লো বাজেটে লঞ্চ হল নতুন ফোন HMD Aura, দেখে নিন স্পেসিফিকেশন

Nokia স্মার্টফোনগুলি জনপ্রিয় করে তোলার পর টেক কোম্পানি HMD Global সম্প্রতি তাদের নিজস্ব ব্র্যান্ডের মোবাইল পেশ করেছে। কোম্পানি তাদের Pulse series এবং HMD Vibe গ্লোবাল পেশ করার পর, এবার তাদের আরও একটি নতুন HMD Aura স্মার্টফোন টেক মঞ্চ থেকে লঞ্চ করেছে। এই ফোনটি লো বাজেটে স্মার্টফোন হিসেবে অস্ট্রেলিয়ান বাজারে লঞ্চ করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই HMD Aura স্মার্টফোনের সম্পূর্ণ ডিটেইলস সম্পর্কে।

HMD Aura এর স্পেসিফিকেশন

ডিসপ্লে: HMD Aura স্মার্টফোন 900 x 1600 পিক্সেল রেজোলিউশন সহ 6.56 ইঞ্চির এচডি + ওয়াটারড্রপ নচ ডিসপ্লে সহ লঞ্চ করা হয়েছে। এই ফোনে আইপীএস এলসিডি ডিসপ্লে সহ 60হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে।

প্রসেসর: এই HMD Aura স্মার্টফোনে অ্যান্ড্রয়েড 13 সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এই ফোনে Unisoc SC9863A1 অক্টাকোর প্রসেসর সহ 1.6GHz ক্লক স্পীডে কাজ করে। গ্রাফিক্সের জন্য এই ফোনে পাওয়ারবিআর জিই8322 জিপিইউ সাপোর্ট দেওয়া হয়েছে।

মেমরি: এই স্মার্টফোনে 4GB RAM এবং 64GB ইন্টারনাল স্টোরেজ সহ পেশ করা হয়েছে। একই সঙ্গে 256GB পর্যন্ত মেমরি কার্ড ব্যবহার করা যাবে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য HMD Aura ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সাপোর্ট দেওয়া হয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে 13 মেগাপিক্সেলের মেইন লেন্স এবং সেকেন্ডারি ডেপ্ত সেন্সর রয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 5,000mAh battery সহ 10W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট দেওয়া হয়েছে।

অন্যান্য: HMD Aura লো বাজেট 4জি স্মার্টফোনে ব্লুটুথ, ওয়াইফাই এবং জিপিএস এর মতো বেসিক ফিচার দেওয়া হয়েছে। এই ফোন 3.5mm হেডফোন জ্যাক এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সাপোর্ট করে।

HMD Aura এর দাম

অস্ট্রেলিয়াতে এই নতুন এচএমডি স্মার্টফোন সিঙ্গেল মেমরি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোন 4GB RAM + 64GB স্টোরেজের দাম AUD 180 অর্থাৎ প্রায় 9,799 টাকা রাখা হয়েছে। অস্ট্রেলিয়াতে এই ফোনটি HMD Aura Glacier Green এবং Indigo Black কালার অপশনে পেশ করা হয়েছে। এচএমডি গ্লোবাল শীঘ্রই ভারতের বাজারেও তাদের নতুন কোন স্মার্টফোন লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here