এবারে স্পেসে Elon Musk এর কোম্পানির সাথে প্রতিযোগিতায় নামতে চলেছে এই দেশীয় কোম্পানি, Airtel এর সাথেও আছে এর সম্পর্ক

Elon Musk কে স্পেসে টক্কর দেওয়ার জন্য One Web ও এই প্রতিযোগিতায় এসে গেছে যা দেশী কোম্পানির সাথেই Bharti Airtel এর চেয়ারম্যান সুনীল মিত্তাল এর ভেঞ্চার‌ও। ইলন মাস্কের স্টারলিঙ্কের (Starlink) মতোই ওয়ান‌ওয়েব‌ও স‍্যাটেলাইট ইন্টারনেট (Satellite Internet) পরিষেবা দিতে চলেছে। এর জন্যে ওয়েন‌ওয়েব ইশরো এর সাথে অংশিদারি করেছে। আবার এই অংশিদারির সাথেই সুনীল মিত্তাল বলেছেন যে বাস্তবে নতুন যুগের স্পেসের রেস শুরু হয়ে গেছে। এর সাথেই সুনীল মিত্তাল বলেছেন যে তাদের যোজনা 2022 এর মাঝে ওয়ান‌ওয়েব‌ স‍্যাটেলাইটে‌র মাধ্যমে সারা দেশে ইন্টারনেট কানেক্টিভিটি পরিষেবা দেওয়া শুরু করা।

ভেহিকেল মার্ক-3 রকেট লঞ্চ হবে

মিত্তাল বলেছেন যে ওয়ান‌ওয়েব প্রথম গ্রাহক হবে যা ভারতের হয়ে মহাকাশে ব‍্যাবসায়িক স্থিতি আনতে শুরু করবে।’ মিত্তাল এও বলেছেন যে ভারতের মাটি থেকে স‍্যাটেলাইট লঞ্চ করার জন্য ওয়ান‌ওয়েব‌ ইশরো‌র জিওসিঙ্ক্রোনস স‍্যাটেলাইট লঞ্চ ভেহিকেল মার্ক-3 রকেটের ব‍্যবহার করবে। এছাড়া ভারতীয় গ্রুপের এই স্পেস কোম্পানি ইশরো‌র নিজস্ব রকেট পিএস‌এলভি (PSLV) এবং জিএস‌এলভি (GSLV) এর থেকে স‍্যাটেলাইটে‌র প্রক্ষেপন করবে। কোম্পানি ভারতীয় মাটি থেকে স‍্যাটেলাইট লঞ্চ করার জন্য ইশরো‌র শক্তিশালী রকেট জিএস‌এলভি 3 এর ব‍্যবহার করবে।

সুনীল মিত্তাল বলেছেন যে, “আমার দৃঢ় বিশ্বাস যে এই পদক্ষেপের ফলে অত‍্যাধিক অন্তরাষ্ট্রিয় গ্রাহক এশিয়ার ইশরো‌র কাছে আসবে। আমাদের সামনে সুসজ্জিত ভবিষ্যৎ আছে। প্রধানমন্ত্রী আমাদের সেই রাস্তাই দেখাচ্ছে।’ বর্তমানে ওয়ান‌ওয়েবের মহাকাশে মোট 322টি স‍্যাটেলাইট আছে।

ওয়ান‌ওয়েব‌ ভারতের প্রথম প্রাইভেট কোম্পানি

আপনাকে বলে দিই যে ওয়ান‌ওয়েব ভারতের প্রথম কোম্পানি, যে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। এই সম্পর্কে সুনীল মিত্তাল বলেছেন যে আগামী তিন থেকে পাঁচ বছরের মধ্যে স্পেস ইন্ডাস্ট্রিতে নাটকিয় বদল দেখা যাবে। ওয়ান‌ওয়েবে অংশিদারি করে আমার কোম্পানি ভারতি এয়ারটেল‌ও এই প্রতিযোগিতায় নেমে পড়েছে দ্রুত এগিয়ে চলেছে। অথচ এখানো অন‍্যান‍্য কোম্পানি যেমন রিলায়েন্স জিওর পক্ষ থেকে কোনো রকমের প্রতিক্রিয়া লক্ষ করা যায়নি।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here