জেনে নিন Netflix এর সাবস্ক্রিপশনের মাসিক খরচ

বিগত কয়েক বছর ধরে মানুষের মধ্যে যেমন ইন্টারনেট ব‍্যবহারের ঝোঁক বেড়েছে তেমনই তাল মিলিয়ে বেড়ে চলেছে বিনোদনের জন্য বিভিন্ন ওটিটি প্ল‍্যাটফর্মের ওপর নির্ভরশীলতা। ভারতসহ গোটা বিশ্বে অসংখ্য ওটিটি প্ল‍্যাটফর্মের লিস্টে অন‍্যতম জনপ্রিয় একটি নাম Netflix। এতে একদিকে যেমন আছে Game of The ones, Money Heist এর মতো আকর্ষণীয় ওয়েব সিরিজ তেমনই আবার আছে Extraction, Joker এর মতো রোমাঞ্চকর ফিল্ম। কিন্তু এই জনপ্রিয় ওটিটি প্ল‍্যাটফর্মের মাসিক সাবস্ক্রিপশনের খরচ কত? আদৌ কি তা মধ‍্যবিত্তের আয়ত্বের মধ্যে? এই পোস্টে আমরা সেই বিষয়েই বিস্তারিত আলোচনা করবো।

Netflix এর Mobile প্ল‍্যান

এটি Netflix এর সবচেয়ে সস্তা প্ল‍্যান। এই প্ল‍্যানের সাবস্ক্রিপশনের জন্য ইউজারদের মাসে 199 টাকা করে দাম দিতে হয়। এই প্ল‍্যানটি একটি মাত্র মোবাইল বা ট‍্যাবলেট ডিভাইসে 480 পিক্সেল রেজলিউশনে উপভোগ করা যায়।

Netflix এর Basic প্ল‍্যান

নেটফ্লিক্সের এই দ্বিতীয় প্ল‍্যানের জন্য মাসে 499 টাকা খরচ করতে হয়। এই প্ল‍্যানটিও একটি মাত্র ডিভাইসে ব‍্যবহারযোগ‍্য, তবে মোবাইল ও ট‍্যাবলেটের পাশাপাশি এই প্ল‍্যানটি ল‍্যাপটপ বা কম্পিউটার এবং টিভিতেও উপভোগ করা যায়। এই প্ল‍্যানের ক্ষেত্রেও কন্টেন্টের সর্বোচ্চ রেজলিউশন 480 পিক্সেল।

Netflix এর Standard প্ল‍্যান

জনপ্রিয় ওটিটি প্ল‍্যাটফর্ম নেটফ্লিক্সের এই প্ল‍্যানটির সাবস্ক্রিপশনের জন্য জন্য প্রতি মাসে 649 টাকা করে দিতে হয়। এই প্ল‍্যানটি যে কোনো দুটি ডিভাইসে একসঙ্গে ব‍্যবহার করা যায়। জানিয়ে রাখি এই প্ল‍্যানের কন্টেন্ট সর্বোচ্চ 1080 পিক্সেল অর্থাৎ ফুল এইচডি রেজলিউশনে দেখা যায়।

Netflix এর Premium প্ল‍্যান

এটি নেটফ্লিক্সের সবচেয়ে দামি প্ল‍্যান। এই প্ল‍্যানটি উপভোগের জন্য প্রতি মাসে ইউজারদের থেকে 799 টাকা করে সাবস্ক্রিপশন চার্জ দিতে হয়। এই প্ল‍্যানটি একসঙ্গে মোবাইল ফোন, ট‍্যাবলেট, ল‍্যাপটপ বা কম্পিউটার এবং টিভি যে কোনো চারটি ডিভাইসে উপভোগ করা যায়। এই প্ল‍্যানটি সাবস্ক্রাইব করলে ইউজার‍রা সমস্ত শো এবং মুভি 4K+HDR রেজলিউশনে উপভোগ করতে পারবেন।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here