75KM রেঞ্জসহ লঞ্চ হল লো বাজেট Odysse Trot ইলেকট্রিক স্কুটার, জেনে নিন বিস্তারিত

Highlights

  • ইলেকট্রিক স্কুটারটির এক্স-শোরুম দাম 99,999 টাকা।
  • Odysse Trot একটি B2B বৈদ্যুতিক স্কুটার।
  • Odysse Trot এর টপ স্পিড 25 kmph।

Odysse Electric ভারতীয় মার্কেটে তাদের নতুন ব্যাটারি চালিত স্কুটার পেশ করেছে। এই ই-স্কুটারটি কোম্পানি Odysse Trot নামে B2B মার্কেটের জন্য পেশ করেছে। B2B ইলেকট্রিক সেগমেন্টে প্রবেশ করার অর্থ হল এই গাড়িটি বাণিজ্যিক উদ্দেশ্যে যেমন ডেলিভারি ইত্যাদির জন্য ব্যবহার করা হবে।এই ই-স্কুটারটির বিশেষত্ব হল এতে 25 কিলোমিটারের টপ স্পিড এবং 75 কিলোমিটার রেঞ্জ দেওয়া হয়েছে। এই পোস্টে আপনাদের Odysse-এর এই নতুন ইলেকট্রিক স্কুটারের দাম এবং অন্যান্য ফিচার সম্পর্কে জানানো হল। আরও পড়ুন: হিন্দিতে আসতে চলেছে দক্ষিণের এই দারুণ ফিল্ম, জেনে নিন কবে এবং কোথায় হবে স্ট্রিম

Odysse Trot ই-স্কুটারের দাম

B2B মার্কেটে আলোড়ন তৈরি করতে আসা Odysse Trot ই-স্কুটারটি কোম্পানি 99,999 টাকা এক্স-শোরুম দামে পেশ করেছে। গ্রাহকরা এই ই-স্কুটারটি মাত্র 2,000 টাকায় কোম্পানির সাইট থেকে বুক করতে পারবেন।

ব্যাটারিতে রয়েছে 3 বছরের ওয়ারেন্টি

কোম্পানির তরফে জানানো হয়েছে Odysse ইলেকট্রিক স্কুটারটির ব্যাটারিতে 3 বছরের ওয়ারেন্টি এবং পাওয়ারট্রেনে 1 বছরের ওয়ারেন্টি দেওয়া হচ্ছে। Trot ইলেকট্রিক স্কুটারটি ভারতে Odysse ডিলারশিপ থেকে কেনা যাবে। গ্রাহকরা এই ই-স্কুটারটি হলুদ, কালো, লাল এবং মেরুন রঙের কালার অপশনে পেশ করবে। আরও পড়ুন: OnePlus এর সবথেকে বড় ইভেন্টে OnePlus 11 এবং 11R 5G সহ লঞ্চ হবে একাধিক প্রোডাক্ট, জেনে নিন কোথায় এবং কিভাবে দেখবেন

Odysse ইলেকট্রিক ভেহিকেলস প্রাইভেট লিমিটেডের সিইও নেমিন বোরা বলেছেন, “নতুন ইলেকট্রিক স্কুটার Odysse TROT এর মধ্যে দিয়ে আমরা ভারতে বিভিন্ন ব্যবসায়িক কাজ যেমন ডেলিভারি ইত্যাদিকে সম্পূর্ণভাবে ইলেকট্রিক করতে চাইছি।”

Odysse Trot এর স্পেসিফিকেশন

কোম্পানি Odysse Trot ইলেকট্রিক স্কুটারে একটি 250 ওয়াটের ইলেকট্রিক মোটর দিয়েছে। এছাড়াও, এতে একটি 60V 32Ah ওয়াটারপ্রুফ ডিটাচেবল ব্যাটারি রয়েছে। এটি সিঙ্গেল চার্জে 75 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ প্রদান করে।এই ই-স্কুটারটি 2 ঘন্টায় 0 থেকে 60 শতাংশ পর্যন্ত চার্জ করা যাবে এবং এটি 100 শতাংশ চার্জ হতে প্রায় 4 ঘন্টা সময় নেয়। আরও পড়ুন: এবার রকেটের স্পিডে পাবেন ইন্টারনেট পরিষেবা! সরকার নির্ধারিত করেছে Minimum Speed Limit

কোম্পানির মতে Odysse Trot ইলেকট্রিক স্কুটারে 250 kg পর্যন্ত লোডিং ক্যাপাসিটি রয়েছে। এটি একটি IoT কানেক্ট ইলেকট্রিক স্কুটার যা ট্র্যাকিং, জিও-ফেন্সিং এবং ইমোবিলাইজেশনের সাপোর্ট সহ পেশ করা হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here