ভারতে লঞ্চ হবে নতুন Motorola স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস

গত তিন মাসে Motorola বাজারে যথেষ্ট অ্যাগ্রেসিভ হয়ে উঠেছে। এই সময়ে কোম্পানির পক্ষ থেকে ভারতে Moto G96, মিড বাজেট Edge 60 সিরিজ এবং ফ্ল্যাগশিপ Razr ফোন সহ আধ ডজনেরও বেশি স্মার্টফোন লঞ্চ করা হয়েছে। এবার কোম্পানি তাদের ফ্যানদের জন্য আরও একটি নতুন ফোন পেশ করতে চলেছে। Motorola অফিসিয়ালি এই আপকামিং ফোনটি টিজ করে দিয়েছে এবং এই ফোনটি জুলাই মাসের শেষের দিকে বা আগস্ট মাসের শুরুতে লঞ্চ করা হতে পারে।

জারি হল আপকামিং Motorola ফোনের টিজার

মোটোরোলা ইন্ডিয়া তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডেলের মাধ্যমে টুইট করে আপকামিং ফোনটি সম্পর্কে জানিয়েছে। কোম্পানির পক্ষ থেকে একটি 10 সেকেন্ডের টিজার ভিডিও শেয়ার করা হয়েছে। এতে ‘কামিং সুন’ লেখা হল ফোনটির ব্যাক প্যানেল দেখানো হয়েছে। কোম্পানি এই ফোনটির নাম জানায়নি, তবে মনে করা হচ্ছে এই ফোনটি Motorola Edge সিরিজের নতুন ফোন বা Moto G86 Power 5G স্মার্টফোন হতে পারে।

ভারতে লঞ্চ হতে পারে Moto G86 Power 5G

কোম্পানির শেয়ার করা ভিডিওতে ফোনের ব্যাক প্যানেলে ওপরের ডানদিকে স্কোয়ার শেপের ক্যামেরা মডিউল দেখা গেছে। এই একই রকম ক্যামেরা প্লেসমেন্ট এর আগে কোম্পানির এজ 60 সিরিজের সবকটি ফোনে দেখা গেছে। এছাড়া গত মে মাসে গ্লোবাল বাজারে লঞ্চ করা Moto G86 5G এবং Moto G86 Power 5G ফোনেও এই ধরনের ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছিল।

মোটোরোলা এজ 60 সিরিজের অধীনে ইতিমধ্যে কোম্পানির পক্ষ থেকে Edge 60, Edge 60 Fusion, Edge 60 Pro এবং Edge 60 Stylus নামের চারটি স্মার্টফোন পেশ করা হয়েছে। তাই এবার মোটো জি সিরিজের স্মার্টফোন লঞ্চ করা হবে বলে মনে করা হচ্ছে। এই আপকামিং ফোনটি Moto G86 5G বা Moto G86 Power 5G হতে পারে। আবার টেক জগতের কানাঘুষো অনুযায়ী এই ফোনটি Motorola Edge 60 Ultra হিসাবেও লঞ্চ করা হতে পারে।

ভারতে একটি নতুন মোটোরোলা স্মার্টফোন লঞ্চ হবে। এই ফোনটি কি নামে পেশ করা হবে সেই বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। এই আপকামিং ফোনটি সম্পর্কে কোনো নতুন তথ্য পাওয়া গেলে সেই বিষয়ে পোস্টের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। নিচে ইউরোপের বাজারে লঞ্চ করা Moto G86 Power ফোনের ডিটেইলস জানানো হল।

Moto G86 Power 5G ফোনের স্পেসিফিকেশন (গ্লোবাল)

গ্লোবাল মার্কেটে Moto G86 Power 5G ফোনটি MediaTek Dimensity 7300 চিপসেট এবং 8GB RAM ও 512GB পর্যন্ত স্টোরেজ সহ পেশ করা হয়েছে। এই ফোনে 6.67-ইঞ্চির FHD+ AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 4500nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য এই ফোনে IP68+IP69 রেটিঙের পাশাপাশি MIL-STD 810H মিলিটারি গ্রেড সার্টিফিকেশনও রয়েছে।

ফটোগ্রাফির জন্য ফোনটির রেয়ার ক্যামেরা সেটআপে 50MP LYT600 OIS প্রাইমারি সেন্সর ও 8MP আলট্রা ওয়াইড + ম্যাক্রো লেন্স যোগ করা হয়েছে এবং সেলফির জন্য এতে 32MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য Moto G86 Power 5G ফোনটির গ্লোবাল মডেলে 30W TurboPower চার্জিং টেকনোলজি সহ 6,720mAh ব্যাটারি রয়েছে। ভারতের বাজারে এই ফোনটি একই স্পেসিফিকেশন সহ লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here