সন্ত্রাসের বিরুদ্ধে মোদী সরকারের ডিজিটাল স্ট্রাইক! 14টি মোবাইল ম‍্যাসেঞ্জার অ্যাপ ব্লক করল কেন্দ্র সরকার

Highlights

  • 14টি মোবাইল অ্যাপ ব্লক করেছে ভারত সরকার।
  • এইসব অ্যাপ ব্যাবহার করে সন্ত্রাস ছড়ানো হচ্ছিল।
  • সন্ত্রাসীবাদীরা তাদের সমর্থক এবং অন-গ্রাউন্ড ওয়ার্কারদের (ওজিডব্লিউ) সঙ্গে এই অ্যাপগুলি ব‍্যবহার করে যোগাযোগ রাখত।

এখনো পর্যন্ত বহুবার কেন্দ্রীয় সরকার ডিজিটাল স্ট্রাইক করে মোবাইল অ্যাপ ব‍্যান করেছে। আবারও এই প্রক্রিয়া‌র পুনরাবৃত্তি ঘটিয়ে কেন্দ্রীয় সরকার 14টি ম‍্যাসেঞ্জার মোবাইল অ্যাপ্লিকেশান ব্লক করেছে। রিপোর্ট অনুযায়ী এই অ্যাপের মাধ্যমে জম্মু-কাশ্মীরে সন্ত্রাস ছড়ানো হত। ANI-এর রিপোর্টের মাধ্যমে জানা গেছে এই অ্যাপগুলি ব্যাবহার করে কাশ্মীরে আতঙ্কবাদীরা তাদের সমর্থক এবং অন-গ্রাউন্ড ওয়ার্কারদের (ওজিডব্লিউ) সাথে যোগাযোগ বজায় রাখত। আরও পড়ুন: ফ্রিতে ওয়েব সিরিজ এবং মুভি দেখার জন্য এখনই ডাউনলোড করুন এর মধ্যে যে কোনো অ্যাপ, রইল তালিকা

ব্লক হয়েছে 14টি ম‍্যাসেঞ্জার অ্যাপ

ভারত সরকারের গোয়েন্দা সংস্থা‌র মাধ্যমে জানা গেছে এই অ্যাপগুলি ব‍্যবহার করে কাশ্মীরে সন্ত্রাস ছড়ানো হচ্ছে। এই আর্টিকেলে এই সমস্ত অ্যাপের সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হল।

  1. Crypviser
  2. Enigma
  3. Safeswiss
  4. Wickrme
  5. Mediafire
  6. Briar
  7. BChat
  8. Nandbox
  9. Conion
  10. IMO
  11. Element
  12. Second Line
  13. Zangi
  14. Threema

ভারত সরকারের এই ধারা মেনে 14টি অ্যাপকে ব্লক করা হয়েছে

গোপন সংস্থা‌র পরামর্শ অনুযায়ী ভারত সরকার এই পদক্ষেপ‌টি নিয়েছে। ভারতীয় আইন অমান্য করা এবং রাষ্ট্রীয় সুরক্ষার ওপর বিপদ সৃষ্টি করা অ্যাপগুলির একটি তালিকা তৈরি করা হয়। কেন্দ্রীয় সরকারের এক অধিকারী জানিয়েছেন, এই অ্যাপগুলিকে ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট, 2000-এর 69এ আইন অনুযায়ী ব্লক করা হয়েছে। আরও পড়ুন: সার্টিফিকেশন সাইটের মাধ্যমে লিক হল Vivo S17e ফোনের স্পেসিফিকেশন, জেনে নিন বিস্তারিত

অন-গ্রাউন্ড ওয়ার্কার (ওজিডব্লিউ) এবং সন্ত্রাসবাদীদের মাঝে কথোপকথন করার জন্য ব্যবহৃত চ‍্যানেলগুলির ওপর ভারত সরকারের গোয়েন্দা সংস্থা নজরদারি করে। এরকম নজর রাখার সময়‌ই সংস্থাগুলি লক্ষ করেছে মোবাইল অ্যাপগুলির ভারতে কোনো প্রতিনিধি নেই এবং এগুলির গতিবিধি ট্র্যাক করাও বেশ মুশকিল। সংবাদ সংস্থা এএন‌আই এই তথ্যটি এক অধিকারী‌র মাধ্যমে জানতে পেরেছে।

পূর্বে‌ও নেওয়া হয়েছে এরকম পদক্ষেপ

ভারত সরকার এরকম ডিজিটাল পদক্ষেপ আগেও নিয়েছে। ভারত সরকার ফেব্রুয়ারি মাসে লোন এবং বেটিং সংক্রান্ত 200টিরও বেশি চাইনিজ অ্যাপ ব‍্যান করেছে। সেই সময়েও ইলেকট্রনিক এবং ইনফরমেশন টেকনোলজি মন্ত্রণালয় এই অ্যাপগুলির বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছিল। আরও পড়ুন: আজ থেকে নিষিদ্ধ হতে চলেছে স্প‍্যাম কল এবং ম‍্যাসেজ! আর আসবে না Jio, Airtel এবং Vi নাম্বারে প্রমোশনাল কল

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here