লিক হল সস্তা Moto G06 স্মার্টফোনের দাম এবং স্পেসিফিকেশন, জেনে নিন ডিটেইলস

বর্তমানে Motorola তাদের নতুন লো বাজেট স্মার্টফোনে কাজ করছে এবং এই ফোনটি কোম্পানির ‘জি’ সিরিজের অধীনে পেশ করা হবে। এই ফোনটি Moto G06 নামে লঞ্চ করা হবে এবং ফোনটি বাজারে আসার আগেই এটির দাম ও স্পেসিফিকেশন ইন্টারনেটে লিক হয়ে গেছে। টেক ওয়েবসাইট এক্সপার্টপিকের পক্ষ থেকে আপকামিং Moto G06 ফোনটির গ্লোবাল প্রাইস শেয়ার করে জানানো হয়েছে এই ফোনটি 12 হাজার টাকার রেঞ্জে লঞ্চ করা হবে। ফোনটির ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে নিচে আলোচনা করা হল।

Moto G06 ফোনটি MediaTek Helio G81 Extreme প্রসেসর সহ লঞ্চ করা হতে পারে। জানিয়ে রাখি বাজারে উপস্থিত Moto G05 ফোনটিও এই একই চিপসেটে কাজ করে। অর্থাৎ নতুন ফোনে পারফরমেন্সের ক্ষেত্রে কোনো আপগ্রেড দেখা যাবে না এবং এর ফলে ইউজাররা নিরাশ হতে পারে। লিক অনুযায়ী এই ফোনটি 4GB RAM সহ পেশ করা হবে এবং এতে 256GB ইন্টারনাল স্টোরেজ থাকবে।

লিক থেকে জানা গেছে আপকামিং Moto G06 ফোনটিতে 720 x 1640 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.88-ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হতে পারে। ওয়াটার ড্রপ নচ স্টাইলের এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 260ppi পিক্সেল ডেনসিটি সাপোর্ট করবে বলে জানানো হয়েছে। সস্তা ফোনে এত বেশি রিফ্রেশ রেট নিঃসন্দেহে একটি উল্লেখযোগ্য বিষয়। ফোনটির ডিসপ্লের সুরক্ষার জন্য এতে Gorilla Glass 3 যোগ করা হতে পারে।

ফটোগ্রাফির জন্য Moto G06 ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ থাকতে পারে। লিক অনুযায়ী এই ক্যামেরা সেট‌আপে 50MP প্রাইমারি সেন্সর এবং সেকেন্ডারি ফ্লিকার সেন্সর দেওয়া হতে পারে। এছাড়া সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 8MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে। মনে করিয়ে দিই Moto G05 ফোনেও কোম্পানির পক্ষ থেকে এই এক‌ইরকম ক্যামেরা কম্বিনেশন দেওয়া হয়েছিল।

লিক থেকে জানা গেছে পাওয়ার ব্যাক‌আপের জন্য Moto G06 ফোনে 5,200mAh ব্যাটারি যোগ করা হবে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 10W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হতে পারে। জেনে অবাক হতে হয় Moto G05 ফোনের ব্যাটারি এই এক‌ই মাপের হলেও চার্জিং স্পীড ছিল 18W। অর্থাৎ এই আপকামিং ফোনটিতে বেশ কিছু দিক থেকে ডাউনগ্রেড ফিল হবে।

এছাড়া Moto G06 ফোনে IP64 রেটিং থাকতে পারে। আগের Moto G05 ফোনে IP52 রেটিং দেওয়া হয়েছিল। লিক অনুযায়ী আপকামিং ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ডুয়েল সিম সাপোর্ট পাওয়া যাবে। ফোনটির ডায়মেনশন 171.35 x 77.5 x 8.31mm এবং ওজন 194 গ্ৰাম হবে বলে জানা গেছে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 15 অপারেটিং সিস্টেম সহ লঞ্চ করা হতে পারে।

লিক থেকে জানা গেছে Moto G06 ফোনে 4GB RAM এর সঙ্গে 64GB এবং 256GB স্টোরেজ থাকবে। লিক অনুযায়ী এই দুটি মডেলের দাম যথাক্রমে 119 ইউরো এবং 169 ইউরো রাখা হবে। ভারতীয় কারেন্সি অনুযায়ী এই দাম যথাক্রমে 12,199 টাকা এবং 17,399 টাকার কাছাকাছি। গ্লোবাল মার্কেটে এই ফোনটি Tapestry Pantone, Arabesque Pantone এবং Tendril Pantone কালার অপশনে সেল করা হতে পারে।

শীঘ্রই গ্লোবাল বাজারে Moto G06 ফোনটি লঞ্চ করা হবে। তবে ভারতের বাজারে এই ফোনটি লঞ্চ হতে এখনও দেরি আছে বলে জানা গেছে। সম্ভবত কোম্পানির পক্ষ থেকে আগামী বছর অর্থাৎ 2026 সালের জানুয়ারি মাসে এই ফোনটি লঞ্চ করা হবে। যারা 7 হাজার টাকার রেঞ্জে একটি সুন্দর ফোন কেনার কথা ভাবছেন তাদের জানিয়ে রাখি এই সপ্তাহেই ভারতে মাত্র 6,399 টাকা দামে itel A90 Limited Edition স্মার্টফোন লঞ্চ হয়েছে।

এটি এত কম দামে লঞ্চ হ‌ওয়া বিশ্বের প্রথম MIL-STD-810H মিলিটারি গ্ৰেড সার্টিফাইড স্মার্টফোন। এছাড়াও এই বাজেটের Infinix Smart 10 এবং LAVA Bold N1 Pro ফোনগুলি যথেষ্ট উল্লেখযোগ্য অপশন। এই দুটি ফোনের দাম‌ই 6,799 টাকা। উভয় ফোনে Moto G06 ফোনটির মতো 120Hz রিফ্রেশ রেটযুক্ত ডিসপ্লে রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here