31 অক্টোবর চীনে অফিসিয়ালি OnePlus 13 স্মার্টফোন লঞ্চ করা হবে। কোম্পানির পক্ষ থেকে আগেই চীনের ওয়েবসাইটে ফোনটির মাইক্রো সাইট লাইভ করে দেওয়া হয়েছে। এর মাধ্যমে লুক এবং কালার অপশন দেখা গেছে। এবার কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি আপকামিং ফোনটির গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন শেয়ার করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আপকামিং OnePlus 13 5G স্মার্টফোনটির ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে।
OnePlus 13 এর স্পেসিফিকেশন (কনফার্ম)
- ওয়ানপ্লাস তাদের আপকামিং ফ্ল্যাগশিপ স্মার্টফোনের বিভিন্ন পোস্টার শেয়ার করেছে। এর মাধ্যমে ব্যাটারি সাইজ, চার্জিং স্পীড, NFC, USB স্ট্যান্ডার্ড এবং বিভিন্ন স্পেসিফিকেশন সম্পর্কে জানা গেছে।
- OnePlus 13 স্মার্টফোনটিতে 6,000mAh ব্যাটারি দেওয়া হবে। কোম্পানি এই প্রথম তাদের ফোনে এতো বড়ো ব্যাটারি দিতে চলেছে।
- বড়ো ব্যাটারি সহ ফোনটিতে 100W ওয়্যার চার্জিং এবং 50W ওয়্যারলেস চার্জিং ফিচার দেওয়া হয়েছে।
- কোম্পানির বক্তব্য অনুযায়ী 100W SUPERVOOC ফাস্ট চার্জিং ফিচারের মাধ্যমে ফোনটি মাত্র 36 মিনিটে 0 থেকে 100 শতাংশ পর্যন্ত ফুল চার্জ হয়ে যাবে।
- ওয়ানপ্লাস 13 ফোনে সুপারভুক এস চিপ যোগ করা হবে, যা 99.5% ডিসচার্জ ক্ষমতা দিতে সক্ষম।
- এতে 100W UFCS ফিউশন ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করবে। অর্থাৎ ফোনটি থার্ড পাটি অ্যাডপ্টারের মাধ্যমেও একইভাবে চার্জ হবে।
ডিসপ্লে
কোম্পানি OnePlus 13 ফোনটিতে BOE সেকেন্ড জেনারেশনের ওরিয়েন্টাল X2 8T LTPO এমোলেড ডিসপ্লে দেওয়া কথা জানিয়েছে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট, HDR10+, ডলবি ভিশন, ডিসপ্লেমেট A++ এবং TUV রিনল্যান্ড ইন্টেলিজেন্স এবং প্রোটেকশন 4.0 থাকবে। এতে DC ডিমিং এবং এন্টি ফ্লিকার আই প্রোটেকশন ফিচার যোগ করা হবে।
প্রসেসর
OnePlus 13 ফোনটিতে Qualcomm Snapdragon 8 Gen 4 প্রসেসর দেওয়া হবে। এতে 8-কোর প্রসেসর সহ 4.32 গীগাহার্টস ক্লক স্পীড ক্ষমতাসম্পন্ন সিপিইউ রয়েছে।
ক্যামেরা
OnePlus 13 ফোনটির ব্যাক প্যানেলে 50MP LYT-808 প্রাইমারি ক্যামেরা, 50MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা (120-ডিগ্রী ফিল্ড অফ ভিইউ), এবং 3x অপ্টিক্যাল জুম, f/2.6 অ্যাপারচার, OIS এবং 1/1.95- ইঞ্চির সেন্সর সাইজ সহ 50MP পেরিস্কোপ লেন্স যোগ করা হবে।
অন্যান্য
ফোনটিতে USB-C চার্জিং পোর্ট USB 3.2 Gen রয়েছে, অর্থাৎ এটি USB মাধ্যমে দ্রুত ডেটা চার্জিং ক্ষমতাসম্পন্ন। OnePlus 13 ফোনটিতে IR ব্লাস্টার, মাল্টিফাংশনাল NFC এবং অ্যালার্ট স্লাইডার থাকবে। ওয়ানপ্লাসের পক্ষ থেকে জানানো হয়েছে স্মার্টফোনটিতে রেইন টাচ 2.0 ফিচার থাকবে, ফলে ভিজে গেলেও ব্যাবহার করতে কোনোরকম সমস্যা হবে না। এছাড়াও আসন্ন ফ্ল্যাগশিপটি অবসিডিয়ান ব্ল্যাক, ব্লু মোমেন্ট এবং হোয়াইট ডিউ মর্নিং ডন এর মতো কালার অপশনে লঞ্চ করা হবে।