন্য পাওয়া যাবে 672 জিবি ডেটা

ছেলের এরকম পরিস্থিতি দেখে তিনি কিত্তিসাককে ধাক্কা দেন, তবুও তাঁর ঘুম ভাঙে না। তখন তিনি পুলিশে খবর দেন। পুলিশ এসে বুঝতে পারে কিত্তিসাক মারা গেছে। পুলিশের কথা অনুযায়ী এই যুবকের শরীরে ফোনের তার জড়িয়ে ছিল এবং তাঁর দুই হাত ও কবজি রীতিমতো ঝলসে গেছিল। পুলিশের প্রাথমিক অনুমান ফোন চার্জে লাগানো অবস্থায় কিত্তিসাকের কারেন্ট লাগে এবং তখনই তাঁর মৃত্যু হয়। তবে মৃত্যুর সঠিক কারণ জানার জন্য মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে।

এই নিয়ে এক‌ই মাসের মধ্যে দ্বিতীয় বার বেপরোয়াভাবে ফোন ব‍্যবহার করার জন্য প্রাণ হারাতে হল। এইসব ঘটনা থেকে সাধারণ মানুষের শিক্ষা নেওয়া উচিত যে যেকোনো টেকনোলজি প্রয়োজন অনুযায়ী ব‍্যবহার করা দরকার, নেশায় পড়ে নয়। আমরা আমাদের সমস্ত পাঠকদের অনুরোধ করছি রাতে শোয়ার সময় ফোন চার্জ থেকে খুলে ও নিজের থেকে নিরাপদ দূরত্বে রেখে ঘুমান এবং কখনোই ফোন ওভার চার্জ করবেন না। শুধুমাত্র কারেন্ট, আগুন বা বিস্ফোরণ নয়, মোবাইল ফোন থেকে বেরানো রেডিয়েশন‌ও মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here