লেনোভো অধিকৃত কোম্পানি Motorola গতকাল ভারতে তাদের বাজেট ক্যাটাগরি স্মার্টফোন Moto Eta লঞ্চ করেছে। এর সঙ্গেই কোম্পানি স্মার্ট টিভি মার্কেটে পা রেখে তাদের নতুন টিভির রেঞ্জ পেশ করেছে। কোম্পানি এর জন্য ই-কমার্স ওয়েবসাইট ফ্লিপকার্টের সঙ্গে হাত মিলিয়েছে। চলুন জেনে নেওয়া যাক এই টিভিগুলি সম্পর্কে সব ডিটেইলস।
মোটোরোলা টিভি অ্যান্ড্রয়েড ওএসের সঙ্গে কাজ করে এবং এটি ফুল এইচডি বা 4K রেজলিউশন সাপোর্ট করে। কোম্পানি এক সঙ্গে মোটোরোলা টিভির ছয়টি ভেরিয়েন্ট লঞ্চ করেছে। টিভিগুলির দাম নিচে দেওয়া হল। আগামী 29 সেপ্টেম্বর ফ্লিপকার্টের এক্সক্লুসিভ বিগ বিলিয়ন ডেতে এই টিভি সেল করা হবে।
Motorola লঞ্চ করল সস্তা Moto E6S স্মার্টফোনে, দাম মাত্র 7,999 টাকা
টিভির দাম ও সাইজ
32-inch HDR – Rs 13,999
43-inch FHD – Rs 24,999
43-inch UHD – Rs 29,999
50-inch UHD – Rs 33,999
55-inch UHD – Rs 39,999
65-inch UHD – Rs 64,999
মোটোরোলা অ্যান্ড্রয়েড টিভিতে অটো টিউন এক্স ডিসপ্লে (IPS ডিসপ্লে) টেকনোলজি দেওয়া হয়েছে যা ডলবি ভিশনের সঙ্গে কাজ করে। এই টিভি অ্যান্ড্রয়েড 9 পাই অপারেটিং সিস্টেমযুক্ত। এর সঙ্গে এই টিভিতে 2.25 জিবি র্যাম ও 16 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। এই অ্যান্ড্রয়েড টিভিতে Mali 450 GPU ও Blaze X টেকনোলজির সঙ্গে ওয়ারলেস গেমপ্যাড কানেকশনের অপশন আছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন











