Nokia এর নতুন চাল, ভারতে লঞ্চ হল ব্র‍্যান্ডের প্রথম Smart TV, প্রতিযোগিতার মুখে Xiaomi ও OnePlus

দীর্ঘদিন ধরে সমালোচনার পর আজ টেক কোম্পানি Nokia ভারতে নতুন স্ট্র‍্যাটেজির সূচনা করেছে। দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছিল অন‍্যান‍্য কোম্পানির পর এবার Nokia ও ভারতে তাদের স্মার্ট টিভি লঞ্চ করবে। আজ তাদের টেকনোলজি দেখিয়ে এবং ভাগ্য পরীক্ষা করার জন্য Nokia ভারতে তাদের স্মার্ট টিভি লঞ্চ করেছে। Xiaomi, OnePlus এবং Motorola এর পর এবার Nokia এর নাম‌ও সেইসব মোবাইল কোম্পানির লিস্টে জুড়ে গেছে যারা স্মার্টফোনের পাশাপাশি মার্কেটে স্মার্ট টিভিও সেল করে। আগামী 10 ডিসেম্বর থেকে ভারতে Nokia Smart TV সেল করা হবে।

আরও পড়ুন : লঞ্চ হল Motorola এর প্রথম পপ আপ সেলফি ক‍্যামেরাওয়ালা স্মার্টফোন One Hyper, দাম মাত্র 28,000 টাকা

দাম ও সেল

Nokia তাদের এই স্মার্ট টিভির জন্য ই-কমার্স ওয়েবসাইট ফ্লিপকার্টের সঙ্গে হাত মিলিয়েছে। তাই এই ওয়েবসাইটেই Nokia Smart TV বেচা হবে। ফ্লিপকার্টে Nokia Smart TV এর প্রোডাক্ট পেজ লাইভ করে দেওয়া হয়েছে এবং এখানে টিভির সেলের তারিখ 10 ডিসেম্বর লেখা আছে। Nokia Smart TV 41,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে এবং আগামী 10 তারিখ থেকে ফ্লিপকার্টে এক্সক্লুসিভ এই টিভি সেল করা হবে। ফ্লিপকার্ট থেকে এই টিভি কেনার সময় ব‍্যাঙ্কের ক্রেডিট ও ডেবিট কার্ড ব্যবহার করলে সরাসরি 2,000 টাকার ছাড় পাওয়া যাবে।

অসাধারণ সাউন্ড কোয়ালিটি

Nokia Smart TV এর সঙ্গে JBL টেলিভিশন প্রোডাক্টে অংশগ্রহণ করল। Nokia Smart TV তে JBL এর স্পীকার দেওয়া হয়েছে যা Dolby Audio এবং DTS TruSurround সাপোর্ট করে। তাই সাউন্ডের দিক থেকে Nokia Smart TV যথেষ্ট এগিয়ে। এই টিভিতে ক্লিয়ার ভোকাল টোন ও মিনিমাল হারমোনিক ডিস্ট্রোশানের দুর্দান্ত এক্সপেরিয়েন্স পাওয়া যাবে। এর সঙ্গেই Nokia Smart TV 5.1 সারাউন্ড সাউন্ড সাপোর্ট করে।

আরও পড়ুন : Exclusive : চলে এল Samsung Galaxy A91 এর রেন্ডার, এতে থাকবে পাঞ্চ হোল ডিসপ্লে এবং ট্রিপল রেয়ার ক‍্যামেরা

Nokia Smart TV

Nokia Smart TV ডলবী ভিশন সাপোর্টেড 55 ইঞ্চির 4K UHD LED ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হয়েছে। কোম্পানির কথা অনুযায়ী এই ডিসপ্লে অত‍্যন্ত উন্নত কালার কোয়ালিটির সঙ্গে ইন্টেলিজেন্ট ডীমিং টেকনোলজি সাপোর্ট করে। কোম্পানির পক্ষ থেকে এই টিভি অ্যান্ড্রয়েড 9 পাইয়ের সঙ্গে পেশ করা হয়েছে যা বিল্ট ইন ক্রোমকস্টে রান করে।

Nokia এর এই Smart TV তে স্মার্টফোনের মতোই ডেটা সেভিং মোড আছে। ইউজারদের সুবিধার জন্য কোম্পানি এই টিভিতে গুগল অ্যাসিসট‍্যান্ট যোগ করেছে। Nokia Smart TV তে Netflix ও YouTube এর জন্য শর্টকাট বাটন‌ও দেওয়া হয়েছে। এই টিভিতে 2.25 জিবি র‍্যাম দেওয়া হয়েছে এবং প্রসেসিঙের জন্য Nokia Smart TV তে Purex কোয়াড কোর প্রসেসর আছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here