50MP Camera সহ লঞ্চ হল Nokia G42 5G এর সস্তা মডেল, দাম মাত্র 9,999 টাকা

নোকিয়া 2023 সালের সেপ্টেম্বর মাসে তাদের সস্তা ফোন Nokia G42 5G লঞ্চ করেছিল। সেই সময় এই ফোনের 8GB র‍্যাম এবং 128GB/256GB স্টোরেজ ভেরিয়েন্টে বাআজ্রে পেশ করা হয়েছিল। এবার কোম্পানির পক্ষ থেকে এই 5G ফোনের 4GB র‍্যাম ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছে। শুধুমাত্র র‍্যাম ছাড়া এই ফোনের লুক বা স্পেসিফিকেশনের কোনো পরিবর্তন করা হয়নি। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Nokia G42 5G ফোনের দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে।

Nokia G42 5G এর দাম এবং সেল

  • नोকিয়া G42 5G এর নতুন ভেরিয়েন্টে 4GB র‍্যাম (2GB ভার্চুয়াল র‍্যাম) এবং 128GB বিল্ট-ইন স্টোরেজ দেওয়া হয়েছে।
  • এই ফোনটি কোম্পানি 9,999 টাকা দামে পেশ করেছে।
  • ফোনটি ভারতের বাজারে সবচেয়ে সস্তা 5G ফোনগুলির লিস্টে নিজের স্থান করে নিয়েছে।
  • এই নতুন ভেরিয়েন্টটি সো পার্পল এবং সো গ্রে কালারে সেল করা হবে।
  • ভারতে আমাজনের মাধ্যমে আগামী 8 মার্চ থেকে এই ফোনের সেল শুরু হবে।

Nokia G42 5G এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: Nokia G42 5G ফোনটিতে 6.56-ইঞ্চির ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে দেওয়া হয়েছে। এলসিডি প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন HD+ রেজলিউশন ও 90Hz রিফ্রেশরেট সাপোর্ট করে।
  • প্রসেসর: এই ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেমের সঙ্গে পেশ করা হয়েছে। সুন্দর পারফরমেন্সের জন্য এই ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 480+ চিপসেট দেওয়া হয়েছে। এই প্রসেসর 2.2Ghz ক্লক স্পীডে কাজ করে।
  • ক্যামেরা: এই ফোনে ফটোগ্রাফির জন্য ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা লেন্স এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ও ডেপ্থ সেন্সর রয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এতে 20W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
  • অন্যান্য: Nokia G42 5G ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, OZO প্লেব্যাক লাউডস্পিকার, ডুয়েল সিম 5জি ও 4জি, ওয়াইফাই এবং ব্লুটুথের মতো প্রয়োজনীয় ফিচার রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here