লঞ্চের আগেই কনফার্ম হল OnePlus 12 এর রিয়েল ইমেজ ও কালার অপশন, 5 ডিসেম্বর হবে লঞ্চ

ওয়ানপ্লাসের বহু চর্চিত স্মার্টফোন OnePlus 12 এর ডিজাইন কোম্পানির পক্ষ থেকে টিজ করে দেওয়া হয়েছে। জানিয়ে রাখি কোম্পানি দীর্ঘদিন ধরেই এই ফোনের টিজার পেশ করে চলেছে। এর আগেই কোম্পানি জানিয়েও দিয়েছে এই ফোনটি কোম্পানির দশম বর্ষপূর্তি উপলক্ষে আগামী 5 টেক বাজারে পেশ করা হবে। এবার ওপ্পো মলে এই ডিভাইসের ব্যাক প্যানেল ইমেজ এবং কালার অপশন সামনে এসেছে। চলুন এই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক।

OnePlus 12 এর ডিজাইন এবং কালার অপশন

  • নিচে শেয়ার করা ইমেজে দেখা যাচ্ছে এই ফোনটি তিনটি কালারে দেখানো হয়েছে।
  • ডিভাইসের ব্যাক প্যানেলে একটি বড় ক্যামেরা মডিউল দেওয়া হয়েছে। এতে তিনটি ক্যামেরা সেন্সর এবং একটি ফ্ল্যাশ সহ মোট চারটি রিং রয়েছে। ‘H’ লোগো হ্যাশেলব্লেডের জন্য অবস্থিত।
  • এই ফোনটি ক্লাসিক ব্ল্যাক, প্রিস্টিন হোয়াইট এবং ভাইব্রেট গ্রীন কালারে লঞ্চ হবে।
  • এখনও পর্যন্ত ফ্রন্ট ডিসপ্লে দেখা যায়নি, তবে মনে করা হচ্ছে এতে কার্ভড এজ OLED ডিসপ্লে দেওয়া হবে।

OnePlus 12 এর সম্ভাব্য স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: OnePlus 12 ফোনে 6.82-ইঞ্চির 2K BOE X1 OLED ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিন 2K রেজোলিউশন, 120Hz রিফ্রেশরেট এবং 2,600 নিটস পীক ব্রাইটনেস সাপোর্ট করতে পারে।
  • প্রসেসর: এই ফোনে সম্প্রতি লঞ্চ হওয়া শক্তিশালী কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 3 চিপসেট যোগ করা হবে বলে ব্র্যান্ডের পক্ষ থেকে আগেই কনফার্ম করে দেওয়া হয়েছে।
  • স্টোরেজ: ডেটা স্টোর করার জন্য এতে 16 GB পর্যন্ত LPDDR5x RAM এবং 1TB পর্যন্ত UFS 4.0 স্টোরেজ দেওয়া হতে পারে।
  • ক্যামেরা: এই ফোনে আগের মতোই ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। তবে এবার আগের চেয়ে অ্যাডভান্স OIS ফিচারযুক্ত 50 মেগাপিক্সেল LYT-T808 প্রাইমারি সেন্সর থাকতে পারে। এর সঙ্গে এই ফোনে 48MP Sony IMX581 আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 3x অপটিক্যাল জুম সহ 64-মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স যোগ করা হতে পারে। এছাড়া সেলফি এবং ভিডিও কলের জন্য এতে 32MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হতে পারে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এতে 100W ওয়্যার্ড এবং 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্টেড 5,400mAh ব্যাটারি যোগ করা হতে পারে।
  • ওএস: ফ্ল্যাগশিপ OnePlus 12 ফোনটি অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেম এবং ColorOS 14 এ কাজ করতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here