সার্টিফিকেশন সাইটে লিস্টেড Motorola এর নতুন স্মার্টফোন, Moto Edge 50 Pro নামে হবে লঞ্চ

সম্প্রতি এফসিসি, বিআইএস এবং আইএমইআই এর মতো সার্টিফিকেশন সাইটগুলিতে মোটোরোলার কয়েকটি নতুন স্মার্টফোন দেখা গেছে। স্মার্টফোনের সঙ্গে সঙ্গে টিইউভি রীনল্যান্ড সাইটে একটি ওয়্যারলেস চার্জার, একটি ওয়্যার্ড চার্জিং অ্যাডাপ্টার এবং একটি নতুন ব্যাটারিও দেখা গেছে। এই ফোনটি কোম্পানির মোটো এজ 50 সিরিজের একটি ফোন হতে পারে বলে মনে করা হচ্ছে। একটি সার্টিফিকেশন সাইটে এই ফোনের নামও কনফার্ম করা হয়েছে।

Motorola Edge 50 Pro এর TDRA সার্টিফিকেশন ডিটেইলস

MSP রিপোর্ট অনুযায়ী আসন্ন Edge 50 Pro ফোনটি XT2403-2 মডেল নাম্বার সহ ইউএইর TDRA (টেলিকমিউনিকেশন এবং ডিজিটাল রাজস্ব নিয়ামক কর্তৃপক্ষ) সার্টিফিকেশন পেয়েছে। TDRA সার্টিফিকেশন দেখে ধারণা করা হচ্ছে শীঘ্রই এই স্মার্টফোনটি সংযুক্ত আরব এমিরেতস এবং অন্যান্য আন্তর্জাতিক বাজারে লঞ্চ করা হবে। TDRA সার্টিফিকেশনের মাধ্যমে ফোনটির Motorola Edge 50 Pro নাম জানা গেছে।

Motorola XT2403 এর FCC, BIS এবং IMEI সার্টিফিকেশন ডিটেইলস

  • নতুন Motorola স্মার্টফোনটি FCC সার্টিফিকেশন ওয়েবসাইটেও দেখা গেছে। এই ওয়েবসাইটে ফোনটি XT2403-1, XT2403-2, XT2403-4, এবং XT2403-5 মডেল নাম্বার সহ লিস্টেড হয়েছে।
  • XT2403-1 মডেল নাম্বার এবং একটি নতুন XT2431-1 মডেল নাম্বার এক সঙ্গে BIS সার্টিফিকেশন সাইটেও দেখা গেছে। এই দ্বিতীয় মডেল নাম্বারতি কোন ফোনের হতে পারে সেই বিষয়ে কোনো সঠিক তথ্য জানা যায়নি।
  • XT2403-1 থেকে XT2403-6 পর্যন্ত মডেল নাম্বারগুলি Motorola Edge 50/Edge 50 Pro ফোনের বিভিন্ন ভেরিয়েন্ট হতে পারে বলে মনে করা হচ্ছে।
  • এছাড়া XT2403-2 মডেল নাম্বার সহ ফোনটি E-SIM সাপোর্ট করবে।
  • IMEI ডাটাবেসে XT2403-2 মডেল নাম্বার সহ ফোনটি “Macan24” কোডনেমের সঙ্গে দেখা গেছে। টিপস্টার ইভান গ্লাস সম্প্রতি জানিয়েছিলেন মোটোরোলা এজ 50 প্রোর কোডনেম “ম্যাকন”। ফলে এফসিসি এবং বিআইএস সাইটে দেখা ফোনটি মোটোরোলা এজ 50 প্রো হতে পারে বলে মন এক্রা হচ্ছে।
  • মোটোরোলা টিইউভি রীনল্যান্ড সাইটে 50W ওয়্যারলেস চার্জার (মডেল নাম্বার MW-02), 125W পর্যন্ত ওয়্যার্ড চার্জার (মডেল নাম্বার MC-1250 থেকে MC-1258) এবং 4,500mAh ব্যাটারি (মডেল নাম্বার QM45) সহ রেজিস্টার করেছে।
  • এই লিস্টিঙে ফোনটি সম্পর্কে এর বেশি অন্য কোনো তথ্য জানা যায়নি।
  • এর থেকে ধারণা করা হচ্ছে আপকামিং মোটোরোলা এজ 50 প্রো ফোনে 125W পর্যন্ত ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং 50W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,500mAh ব্যাটারি যোগ করা হতে পারে।

থাকতে পারে Snapdragon 8 Gen 3 প্রসেসর

লিকের মাধ্যমে যানা গেছে মোটোরোলা 2024 এর দ্বিতীয় কোয়ার্টারে Snapdragon 8 Gen 3 চিপসেট সহ একটি স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। এই ফোনটি মোটো এক্স50 নামে লঞ্চ করা হতে পারে। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত অফিসিয়ালি কিছু জানা যায়নি। এই ফোনটি আন্তর্জাতিক বাজারে ‘মোটো এজ 50 প্রো’ নামে রিব্র্যান্ড করা হতে পারে বলে মনে করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here