বিশ্বের সবচেয়ে বড় টেক ইভেন্ট CES 2022 এর মঞ্চে Nokia এর স্মার্টফোন প্রস্ততকারী কোম্পানি HMD Global একের পর এক পাঁচটি 4G স্মার্টফোন লঞ্চ করেছে। এর মধ্যে কোম্পানির ফ্লিপ ফোন Nokia 2760 Flip 4G উল্লেখযোগ্য। এটি CES 2022 এর মঞ্চে পেশ করা কোম্পানির পঞ্চম ফোন। এর আগে কোম্পানি Nokia C100, C200, G100 এবং G400 5G লঞ্চ করেছে। Nokia 2760 Flip 4G ফোনটি কোম্পানির একটি ফিচার ফোন যা অনেকটা 2007 সালে পেশ করা Nokia 2760 এর মতো করে তৈরি করা হয়েছে। এই পোস্টে আমরা Nokia 2760 flip ফোনটির ফিচার, স্পেসিফিকেশন ও দাম সম্পর্কে আলোচনা করব।
Nokia 2760 Flip এর স্পেসিফিকেশন
HMD Global এর পক্ষ থেকে এখনও পর্যন্ত এই ফিচার ফোনটির সমস্ত স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হয়নি। নতুন Nokia 2760 Flip ফোনটি 4G কানেক্টিভিটি সাপোর্ট করে। এর আগে বেশ কিছু লিক রিপোর্টের মাধ্যমে লঞ্চের আগেই এই 4জি ফিচার ফোনটির ডিজাইন ও স্পেসিফিকেশন সম্পর্কে আভাস পাওয়া গিয়েছিল। লিক রিপোর্ট অনুযায়ী Nokia 2760 Flip ফোনটিতে 240 x 320 পিক্সেল রেজলিউশনযুক্ত রেক্ট্যাঙ্গুলার কালার ডিসপ্লে দেওয়া হতে পারে। এই ফোনে স্ট্যান্ডার্ড T9 কীবোর্ড এবং D-pad নেভিগেশন যোগ করা হয়েছে। এছাড়া এতে আউটার ডিসপ্লেও দেওয়া হয়েছে।
বর্তমানে এই ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে বেশি কিছু খবর পাওয়া যায়নি। নোকিয়ার এই ফোনে 1,450mAh ব্যাটারি এবং microSD কার্ড স্লট থাকার সম্ভাবনা আছে। এই ফোনের ব্যাক প্যানেলে 5MP ক্যামেরা সেন্সর থাকতে পারে। এই ফোনে Wi-Fi, LTE, Bluetooth, GPS, হ্যান্ডস ফ্রি স্পিকার এবং email ক্লায়েন্ট সাপোর্ট করে। Nokia 2760 Flip ফোনটি KaiOS 3.0 অপারেটিং সিস্টেমে কাজ করে। এছাড়াও এই ফোনে WhatsApp ও Facebook এর মত উল্লেখযোগ্য অ্যাপ ব্যবহার করা যায়।
Nokia 2760 Flip এর দাম
HMD Global তাদের লেটেস্ট Nokia 2760 Flip ফোনটি 79 ডলার অর্থাৎ প্রায় 6,000 টাকা দামে লঞ্চ করেছে। আগামী কয়েক মাসের মধ্যে আমেরিকার মার্কেটে এই ফিচার ফোনের সেল শুরু হবে। তবে কোম্পানির পক্ষ থেকে ফোনটির ভারতে সেল সম্পর্কে কিছু জানা যায়নি।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন