লিক হল Motorola Edge 50 Fusion স্মার্টফোনের ডিজাইন এবং স্পেসিফিকেশন, 3 এপ্রিল হতে পারে লঞ্চ

3 এপ্রিল ভারতে মোটোরোলা তাদের Edge 50 Pro স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। তবে এখন এই সিরিজের Motorola Edge 50 Fusion স্মার্টফোনটিও বাজারে আসবে বলে আশা করা হচ্ছে। এই ফোনটিও 3 এপ্রিল পেশ করা হতে পারে বলে মনে করা হচ্ছে। ফোনটি বাজারে আসার আগে লিকের মাধ্যমে এই স্মার্টফোনটির রেন্ডার, ডিজাইন এবং স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। এই বিষয়ে নীচে বিস্তারিত জানানো হল।

Motorola Edge 50 Fusion এর রেন্ডার এবং দাম (লিক)

  • অ্যান্ড্রয়েড হেডলাইন Motorola Edge 50 Fusion স্মার্টফোনের লিক শেয়ার করেছে। এর থেকে ফোনটির রেন্ডার ইমেজ, স্পেসিফিকেশন এবং লঞ্চ ডেট সম্পর্কে জানা গেছে।
  • এই ফোনটির ব্যাক প্যানেলে দুটি বড়ো ক্যামেরা কাটআউট সহ কার্ভ ব্যাক দেখা গেছে। এই ফোনটির ডিসপ্লেও কার্ভ হতে পারে।
  • নীচে শেয়ার করা ইমেজে দেখা যাচ্ছে এই ফোনের ফ্রন্ট প্যানেলে পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া হবে।
  • লিক অনুযায়ী Edge 50 Fusion স্মার্টফোনটি তিনটি কালার অপশনে বাজারে আসতে পারে। বাজারে ফোনটির ব্লু, পিঙ্ক এবং টিল কালার অপশন সেল করা হবে।
  • এই সবকটি অপশনেই টেকচার ব্যাক প্যানেল পাওয়া যাবে। তবে ব্লু কালার মডেলে ভেগান লেদার ফিনিশ দেওয়া হতে পারে।
  • ভারতে এই ফোনের দাম $300 USD অর্থাৎ প্রায় 25,000 টাকা হতে পারে।

Motorola Edge 50 Fusion এর স্পেসিফিকেশন (লিক)

  • ডিসপ্লে: লিক অনুযায়ী মোটোরোলা এজ 50 ফিউশন স্মার্টফোনটিতে পিওএলইডি প্যানেলে তৈরি 6.7 ইঞ্চি ডিসপ্লে দেওয়া হতে পারে। এতে গোরিলা গ্লাস প্রোটেকশন থাকতে পারে।
  • প্রসেসর: প্রসেসিঙের জন্য এই ফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 জেন 1 প্রসেসর যোগ করা হতে পারে।
  • স্টোরেজ: আপকামিং Motorola Edge 50 Fusion স্মার্টফোনটিতে 8জিবি RAM এবং 256জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ দেওয়া হতে পারে।
  • ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Motorola Edge 50 Fusionস্মার্টফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা থাকতে পারে। এতে OIS সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 13 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা দেওয়া হতে পারে। তবে সেলফি তোলা, ভিডিও কল এবং রিল বানানোর জন্য এই ফোনে 32 মেগাপিক্সেল ফ্রন্ট লেন্স যোগ করা হতে পারে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই স্মার্টফোনটিতে 5,000 এমএএইচ ব্যাটারি এবং ফোনটিতে দ্রুত চার্জ করার জন্য 68W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হবে।
  • অন্যান্য: এই ফোনটিকে ধুলো এবং জল থেকে বাঁচাবার জন্য এতে IP68 রেটিং দেওয়া হতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here