BIS সার্টিফিকেশন সাইটে লিস্টেড হল JioPhone, জেনে নিন ডিটেইলস

রিলায়েন্স জিও তাদের একটি নতুন ফিচার ফোন নিয়ে আসতে চলেছে। BIS সার্টিফিকেশন সাইটে ফোনটি লিস্টেড হয়েছে। তবে লিস্টিঙের মাধ্যমে এখনও পর্যন্ত কোনো রকম হার্ডওয়্যার স্পেসিফিকেশন বা মার্কেটিং নাম সম্পর্কে জানা যায়নি, কিন্তু শীঘ্রই ফোনটি বাজারে লঞ্চ করা হবে বলে আভাস পাওয়া যাচ্ছে। জানিয়ে রাখি JioPhone কোম্পানির Feature Phone সিরিজ, এতে নতুন নেটওয়ার্ক কানেক্টিভিটি এবং লেটেস্ট ফিচার দেওয়া হয়ে থাকে। এই ফোনটি কম দামে বাজেট রেঞ্জে লঞ্চ করা হয়। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক জিওফোনের সম্প্রতি প্রকাশ্যে আসা লিস্টিং ডিটেইলস সম্পর্কে।

জিওফোন সিরিজে আসতে চলেছে নতুন ফোন

  • আমরা BIS সার্টিফিকেশন সাইটে JFP1AE-DS মডেল নাম্বার স্পট করেছি। এই নাম্বারের শেষে ‘DS’ অক্ষরের অর্থ এতে ডুয়েল সিম দেওয়া হতে পারে।
  • সার্টিফিকেশন ইমেজের মাধ্যমে আপকামিং ফোনের মার্কেটিং নাম সম্পর্কে জানা যায়নি, তবে এটিকে জিওফোন প্রাইমা 2 ডুয়েল সিম ভার্সন বলে মনে করা হচ্ছে।

  • জানিয়ে রাখি ভারতের বাজারে উপস্থিত JioPhone Prima 2 ফোনটির মডেল নাম্বার JFP1AE, তবে এতে DS নেই।
  • JioPhone Prima 2 DS ফোনে ভ্যানিলা মডেলের মতো হার্ডওয়্যার এবং ডুয়েল সিম স্লট দেওয়া হতে পারে বলে আশা করা হচ্ছে।
  • ডুয়েল সিম ভার্সন ফোনে জিও ছাড়াও অন্য নেটওয়ার্কের সিম ব্যাবহার করা যাবে।

JioPhone Prima 2 ফোনের স্পেসিফিকেশন

ভারতীয় বাজারে JioPhone Prima 2 ফোনটি কোয়ালকম প্রসেসর সহ লঞ্চ করা হয়েছিল। নিচে এই ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে আলোচনা করা হল।

  • ডিসপ্লে: JioPhone Prima 2 ফোনের কর্নার কিছুটা কার্ভ সহ 2.4 ইঞ্চির ডিসপ্লে রয়েছে। এই ফিচার ফোনে ভিডিও কলিং, গুগল অ্যাসিসটেন্স, ইউটিউব, ফেসবুক, জিওচ্যাট এবং জিও এন্টারটেইনমেন্ট অ্যাপের মতো জিওসাবান, জিওসিনেমা এবং জিওটিভি মতো ফিচারগুলি দেওয়া হয়েছে।
  • প্রসেসর: প্রসেসিঙের জন্য এই ফোনে কোয়ালকম কোয়াড-কোর প্রসেসর দেওয়া হয়েছে। এই ফোনে 512MB RAM রয়েছে। এতে স্টোরেজ 128GB পর্যন্ত বাড়ানোর জন্য মাইক্রোএসডি কার্ড স্লট যোগ করা হয়েছে।
  • ওএস: ফোনে kaiOS 2.5.3 অপারেটিং সিস্টেম সহ 23 ভাষার সাপোর্ট দেওয়া হয়েছে।
  • অন্যান্য: JioPhone Prima 2 ফোনে এফএম রেডিও, এলইডি টাচ,3.5 মিমি অডিও জ্যাক, ব্লুটুথ 5.0 এবং ইউএসবি 2.0 মতো ফিচার দেওয়া হয়েছে। পেমেন্টের জন্য ফোনে জিও পে ইউপিআই সাপোর্ট করে। এই ফোনে কুরিয়ার কোর্ডও স্ক্যান করা যায়।

জানিয়ে রাখি JioPhone Prima 2 ফোনটি 2,799 টাকা দামে লঞ্চ করা হয়েছে। এটি শুধুমাত্র লাক্স ব্লু কালার অপশনে পেশ করা হয়েছে। যদি JFP1AE-DS মডেল নাম্বার সহ ফোনটি জিও প্রাইমা 2 ডুয়েল সিম ফোন হয়, তাহলে এটি কিছুটা দামি হতে পারে বলে আশা করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here