নোকিয়া দীর্ঘ অপেক্ষার পর অবশেষে তাদের Nokia T20 ট্যাবলেট ডিভাইস লঞ্চ করে দিয়েছে। লঞ্চের পাশাপাশি কোম্পানির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে আগামী দিনে এই ডিভাইসটি সবার আগে ইউরোপের মার্কেটে পেশ করা হবে। তবে ভারতে সেল সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। অন্যদিকে এইচএমডি গ্লোবাল তাদের প্রেস রিলিজের মাধ্যমে জানিয়েছে ভারতের মার্কেটেও Nokia T20 ট্যাবলেট পেশ করা হবে। কোম্পানি তাদের লেটেস্ট ট্যাবলেটে পাতলা বেজলযুক্ত স্ক্রিন, এলইডি ফ্ল্যাশযুক্ত সিঙ্গেল রেয়ার ক্যামেরা, স্টেরিও স্পীকার, OZO অডিও এবং 4G LTE এর মতো উল্লেখযোগ্য ফিচার যোগ করেছে। চলুন সবিস্তারে জেনে নেওয়া যাক Nokia T20 সম্পর্কে।
Nokia T20 এর দাম
কোম্পানি তাদের Nokia T20 ট্যাবলেটের Wi-Fi only ভেরিয়েন্ট EUR 199 অর্থাৎ প্রায় 17,200 টাকা দামে লঞ্চ করেছে। একইভাবে এর Wi-Fi + 4G মডেলের দাম রাখা হয়েছে EUR 239 অর্থাৎ প্রায় 20,600 টাকা। মনে করা হচ্ছে খুব তাড়াতাড়ি ভারতের মার্কেটে Nokia T20 ট্যাবলেট ডিভাইস লঞ্চ করা হবে।
Nokia T20 এর স্পেসিফিকেশন
কোম্পানি তাদের Nokia T20 তে 5:3 আসপেক্ট রেশিওযুক্ত এবং 2,000 X 1,200 রেজলিউশন সাপোর্টেড 10.4 ইঞ্চির 2K LCD ডিসপ্লে যোগ করেছে। এই ডিসপ্লের পীক ব্রাইটনেস 400nits এবং একে সুরক্ষিত রাখার জন্য এতে টাফ গ্লাস ব্যবহার করা হয়েছে। এই ট্যাবলেটটি 3 জিবি ও 4 জিবি র্যাম ভেরিয়েন্টে পেশ করা হয়েছে এবং এটি অক্টাকোর প্রসেসরযুক্ত Unisoc T610 চিপসেটে রান করে। এই ডিভাইসটি 32 জিবি এবং 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্টে সেল করা হবে। এছাড়া মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে এর মেমরি 512 জিবি পর্যন্ত বাড়ানো যায়।
ফোটোগ্ৰাফির জন্য এতে এলইডি ফ্ল্যাশ সহ এবং অটো ফোকাস ফিচারযুক্ত 8MP রেয়ার ক্যামেরা আছে এবং সেলফি ও ভিডিও কলের জন্য এই ট্যাবলেটে 5MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। এই ট্যাবলেটে স্টেরিও স্পীকার, পাওয়ার অ্যামপ্লিফায়ার, ডুয়েল মাইক্রোফোন, OZO অডিও এবং প্লেব্যাক, FM রেডিও এবং 3.5 এমএম অডিও জ্যাক রয়েছে। ধুলো এবং জলের ছিটার হাত থেকে বাঁচানোর জন্য একে IP52 সার্টিফাইড করা হয়েছে।
কানেক্টিভিটির জন্য এতে 4G LTE, Wi-Fi 802.11ac, ব্লুটুথ 5.0, ইউএসবি টাইপ সি পোর্ট ও 3.5mm হেডফোন জ্যাক যোগ করা হয়েছে। এই ট্যাবলেটে স্টেরিও স্পীকারের সঙ্গে অ্যামপ্লিফায়ারও দেওয়া হয়েছে।