Maruti Suzuki এর এই জনপ্রিয় পেট্রোলচালিত গাড়িকে Electric Car এ বদলে দেবে এই কিট, পাওয়া যাবে 240Km রেঞ্জ

বর্তমানে ভারতে ইলেকট্রিক কারের চাহিদা বেড়ে চললেও খামতি রয়েছে অপশনের। পুণেতে অবস্থিত Northway Motorsport এই খামতি মেটানোর জন্য উঠেপড়ে লেগেছে। এই কোম্পানি বিগত বেশ কিছু সময় ধরে বিভিন্ন জনপ্রিয় গাড়ির জন্য EV conversion kit লঞ্চ করে গ্ৰাহকদের জন্য নতুন নতুন অপশন নিয়ে আসার জন্য সচেষ্ট হয়ে রয়েছে। কিছু দিন আগে কোম্পানি Maruti Suzuki Dzire ও Tata Ace এর জন্য এই ধরনের ইলেকট্রিক কিট লঞ্চ করেছিল। এবার Northway মারুতি সুজুকির জনপ্রিয় মাইক্রো এস‌ইউভি মারুতি ইগ্নিসের ইলেকট্রিক কনভার্সন কিট লঞ্চ করেছে।

আরও পড়ুন: 4G ডাউনলোড স্পীডে Jio এবং আপলোড স্পীডে বাজিমাত করল Vi, জেনে নিন অন‍্যান‍্য কোম্পানির অবস্থা

Maruti Ignis Electric

এই গাড়ির টপ স্পীডয়140kmph হবে বলে জানা গেছে, সবচেয়ে বড় কথা এই গাড়ির কিট চার্জিং স্টেশনের পাশাপাশি বাড়িতেও চার্জ করা যাবে এবং এটি ফুল চার্জ হতে 3 থেকে 7 ঘন্টা সময় লাগবে। এছাড়াও কোম্পানি মারুতি ইগ্নিসের ইভি কনভার্সন কিটে 60,000 অথবা 2 বছরের ওয়ারেন্টি দিচ্ছে। উল্লেখ্য এই কনভার্টেড কারে কোনো ধরনের সাবসিডি পাওয়া যাবে না।

দাম

Northway Motorsport কোম্পানি মারুতি সুজুকি মাইক্রো ইগ্নিসের শুধুমাত্র Maruti Ignis Alpha MT ভেরিয়েন্টের জন্য ইলেকট্রিক কনভার্সন কিট পেশ করেছে এবং এর দুটি মডেল বাজারে আনা হয়েছে। সিঙ্গেল চার্জে 120 কিলোমিটার রেঞ্জের ইগ্নিসের কিটের দাম 12.5 লক্ষ টাকা এবং 240 কিলোমিটার রেঞ্জের মডেলের দাম 14.5 লক্ষ টাকা।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here