শক্তিশালী পেরিস্কোপ জুম ক্যামেরা সহ শীঘ্রই লঞ্চ হবে OnePlus 12 স্মার্টফোন, জেনে নিন লঞ্চ ডিটেইলস

Highlights

  • OnePlus 12 ফোনটি ডিসেম্বরে লঞ্চ হতে পারে।
  • এই ফোনে 64MP Omnivision OV64B পেরিস্কোপ লেন্স থাকতে পারে।
  • এই ফোনে Qualcomm Snapdragon 8 Gen 3 প্রসেসর দেওয়া যেতে পারে।

OnePlus আগামী কয়েক মাসের মধ্যে তাদের OnePlus সিরিজ প্রসারিত করতে চলেছে। এর মধ্যে কোম্পানি OnePlus 12 মার্কেটে আনতে পারে। এই ফোনটির সম্পর্কে একাধিক লিক রিপোর্ট সামনে এসেছে। বর্তমানে এই ডিভাইসটির ক্যামেরা স্পেসিফিকেশনের গুরুত্বপূর্ণ কিছু ডিটেইলস টিপস্টার দ্বারা শেয়ার করা হয়েছে। যেটা আপনাদের এই পোস্টে জানানো হল।

OnePlus 12 ফোনের ক্যামেরা স্পেসিফিকেশন (লিক)

  • OnePlus 12-এর নতুন ক্যামেরার ডিটেইলস মাইক্রো-ব্লগিং সাইট Weibo প্ল্যাটফর্মে টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন দ্বারা শেয়ার করা হয়েছে।
  • লিক রিপোর্ট অনুযায়ী OnePlus 12 ফোনে 50MP Sony IMX 9xx প্রাইমারি রেয়ার ক্যামেরা থাকবে। এই ফোনটি একটি বড় 1/1.4x লেন্স সাপোর্ট করবে।
  • প্রাইমারি রেয়ার ক্যামেরার সাথে এই ফোনে একটি 50MP আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল সেকেন্ডারি ক্যামেরা দেওয়া হবে। এই ফোনে Tertiary পেরিস্কোপ লেন্সও থাকবে। শুধু তাই নয় এই মোবাইলটিতে 3x অপটিক্যাল জুম সহ 64MP Omnivision OV64B পেরিস্কোপ লেন্স থাকবে। যা এখনও পর্যন্ত OnePlus ফোনে দেখা যায়নি।
  • কোম্পানি আসন্ন এই স্মার্টফোনে আগের মতোই Hasselblad ক্যামেরা দেবে।

OnePlus 12 লঞ্চের টাইমলাইন (লিক)

OnePlus 12 ডিসেম্বর মাসে হোম মার্কেট চীনে লঞ্চ হতে পারে। চীনের বাইরে এই ফোনটি 2024 সালের ফেব্রুয়ারিতে হতে পারে। অর্থাৎ ভারতেও এই ফোনটি ফেব্রুয়ারী মাসে লঞ্চ হতে পারে।

OnePlus 12 স্পেসিফিকেশন (লিক)

  • ডিসপ্লে: OnePlus 12 ফোনে 6.7-ইঞ্চি 2KAMOLED LTPO ডিসপ্লে দেওয়া যেতে পারে। এটি 120Hz রিফ্রেশরেট সাপোর্ট করবে।
  • প্রসেসর: এই ডিভাইসটিতে একটি Snapdragon 8 Gen 3 প্রসেসর থাকবে বলে অনুমান করা হচ্ছে যা অক্টোবরে লঞ্চ হবে।
  • স্টোরেজ: এই স্মার্টফোনটিতে 16 GB LPDDR5X RAM + 512 GB UFS 4.0 ইন্টারনাল স্টোরেজ থাকতে পারে।
  • ব্যাটারি: এই ফোনটিতে 5400mAh ব্যাটারি এবং 100W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ লঞ্চ হতে পারে। এছাড়াও এই ফোনে 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্টও দেখা যেতে পারে।
  • ক্যামেরা: এই ফোনে Hasselblad ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। এটি 50-মেগাপিক্সেল OIS প্রাইমারি ক্যামেরা লেন্স, 50-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা লেন্স এবং 64-মেগাপিক্সেল পেরিস্কোপ লেন্স সাপোর্ট করবে।
  • অন্যান্য: এই ফোনে ডুয়াল সিম 5G সাপোর্ট, ব্লুটুথ, ওয়াইফাই, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, অ্যালার্ট স্লাইডারের মতো অনেকগুলি ফিচার থাকবে।
  • OS: এই ফোনটি লেটেস্ট Android 14 বেসড হতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here