32MP সেলফি ক্যামেরা সহ গ্লোবাল বাজারে লঞ্চ হল নতুন লো বাজেট স্মার্টফোন Moto G 5G (2026)

ইন্টারন্যাশানাল মঞ্চে Motorola তাদের ‘জি’ সিরিজের সংখ্যা বাড়িয়ে নতুন দুটি স্মার্টফোন লঞ্চ করেছে। এই সিরিজের অধীনে Moto G (2026) এবং Moto G Play (2026) স্মার্টফোনদুটি পেশ করা হয়েছে। এই লো বাজেট 5G স্মার্টফোনগুলি সবচেয়ে প্রথমে ইউএসের বাজারে সেল করা হবে। Moto G Play (2026) স্মার্টফোনের সম্পূর্ণ ডিটেইলস জানার জন্য এখানে ক্লিক করুন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Moto G (2026) স্মার্টফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।

Moto G (2026) স্মার্টফোনে 20:9 আস্পেক্ট রেশিও এবং 1604 × 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.7 ইঞ্চির এইচডি + ডিসপ্লে দেওয়া হয়েছে। এলসিডি প্যানেল দিয়ে তৈরি এই পাঞ্চ-হোল স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 1000nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। ডিসপ্লেতে গোরিলা গ্লাস 3 প্রোটেকশন যোগ করা হয়েছে।

Moto G (2026) 5G স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 16 এবং My UX ওএস সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য স্মার্টফোনটিতে 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 2GHz থেকে 2.4GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 6300 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। অন্যদিকে গ্রাফিক্সের জন্য স্মার্টফোনটিতে Arm Mali-G57 MC2 GPU রয়েছে।

ফটোগ্রাফির জন্য এই লো-বাজেট 5G স্মার্টফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই স্মার্টফোনের ব্যাক প্যানেলে f/1.8 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর দেওয়া হয়েছে। এটি একটি Quad Pixel ফিচার সাপোর্টেড ক্যামেরা সেটআপ। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য মোটোরোলা স্মার্টফোনে f/2.5 অ্যাপার্চারযুক্ত 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

পাওয়ার ব্যাকআপের জন্য নতুন Moto G (2026) স্মার্টফোনে 5,200mAh ব্যাটারি দেওয়া হয়েছে এবং দ্রুত চার্জ করার জন্য স্মার্টফোনটিতে 30W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। সাধারণ জলের ছিটে থেকে স্মার্টফোনটি সুরক্ষিত রাখার জন্য IP52 রেটিং রয়েছে। তবে এটি খুব একটা এফেক্টিভ প্রোটেকশন দেবে না।

কানেক্টিভিটির জন্য Moto G (2026) 5G স্মার্টফোনটিতে 5GHz Wi-Fi, Bluetooth 5.3, এবং NFC ফিচার দেওয়া হয়েছে। একইসঙ্গে স্মার্টফোনে 3.5mm হেডফোন জ্যাক, Dolby Atmos স্টেরিও স্পিকার, এবং সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। এই স্মার্টফোনটির থিকনেস 8.44mm এবং ওজন 202 গ্রাম। এর পাশাপাশি স্মার্টফোনটিতে Google Gemini এবং Circle to Search ফিচারও যোগ করা হয়েছে।

Moto G (2026) 5G স্মার্টফোনটি ইউএসে USD 199.99 অর্থাৎ প্রায় 17,699 টাকা দামে দাম লঞ্চ করা হয়েছে। এই স্মার্টফোনে 4GB LPDDR4X RAM এবং 128GB স্টোরেজ রয়েছে। তবে এই মটোরোলা স্মার্টফোনটি ভারতের বাজারে লঞ্চ করা হবে কি না, সেই বিষয়ে এখনও পর্যন্ত অফিসিয়ালি জানানো হয়নি। গ্লোবাল মার্কেটে স্মার্টফোনটি PANTONE Slipstream এবং PANTONE Cattleya Orchid কালার অপশনে লঞ্চ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here