3সি সার্টিফিকেশন পেল Motorola Razr 50 Ultra স্মার্টফোন, প্রকাশ্যে এল ফাস্ট চার্জিং স্পীড

মোটোরোলা আগামী কয়েক মাসের মধ্যে রেজার 50 এবং রেজার 50 আলট্রা লঞ্চ করতে পারে। এর আগে BIS সার্টিফিকেশন সাইটে মোটোরোলা রেজার 50 আলট্রা XT2453-1 মডেল নাম্বার সহ দেখা গিয়েছিল। এবার 3C সার্টিফিকেশন ওয়েবসাইটে mysmartprice সাইট আপকামিং রেজার সিরিজের স্মার্টফোনের চাইনিজ মডেল স্পট করেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক প্রকাশ্যে আসা তথ্য সম্পর্কে।

Motorola Razr 50 Ultra এর 3C লিস্টিং ডিটেইলস

  • 3C লিস্টিং অনুযায়ী Motorola Razr 50 Ultra স্মার্টফোনের চাইনিজ ভেরিয়েন্ট XT-2453-2 মডেল নাম্বার সহ দেখা গেছে।
  • লিস্টিং অনুযায়ী এই ডিভাইসে 15W (5V/3A), 27W (9V/3A), 30W (12V/2.5A) এবং 33W (11V/3A) চার্জিং ফিচার সাপোর্ট দেওয়া হবে।

  • তাই আপকামিং রেজার সিরিজের স্মার্টফোনটি তাদের পুরনো মডেলের মতোই 33W টার্বো পাওয়ার ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

আগেই আমরা জানিয়েছি Razr 50 Ultra স্মার্টফোনটি আগেই ব্যুরো অফ ইন্ডিয়া স্ট্যান্ডাড সার্টিফিকেশন পেয়েছে। তাই ভারতীয় বাজারে এই ফোনটি লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। এই ফোনটি পুরনো ক্লেমশোল ফোল্ডেবল ফোনের চেয়ে অন্য ধরনের ডিজাইন সহ পেশ করা হতে পারে।

Razr 50 Ultra স্মার্টফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 8s জেন 3 প্রসেসর যা বর্তমানে স্ন্যাপড্রাগন 8+ জেন 1 এর তুলনায় বড়ো আপগ্রেড হতে চলেছে। এই ফোনটি পিচ ফাজ, গ্রিন এবং ব্লু কালার অপশনে লঞ্চ করা হতে পারে।

Motorola Razr 50 Ultra এর স্পেসিফিকেশন (লিক)

  • Motorola Razr 50 Ultra স্মার্টফোনে 6.9-ইঞ্চির OLED ডিসপ্লে এবং 3.6-ইঞ্চির কভার ডিসপ্লে দেওয়া হতে পারে বলে আশা করা হচ্ছে।
  • এই ফোনে 50MP প্রাইমারি ক্যামেরা এবং 50MP 2x টেলিফটো সেন্সর যোগ করা হয়েছে।
  • এই ফোনে 32MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হবে বলে জানা গেছে।
  • আপকামিং Razr 50 Ultra স্মার্টফোনে 4,000mAh ব্যাটারি সহ লঞ্চ করা হতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here