Samsung Galaxy S22 FE এর মতোই লঞ্চ হবে না S23 FE স্মার্টফোন, জানালেন টিপস্টার

Highlights

  • এই বছর লঞ্চ হবে না Samsung Galaxy S23 FE স্মার্টফোন।
  • কোম্পানি এখনও পর্যন্ত Galaxy S23 FE লঞ্চ সম্পর্কে কোনো তথ্য জানায়নি।
  • শেষ ফ্যান এডিশন হিসাবে পেশ করা হয়েছিল Galaxy S21 FE।

যেসব স্যামসাং ফ্যানরা কোম্পানির Samsung Galaxy S23 FE লঞ্চের জন্য অপেক্ষা করছিলেন তাদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে। কোম্পানি তাদের ফ্যান এডিশন সিরিজ এই বছর লঞ্চ করবে না বলে খবর পাওয়া গেছে। জানিয়ে রাখি কোম্পানি এর আগে তাদের Galaxy S22 সিরিজে Galaxy S22 FE স্মার্টফোন লঞ্চ করেনি, তখন মনে করা হয়েছিল কোম্পানি Galaxy S21 FE এর পর সরাসরি Galaxy S23 FE স্মার্টফোন লঞ্চ করবে। জানিয়ে রাখি কিছু দিন আগে স্যামসাং তাদের গ্যালাক্সি এস23 সিরিজে গ্যালাক্সি এস23, গ্যালাক্সি এস23 প্লাস এবং গ্যালাক্সি এস23 আলট্রা লঞ্চ করেছিল। আরও পড়ুন: প্যান কার্ড এবং আধার কার্ড আপডেটের নামে ফিশিং স্ক্যামের জালে মুম্বাইয়ের অভিনেত্রী

মুশকিল হবে S23 FE লঞ্চ, জানালেন টিপস্টার

টেক জগতের অন্যতম জনপ্রিয় টিপস্টার Roland Quandt (@rquandt) এর বক্তব্য অনুযায়ী এই বছর Samsung Galaxy S23 FE ফোনটি লঞ্চ হওয়ার সম্ভাবনা যথেষ্ট কম। তবে তিনি স্পষ্ট বলেননি জে ফোনটি একেবারেই লঞ্চ করা হবে না। স্যামসাং গ্যালাক্সি এস23 এফই মডেলটি কোম্পানি বাদ দিতে পারে, যেমন Galaxy S22 FE এর ক্ষেত্রে হয়েছিল। তবে কোম্পানি এখনও পর্যন্ত অফিসিয়ালি এবিষয়ে কোনো তথ্য শেয়ার করেনি।

কেন লঞ্চ হবে না Galaxy S23 FE?

বিভিন্ন লিক রিপোর্ট অনুযায়ী কোম্পানি তাদের গ্যালাক্সি এস22 আলট্রা মডেলের প্রোডাকশন বাড়ানোর জন্য গ্যালাক্সি এস22 এফই মডেলটি লঞ্চ করেনি। কোম্পানি গত বছর তাদের গ্যালাক্সি এস22 এফই ফোনটির 3 মিলিয়ন ইউনিট পেশ করার পরিকল্পনা করেছিল, কিন্তু চিপ শর্টেজ এবং গ্যালাক্সি এস22 আলট্রা ফোনটির বিপুল চাহিদার কথা মাথায় রেখে কোম্পানি তাদের পরিকল্পনা বাতিল করার সিদ্ধান্ত নেয়। আরও পড়ুন: নতুন পোস্টপেইড ফ্যামিলি প্ল্যান লঞ্চ করে Jio ইউজারদের দারুণ উপহার দিলেন আম্বানি, পাবেন এক মাসের ফ্রি ট্রায়াল

বর্তমানে লেটেস্ট গ্যালাক্সি এস23 সিরিজের ফোনগুলিও বেশ জনপ্রিয়তা লাভ করছে। তাই আগের মতোই কোম্পানি এবারও তাদের ‘এস’ সিরিজের FE মডেল লঞ্চ করা থেকে বিরত থাকতে পারে। তবে এবিষয়ে এখনও পর্যন্ত অফিসিয়ালি কিছু ঘোষণা করা হয়নি।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here