পেশ হল Nokia G42 5G, রয়েছে 50MP ক্যামেরা এবং 11GB পর্যন্ত RAM-এর শক্তি

Highlights

  • 11 সেপ্টেম্বর জানা যাবে Nokia G42 5G এর দাম।
  • এতে 11GB পর্যন্ত RAM এর ক্ষমতা রয়েছে।
  • এই ফোনে 50MP ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে।

নোকিয়া ভারতে তাদের 5G প্রোডাক্টের পরিধি আরও বাড়িয়েছে। কোম্পানির পক্ষ থেকে কিছু দিন আগে ভারতে তাদের নতুন 5G ফোন লঞ্চের কথা ঘোষণা করেছিল। এবার অফিসিয়ালি দেশের বাজারে Nokia G42 5G ফোনটি পেশ করা হয়েছে। এই ফোনটির জন্য শপিং সাইট আমাজনে মাইক্রো সাইটও লাইভ করে দেওয়া হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনটি সম্পর্কে। আরও পড়ুন: লিক হল OnePlus Ace 3 এর স্পেসিফিকেশন, জেনে নিন বিস্তারিত

পেশ হল Nokia G42 5G

  • সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স এবং শপিং সাইট আমাজনে এই নতুন নোকিয়া ফোনের ডিটেইলস শেয়ার করা হয়েছে।
  • মাইক্রো সাইটে লঞ্চ ডেট বলা হয়নি, তবে কোম্পানির সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ঘোষণা করে জানানো হয়েছে এই ফোনটির দাম 11 সেপ্টেম্বর জানানো হবে।
  • কোম্পানির লিস্টিঙে ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কেও জানানো হয়েছে।
  • এই ফোনটি অসাধারণ ফিচারের সঙ্গে এবং সস্তা দামে বাজারে সেল করা হবে।
  • ফোনটি পার্পল এবং গ্রে কালার অপশনে সেল করা হবে।

Nokia G42 5G এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: আমাজনের মাইক্রো সাইট অনুযায়ী Nokia G42 5G ফোনটিতে 6.56-ইঞ্চির ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে দেওয়া হয়েছে এবং এটি HD+ রেজলিউশন ও 90Hz রিফ্রেশরেট সাপোর্ট করে।
  • প্রসেসর: সুন্দর পারফরমেন্সের জন্য এই ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 480+ চিপসেট দেওয়া হয়েছে। এই প্রসেসর 2.2Ghz ক্লক স্পীডে কাজ করে।
  • স্টোরেজ: এই ফোনে 6GB RAM এর সঙ্গে 128GB ইন্টারনাল স্টোরেজ যোগ করা হয়েছে। এর সঙ্গে RAM বাড়ানোর জন্য রয়েছে 5GB virtual RAM ফিচার। অর্থাৎ এই ফোনে মোট 11GB RAM উপভোগ করা যাবে।
  • ক্যামেরা: এই ফোনে ফটোগ্রাফির জন্য ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা লেন্স এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ও ডেপ্থ সেন্সর রয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
  • ব্যাটারি: এতে 20W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
  • ওএস: Nokia G42 5G ফোনটি অফিসিয়ালি দুই বছরের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম আপডেট এবং তিন বছরের সিকিউরিটি আপডেট পাবে।
  • অন্যান্য: Nokia G42 5G ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, OZO প্লেব্যাক লাউডস্পিকার, ডুয়েল সিম 5জি, ওয়াইফাই এবং ব্লুটুথের মতো প্রয়োজনীয় ফিচার রয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here