দ্রুত গতি আর এই বিশেষ টেকনোলজির সাথে ইন্ডিয়াতে আসছে Ola Electric Scooter, জানুন এর অসাধারণ বৈশিষ্ট্য

ইন্ডিয়াতে ক‍্যাব সার্ভিস প্রোভাইডার Ola এর electric Scooter এর অপেক্ষা শেষ হয়ে গেল। Ola এই স্কুটার Ola S1 নামে 75তম স্বাধীনতা দিবসে ঘরোয়া মার্কেটে (Ola Electric Scooter Launch) পেশ করলো। কোম্পানি এই স্কুটার‌কে দুটি ভেরিয়েন্ট S1 আর S1 Pro তে লঞ্চ করলো। Ola নিজের এই ইলেকট্রিক স্কুটারে‌ অসাধারণ ফিচার শামিল করেছে, যা দেশে উপস্থিত যেকোনো ইলেকট্রিক স্কুটারে পাওয়া যাবে না। আসুন আগে আপনাকে এই স্কুটারে‌র সব ফিচারের সাথে দাম এর তথ্য জানাই।

Ola Electric Scooter প্রাইস

Ola S1 এর দাম মাত্র 85,099 টাকা আর S1 Pro ভেরিয়েন্টে‌র দাম 1.10 লাখ টাকা করা হয়েছে। এই দাম দিল্লি (Ola Electric Scooter Price In Delhi) এর অনুযায়ী। আসলে এতে রাজ‍্যের তরফ থেকে যাওয়া সাব্সিডি শামিল করা হয়েছে। এই স্কুটারে‌র সবচেয়ে কম দাম গুজরাটে যেখানে রাজ‍্যের দ্বারা দেওয়া সাব্সিডি শামিল করার পরে S1 মডেলের দাম 79,999 টাকা আর S1 Pro এর দাম 109,999 টাকা। আবার দিল্লি, গুজরাট, মহারাষ্ট্র আর রাজস্থান ছাড়া অন্য সব রাজ‍্যতে এর S1 ভেরিয়েন্টের দাম 99,999 টাকা আর S1 Pro ভেরিয়েন্টে‌র দাম 1,29,999 টাকা ঠিক করা হয়েছে। এছাড়া স্কুটারটিকে কোম্পানি মোট 10 টি রঙে পেশ করেছে।

Hey Ola বললেই চলবে গান

এই স্কুটারে একটি বিশেষ ফিচার ভয়েস কমান্ড দেওয়া আছে। এতে আপনাকে শুধু ‘Hey Ola’ বলতে হবে আর এর পরে আপনি স্কুটারে নিজের পছন্দ অনুযায়ী মিউজিক শোনার সাথে জিপিএস নেভিগেশন অথবা যেকোনো কল‌ও করতে পারবেন। এতে 7 ইঞ্চির টাচ স্ক্রিন ডিসপ্লে আর স্পীকার‌ও আছে।

4G কানেক্টিভিটি যুক্ত স্কুটার

এই স্কুটারে কোম্পানি 4G কানেক্টিভিটি সিস্টেম দিয়েছে, যার মাধ্যমে সব সময় ইন্টারনেট কানেক্টেড থাকে। আবার আপনি নিজের স্মার্টফোনকে এই স্কুটারে কানেক্ট করে বহু ফিচারের ব‍্যবহার করতে পারবেন। এছাড়া কোম্পানি এই স্কুটারে আর্টিফিশিয়াল সাউন্ড সিস্টেম দিয়েছে, যার মাধ্যমে আপনি নিজের মুড অনুযায়ী স্কুটারে‌র আওয়াজ বদলাতে পারবেন।

এই স্কুটারটিকে লক আর আনলক করার জন্য চাবির কোনো প্রয়োজন হবে না। এর জন্য স্কুটারটিকে নিজের স্মার্টফোনে‌র সাথে কানেক্ট করতে হবে আর মোবাইল অ্যাপের মাধ্যমে আপনি লক আর আনলক করতে পারবেন। এইটুকু‌ই না আপনি যেই স্কুটারে‌র কাছে যাবেন তখন এই স্কুটার সেন্সরের মাধ্যমে আপনার উপস্থিতি বুঝতে পেরে আনলক হয়ে যাবে আর যেই আপনি সেন্সর রেঞ্জের থেকে দূরে যাবেন স্কুটার লক হয়ে যাবে।

Ola Electric Scooter এর টপ স্পীড

স্কুটারটি শুধুমাত্র 3 সেকেন্ডেই 0 থেকে 60 কিলোমিটার প্রতিঘন্টার গতি ধরে নেবে। এর টপ স্পীড 115 কিলোমিটার প্রতিঘন্টা। এইটুকু‌ই না এই স্কুটারে তিনটি আলাদা আলাদা ড্রাইভিং মোড দেওয়া আছে, যার মধ্যে নর্মাল, স্পোর্ট আর হাইপার মোড আছে।

Ola Electric Scooter এর ব‍্যাটারী

কোম্পানি Ola S1 সিরিজ ইলেকট্রিক স্কুটারে কোম্পানি 3.9 KWh এর শক্তি‌র ব‍্যাটারী দিয়েছে আর এর ইলেকট্রিক মোটর 8.5 KW এর পিক পাওয়ার জেনেরেট করে। ব‍্যাটারী সম্পর্কে কোম্পানির দাবি যে এটি 750W এর ক্ষমতা‌র পোর্টেবল চার্জারে প্রায় 6 ঘন্টায় ফুল চার্জ হয়ে যাবে। এইটুকু‌ই না স্কুটারে‌র ব‍্যাটারীকে সুপারচার্জার দিয়ে মাত্র 18 মিনিটেই 50% পর্যন্ত চার্জ করা যাবে। Ola এর দাবি যে Ola Electric Scooter কে ফুল চার্জ করার পরে এটিকে 180 থেকে 190 কিলোমিটার পর্যন্ত ড্রাইভ করা যাবে।

কিভাবে করবেন Ola Electric Scooter বুক

Ola Electric Scooter বুক করার পদ্ধতি খুবই সহজ। এর জন্য সবার আগে আপনাকে https://olaelectric.com/ এ যেতে হবে। এখানে হোম পেজেই নীচে রিসার্ভ 499 এর বিকল্প পাবেন। আপনাকে এতে ক্লিক করতে হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here