অফিসিয়ালি লঞ্চ হল PUBG-এর নতুন অবতার Battlegrounds Mobile India (BGMI), জেনে নিন ডাউনলোডের পদ্ধতি

আজ মোবাইল গেমার বিশেষ করে Battlegrounds Mobile India এর জন্য যারা অপেক্ষা করছিলেন তাদের যথেষ্ট আনন্দের দিন। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর আজ ভারতে অফিসিয়ালি PUBG এর ভারতীয় ভার্সন Battlegrounds Mobile India লঞ্চ হয়ে গেছে। অর্থাৎ আজ থেকে সবাই গুগল প্লে স্টোর থেকে তাদের অ্যান্ড্রয়েড স্মার্টফোনে এই গেমটি ডাউনলোড করে খেলতে পারবেন। আজ অর্থাৎ 2 জুলাই ভোর 06:30 এর সময় ভারতে অফিসিয়ালি Battlegrounds Mobile India লঞ্চ করা হয়েছে। আশা করা হচ্ছে খুব তাড়াতাড়ি আইওএস প্ল‍্যাটফর্মের জন‍্য‌ও গেমটি পেশ করা হবে, যদিও এবিষয়ে কোনো খবর পাওয়া যায়নি।

কিভাবে ডাউনলোড করবেন Battlegrounds Mobile India (BGMI) official version?

নিজের অ্যান্ড্রয়েড ফোনে Battlegrounds Mobile India এর অফিসিয়াল ভার্সন অ্যাপ ডাউনলোড করার জন্য Play Store এ যান। এখানে সার্চ অপশনে ‘Battlegrounds Mobile India’ সার্চ করে সরাসরি নিজের ফোনে এই নতুন গেমটি ডাউনলোড করা যাবে। যদি আপনার ফোনে গেমটির আর্লি ভার্সন আগে থেকে ইনস্টল করা থাকে সেক্ষেত্রেও প্লে স্টোর থেকে এই অফিসিয়াল ভার্সন আপডেট করে নেওয়া যাবে। এছাড়া যদি ফোনে Battlegrounds Mobile India এর বিটা ভার্সন ডাউনলোড করা থাকে তাও ফোনে এই অফিসিয়াল গেম খেলা যাবে।

কোন ফোনে চলবে না BGMI?

যদি সাপোর্টের কথা বলা হয় তবে প্রায় সমস্ত অ্যান্ড্রয়েড ফোনেই এই গেম খেলা যাবে। তবে দুটি ব‍্যাতিক্রম রয়েছে যেক্ষেত্রে এই গেম খেলা যাবে না। গেম লঞ্চের অনেক আগেই গেমের বর্তমান পরিবর্তিত কোম্পানি Krafton ঘোষণা করে জানিয়ে দিয়েছিল Battlegrounds Mobile India খেলার জন্য ফোনে কমপক্ষে 2GB RAM এবং ফোনের অপারেটিং সিস্টেম ভার্সন নূন্যতম Android 5.1.1 অথবা এর ওপরে হতে হবে। তাই গেম ডাউনলোডের আগে নিজের ফোনের এই দুটি স্পেসিফিকেশন সম্পর্কে নিশ্চিত হতে হবে।

Battlegrounds Mobile India (BGMI) এর ডাউনলোড সাইজ

অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য প্লে স্টোরে এই গেমের সাইজ 721MB। তবে আইওএস ইউজারদের জন্য সাইজ এখনই বলা সম্ভব নয়, কারণ এখনও পর্যন্ত iOS প্ল‍্যাটফর্মে Battlegrounds Mobile India এর প্রি রেজিস্ট্রেশন পর্যন্ত শুরু হয়নি।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here