শীঘ্রই লঞ্চ হতে পারে Moto G85 5G স্মার্টফোন, গীকবেঞ্চ সাইটে প্রকাশ্যে এল গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন

মোটোরোলা তাদের শক্তিশালী Motorola Edge 50 Fusion স্মার্টফোন লঞ্চ করেছে। কোম্পানি ক্রমাগত তাদের 5জি ফোন পেশ করে চলেছে। এই ধারা অনুযায়ী শীঘ্রই কোম্পানি তাদের নতুন জি সিরিজের Moto G85 5G স্মার্টফোন বাজারে লঞ্চ করতে পারে। কারণ বেঞ্চমার্কিং সাইট গীকবেঞ্চে এই ফোনটি গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সহ লিস্টেড হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে।

Moto G85 5G এর গীকবেঞ্চ লিস্টিং

  • মাই স্মার্ট প্রাইস গীকবেঞ্চ প্ল্যাটফর্মে মোটোরোলা নতুন স্মার্টফোন লিস্টেড হয়েছে। এই সাইটে ফোনটি Moto G85 5G নামে দেখা গেছে।
  • লিস্টিং অনুযায়ী নতুন জি সিরিজের মোটোরোলা স্মার্টফোন সিঙ্গেল-কোর রাউন্ডে 939 স্কোর এবং মাল্টি-কোর রাউন্ডে 2092 স্কোর করেছে।
  • গীকবেঞ্চ লিস্টিং অনুযায়ী Moto G85 5G স্মার্টফোনে 2+6 কোর এবং কোডনেম মাল্মো সহ অক্টাকোর প্রসেসর দেওয়া হতে পারে।
  • এই চিপসেটের পীক পারফরমেন্স 2.30GHz হবে বলে জানা গেছে। এই নতুন লিস্টিং অনুযায়ী এই ফোনে অ্যাড্রিনো 619 GPU সহ দেখা গেছে।
  • উপরোক্ত ডিটেইলস অনুযায়ী Moto G85 5G স্মার্টফোনে আপকামিং কোয়ালকম স্ন্যাপড্রাগন 4 জেন 3 দেওয়া হতে পারে।
  • লিস্টিঙে স্টোরেজের জন্য Moto G85 5G স্মার্টফোনে 8জিবি RAM সহ দেখা গেছে।
  • অপারেটিং সিস্টেম হিসেবে এই ফোনটি বাজারে অ্যান্ড্রয়েড 14 সহ লঞ্চ করা হতে পারে।

Moto G85 5G এর দাম (লিক)

  • ইউরোপের একটি রিটেল ওয়েবসাইটে কিছু দিন আগে Moto G85 5G স্মার্টফোন দেখা গিয়েছিল।
  • ওয়েবসাইটের মাধ্যমে এই 5G ফোনটির দাম প্রকাশ্যে এসেছিল।
  • জানিয়ে রাখি Moto G85 5G স্মার্টফোন 12জিবি RAM + 256 জিবি স্টোরেজের দাম €300 অর্থাৎ ভারতীয় টাকার অনুযায়ী 26,900 টাকা হতে পারে।
  • এই ফোনটি গ্লোবাল দামের থেকে কম দামে ভারতে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে।
  • রিপোর্টস অনুযায়ী এই ফোনটি কয়েক সপ্তাহের মধ্যে গ্লোবাল এবং ভারতে পেশ করা হতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here