কমে গেল OnePlus 11R ফোনের দাম, জেনে নিন নতুন দাম

স্মার্টফোন বাজারের অন্যতম হিট স্মার্টফোন OnePlus 11R ফোনে বর্তমানে দারুণ অফার পাওয়া যাচ্ছে। যারা একটি নতুন ফোন কেনার কথা ভাবছেন তাদের জন্য এই ফোনটি একটি দারুণ অপশন হতে পারে। 39,999 টাকা দামে লঞ্চ হওয়া এই ফোনটি এখন মাত্র 27,999 টাকার বিনিময়ে কেনা যাবে।

কমে গেল OnePlus 11R ফোনের দাম

আমাজন ইন্ডিয়াতে OnePlus 11R ফোনের 8GB RAM + 128GB Storage মডেল মাত্র 29,999 টাকা দামে সেল করা হচ্ছে। এছাড়া যে কোনো ব্যাঙ্কের কার্ডের মাধ্যমে ফুল পেমেন্ট করলে অতিরিক্ত 2,000 টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে। অর্থাৎ Amazon India থেকে OnePlus 11R ফোনটি মাত্র 27,000 টাকার বিনিময়ে কেনা যাবে। সবচেয়ে বড় কথা এই অফার Sonic Black এবং Galactic Silver কালারের পাশাপাশি গত এপ্রিল মাসে লঞ্চ হওয়া 35,999 টাকা দামের Solar Red Edition এর ক্ষেত্রেও প্রযোজ্য।

জানিয়ে রাখি এখনও পর্যন্ত কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে OnePlus.In এও এই ফোনটি 35,999 টাকা দামে সেল করা হচ্ছে। আমাজনে এই অফার কতদিন পাওয়া যাবে সেই বিষয়ে নিশ্চিত কিছু জানা যায়নি। কোম্পানির এই অফার যে কোনো মুহূর্তে বন্ধ বা বাড়ানো হতে পারে।

OnePlus 11R ফোনের স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: OnePlus 11R ফোন 20.1:9 অ্যাস্পেক্ট রেশিয়তে তৈরি 2772 X 1240 পিক্সেল রেজোলিউশন সহ 6.74 ইঞ্চির ফুলএচডি+ ডিসপ্লে রয়েছে। সুপার এমোলেড প্যানেলে তৈরি পাঞ্চ-হোল স্টাইল সহ 120হার্টজ রিফ্রেশ রেট এবং 360হার্টজ টাচ সেপ্লিং রেট সাপোর্ট করে। এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, 10বিট কালার ডেপ্ত, 450পীপীআই ফিচার যোগ করা হয়েছে।
  • প্রসেসর: OnePlus 11R ফোনে অ্যান্ড্রয়েড 13 এবং অক্সিজনওএস সাপোর্ট করে। প্রসেসিঙের জন্য এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8+ জেন 1 অক্টাকোর প্রসেসর রয়েছে। এই ফোনটি 4ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি এবং 3.2 গীগাহার্টজ ক্লক স্পীডে কাজ করে।
  • ক্যামেরা: ফটোগ্রাফির জন্য OnePlus 11R ফোনে ট্রিপল রেয়র ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনে এফ/1.8 অ্যাপচারযুক্ত 50 মেগাপিক্সেল সনি আইএমএক্স890 প্রাইমারি সেন্সর রয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে এফ/2.2 অ্যাপচারযুক্ত 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড এঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স যোগ করা হয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে এফ/2.4 অ্যাপচারযুক্ত 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সাপোর্ট দেওয়া হয়েছে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য OnePlus 11R ফোনে 5,000এমএএচ ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনটি দ্রুত চার্জ করার জন্য এতে 100ওয়াট ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনটি শুধু মাত্র 10 মিনিটে চার্জ হয়ে যাবে এবং নরমাল ইউজের ক্ষেত্রে 1দিন পর্যন্ত স্টেটবায় টাইম দিতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here