আমেরিকার বাজারে Motorola তাদের মিড বাজেট রেঞ্জে Moto G 5G (2026) এবং Moto G Play 5G (2026) স্মার্টফোনগুলি লঞ্চ করেছে। কোম্পানি তাদের G-সিরিজের অধীনে স্মার্টফোনদুটি পেশ করেছে। বছরের শেষের দিকে এই স্মার্টফোনগুলি লঞ্চ হওয়ার কারণে নামের লাস্টে 2026 লেখা রয়েছে। Moto G 5G (2026) স্মার্টফোনের সম্পূর্ণ ডিটেইলস জানার জন্য এখানে ক্লিক করুন। নিচে Moto G Play 5G (2026) স্মার্টফোনের দাম ও স্পেসিফিকেশনের ডিটেইলস সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।
Moto G Play 5G (2026) স্মার্টফোনে 6.7 ইঞ্চির HD+ LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 1000 নিটস পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এই স্ক্রিনে Corning Gorilla Glass 3 প্রোটেকশন রয়েছে। এই স্মার্টফোনে দারুণ ডিজাইন এবং সফট বেগান লেদার ফিনিশ দেওয়া হয়েছে। এর ফলে একটি প্রিমিয়াম লুক পাওয়া যায়।
প্রসেসিঙের জন্য Moto G Play 5G (2026) স্মার্টফোনটিতে 6nm ফেব্রিকেশনে তৈরি MediaTek Dimensity 6300 প্রসেসর দেওয়া হয়েছে। এই প্রসেসরে Cortex-A76 কোর রয়েছে, এর ফলে স্মুথ মাল্টিটাস্কিং এবং গেমিং পারফরমেন্স পাওয়া যায়। একইসঙ্গে স্মার্টফোনে Mali-G57 MC2 GPU রয়েছে। এই স্মার্টফোনটি 4GB LPDDR4X RAM ও 128GB এবং 256GB স্টোরেজ অপশনে লঞ্চ করা হয়েছে। এই স্টোরেজ microSD কার্ডের মাধ্যমে 1TB পর্যন্ত বাড়ানো যাবে।
Moto G Play 5G (2026) স্মার্টফোনটি Android 16 এবং My UX ইন্টারফেস সহ লঞ্চ করা হয়েছে। সিকিউরিটির জন্য স্মার্টফোনটিতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং জল ও ধুলোর জন্য IP52 রেটিং যোগ করা হয়েছে।
ফটোগ্রাফির জন্য Moto G Play 5G (2026) স্মার্টফোনটিতে f/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 32 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য মোটোরোলা স্মার্টফোনে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। এই ক্যামেরা সেটআপ সাধারণ ইউজার এবং সোশ্যাল মিডিয়া ফটোগ্রাফির জন্য যথেষ্ট।
স্মার্টফোনটিতে Dolby Atmos স্টেরিও স্পিকার, 3.5mm অডিও জ্যাক এবং USB Type-C পোর্ট রয়েছে। কানেক্টিভিটির জন্য স্মার্টফোনে 5G, ডুয়েল 4G VoLTE, Wi-Fi 802.11ac, Bluetooth 5.3, GPS ও NFC ফিচার যোগ করা হয়েছে।
পাওয়ার ব্যাকআপের জন্য Moto G Play 5G (2026) স্মার্টফোনটিতে 5200mAh ব্যাটারি দেওয়া হয়েছে এবং এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 30W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী সাধারণ ব্যাবহারে খুব সহজেই ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে।
Moto G Play 5G (2026) স্মার্টফোনটি PANTONE Slipstream কালার অপশনে লঞ্চ করা হয়েছে। এই স্মার্টফোনটির দাম USD 169.99 (প্রায় 15,080 টাকা) রাখা হয়েছে। আগামী 13 নভেম্বর থেকে স্মার্টফোনটির সেল শুরু হবে।
Moto G Play 5G (2026) স্মার্টফোনটি বাজারে উপস্থিত Samsung Galaxy A15 5G, Redmi Note 14 এবং Realme Narzo 80x 5G স্মার্টফোনগুলির সঙ্গে প্রতিযোগিতায় নামতে পারে।
যরা 15,000 টাকা বাজের রেঞ্জে 5G স্মার্টফোন চাইছেন, তাদের জন্য Moto G Play 5G (2026) স্মার্টফোনটি ভালো অপশন হতে পারে।












