চীনের স্মার্টফোন নির্মাণকারী কোম্পানি Realme অত্যন্ত দ্রুত গতিতে তাদের স্মার্টফোন পোর্টফোলিওর প্রসার ঘটিয়ে চলেছে। এই লিস্টে নতুন স্মার্টফোন যোগ করার উদ্দেশ্যে কোম্পানি একটি নতুন 5জি স্মার্টফোন লঞ্চ করতে পারে। এই ফোনটি বেশ কয়েকটি সার্টিফিকেশন সাইটে RMX2142 মডেল নাম্বারের সঙ্গে স্পট করা হয়েছে। লিস্টিং থেকে জানা গেছে এই ফোনে 5জি কানেক্টিভিটির সঙ্গে সঙ্গে ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করবে।
মডেল নাম্বার দেখে মনে করা হচ্ছে এই ফোনটি কয়েক দিন আগে থাইল্যান্ডের সার্টিফিকেশন সাইট এনবিটিসিতে লিস্টেড করা Realme X3 হতে পারে। মিডিয়া রিপোর্টে বলা হয় এই ফোনটি Realme X3 SuperZoom Edition নামে মার্কেটে লঞ্চ করা হবে।
MySmartPrice এর রিপোর্ট অনুযায়ী এই Realme ফোনটি RMX2142 মডেল নাম্বারের সঙ্গে চীনের 3C সার্টিফিকেশন সাইটের সঙ্গে সঙ্গে আরেকটি সার্টিফিকেশন সাইট MIIT তে দেখা গেছে। এই দুটি লিস্টিঙেই RMX2142 মডেল নাম্বারযুক্ত স্মার্টফোনে 5জি সাপোর্ট করবে বলে জানানো হয়েছে। আবার 3C এর লিস্টিং থেকে আরও জানা গেছে যে এই ফোনে 30 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। তবে সার্টিফিকেশন সাইট MIIT তে এবিষয়ে কোনো উল্লেখ করা হয়নি।
আরও পড়ুন: লকডাউন উঠে যাওয়ার পর ভারতে লঞ্চ হতে পারে Realme TV, জানা গেল তথ্য
আমরা আগেই বলেছি থাইল্যান্ডের সার্টিফিকেশন সাইট এনবিটিসিতে এই ফোনটি আগেই দেখা গেছে। তবে এই ওয়েবসাইটে ফোনটির মডেল নাম্বার বলা হয়েছে RMX2986। আবার মিডিয়া রিপোর্ট থেকে জানা গেছে এই ফোনটি Realme X3 SuperZoom Edition নামে মার্কেটে লঞ্চ করা হবে। নাম থেকেই স্পষ্ট বোঝা যাচ্ছে এই ফোনটি Realme X2 এর আপগ্ৰেডেড ভার্সন হবে এবং এই ফোনটি হাই কোয়ালিটি জুম লেন্সের সঙ্গে লঞ্চ করা হতে পারে।
লিক অনুযায়ী Realme X3 SuperZoom Edition ফোনটি কোম্পানির পক্ষ থেকে শক্তিশালী স্পেসিফিকেশনের সঙ্গে লঞ্চ করা হবে। আবার চীনের বেঞ্চমার্কিং সাইট গীকবেঞ্চের তথ্য অনুযায়ী এই ফোনে 12 জিবি র্যাম দেওয়া হতে পারে। গীকবেঞ্চে আরও বলা হয়েছে যে এই ফোনটি অ্যান্ড্রয়েডের লেটেস্ট অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 10 এ কাজ করবে। এই ফোনটি গীকবেঞ্চে সিঙ্গেল কোরে 788 স্কোর এবং মাল্টি কোরে 2624 স্কোর পেয়েছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন









