গীকবেঞ্চ এ লিস্টেড হল ভিভোর নতুন ফোন, Vivo V30 Lite 4G বা Y100 4G নামে হতে পারে লঞ্চ

মোবাইল কোম্পানি ভিভো কিছু দিনের মধ্যেই তাদের নতুন বাজেট স্মার্টফোন লঞ্চ করতে পারে। এখনও পর্যন্ত ফোনটির নাম সঠিকভাবে জানা যায়নি তবে ফোনটির নাম Vivo V30 Lite 4G বা Vivo Y100 4G হতে পারে। আপাতত ফোনটিকে বেঞ্চমারকিং ওয়েবসাইট গীকবেঞ্চে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সহ লিস্টেড করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক ফোনটির সম্ভাব্য স্পেসিফিকেশনসম্পর্কে।

Vivo V30 Lite 4G বা Vivo Y100 4Gফোনটির গীকবেঞ্চ লিস্টিং

  • নতুন ভিভো স্মার্টফোনটিকে গীকবেঞ্চে V2342 মডেল নাম্বার সহ দেখা গেছে।
  • Vivo V30 Lite বা Vivo Y100 4G ফোনটি সিঙ্গেল কোর টেস্টে 478 এবং মাল্টি কোর রাউন্ডে 1543 পয়েন্ট পেয়েছে।
  • গীকবেঞ্চ লিস্টিং অনুযায়ী আপকামিং ভিভো স্মার্টফোনে অ্যাড্রিনো জিপিইউ এর সঙ্গে 2.80GHz ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসর যোগ করা হবে। এই তথ্য দেখে মনে করা হচ্ছে ফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 685 চিপসেট দেওয়া হতে পারে
  • ফোনটির লিস্টিং অনুযায়ী স্মার্টফোনটিতে 8GB RAM যোগ করা হতে পারে।
  • এই ফোনটি অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেমে কাজ করবে বলে জানা গেছে।
  • খুব শীঘ্রই কোম্পানির তরফ থেকে তাদের আপকামিং ফোনটি সম্পর্কে অন্যান্য ডিটেইলস জানানো হবে বলে আশা করা যাচ্ছে।

চীনে ইতিমধ্যে Vivo V30 Lite এর 5G মডেল পেশ করা হয়েছে। অন্যদিকে Vivo V30 এবং Vivo V30 Pro ফোনদুটি সম্প্রতি লঞ্চ করা হয়েছে। আশা করা হচ্ছে কোম্পানি 4G কনেক্টিভিটি সহ আরও সস্তা অপশন লঞ্চের প্ল্যানিং করছে। বর্তমানে কোম্পানির পরবর্তী ঘোষণা পর্যন্ত অপেক্ষা করা হচ্ছে। চলুন নতুন ভিভো ভি30 ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

Vivo V30 এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: Vivo V30 ফোনে 6.78 ইঞ্চির এইচডি প্লাস এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রীন 2800 x 1260 পিক্সেল রেজোলিউশন, এইচডিআর 10 প্লাস, 120Hz রিফ্রেশ রেট এবং 2800 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে।
  • প্রসেসর: পারফরমেন্সের জন্য এই ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 জেন 3 চিপসেট রয়েছে। হিটিং ইস্যু থেকে বাঁচার জন্য এই ফোনে অল্ট্রা স্মার্ট কুলিং সিস্টেম যোগ করা হয়েছে।
  • মেমরি: ডেটা স্টোর করার জন্য এই মোবাইলে 12জিবি পর্যন্ত র‍্যাম এবং 256জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজের সুবিধা দেওয়া হয়েছে। এছাড়াও এই ডিভাইসে 12জিবি পর্যন্ত র‍্যাম এক্সপ্যানশন পাওয়া যায়, যার সাহায্যে এই ফোনে 24জিবি পর্যন্ত র‍্যাম উপভোগ করা যায়।
  • ক্যামেরা: Vivo V30 5G ডিভাইসে অপ্টিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন সাপোর্ট এবং অরা লাইট ফিচার সহ ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 50 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যোগ করা হয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে AF এবং AI ফিচার সহ 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Vivo V30 ফোনে ব্র্যান্ড 80 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি দিয়েছে।
  • অপারেটিং সিস্টেম: Vivo V30 ফোনটি লেটেস্ট অ্যান্ড্রয়েড 14 এবং ফানটাচ ওএস 14 এ কাজ করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here