স্মার্টফোন ব্র্যান্ড OnePlus গতকাল ভারতের বাজারে দেশের প্রথম Qualcomm Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর সহ স্মার্টফোন লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে এই চিপসেট সহ নতুন ফ্ল্যাগশিপ OnePlus 15 স্মার্টফোন পেশ করা হয়েছে। গতকাল ভারতের বাজারে লঞ্চ হওয়া শক্তিশালী স্পেসিফিকেশন এবং অ্যাডভান্স ফিচার সহ প্রিমিয়াম OnePlus 15 ফোনটির দাম, সেল, অফার থেকে শুরু করে ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে এই পোস্টে বিস্তারিত আলোচনা করা হল।
OnePlus 15 ফোনে Qualcomm Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর যোগ করা হয়েছে। 3nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই চিপসেট 4.6GHz পর্যন্ত ক্লক স্পীডে রান করতে সক্ষম। সুন্দর গ্ৰাফিক্সের জন্য এই ফোনে Adreno 840 GPU রয়েছে। হেভি গেমিং এবং মাল্টি টাস্কিঙের সময় ফোনটি ঠান্ডা রাখার জন্য এতে 360 Cryo-Velocity কুলিং সিস্টেম দেওয়া হয়েছে। এই ফোনে LPDDR5X Ultra+ RAM এবং UFS 4.1 Storage টেকনোলজি যোগ করা হয়েছে।
পাওয়ার ব্যাকআপের জন্য OnePlus 15 ফোনে 7300mAh battery রয়েছে। আমাদের টেস্টিঙে এই ফোনটি 17 ঘন্টা, 06 মিনিট PC Mark battery বেঞ্চমার্ক স্কোর পেয়েছে। কোম্পানি জানিয়েছে 4 বছর পর্যন্ত এই ফোনটির ব্যাটারি 80% এর চেয়ে বেশি থাকবে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 120W SuperVOOC ওয়্যার্ড এবং 50W AirVOOC ওয়্যারলেস চার্জিং ফিচার দেওয়া হয়েছে।
OnePlus 15 5G ফোনে 2772 x 1272 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.78-ইঞ্চির QHD+ ডিসপ্লে যোগ করা হয়েছে। LTPO OLED প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 1.5K রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট দিতে সক্ষম। গেমিঙের সময় এই ফোনের ডিসপ্লে 165Hz পর্যন্ত রিফ্রেশ রেট আউটপুট দিতে পারে। এই স্ক্রিনে 450ppi পিক্সেল ডেনসিটি এবং 1800nits ব্রাইটনেস রয়েছে। এছাড়াও এই ডিসপ্লেতে ইন ডিসপ্লে আল্ট্রাসাউন্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে।
ফটোগ্রাফির জন্য OnePlus 15 5G ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এই সেটআপে f/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP Sony IMX906 প্রাইমারি সেন্সর, f/2.8 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50MP টেলিফটো S5KJN5 লেন্স এবং 116° FoV সহ 50MP আলট্রা ওয়াইড OV50D লেন্স রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে f/2.4 অ্যাপার্চারযুক্ত 32MP Sony IMX709 ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
OnePlus 15 5G ফোনে Bluetooth 6.0 ও NFC সহ Wi-Fi 7 এবং ডেডিকেটেড ওয়াইফাই চিপ যোগ করা হয়েছে। এই ফোনে 16 5G Bands রয়েছে, ফলে ফোনটি যে কোনো নেটওয়ার্কে ফাস্ট ইন্টারনেট ব্যাবহার করতে পারবে। এছাড়াও এই ফোনে USB 3.2 Gen 1, নয়েস ক্যানসেলেশন সহ 3-Mic এবং Infrared Remote Control ফিচার দেওয়া হয়েছে।
OnePlus 15 5G ফোনটির 12GB RAM এবং 256GB Storage মডেল 72,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। একইভাবে এই ফোনের 16GB RAM ও 512GB Storage ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 79,999 টাকা। গতকাল অর্থাৎ 13 নভেম্বর থেকেই ভারতে Infinite Black, Sand Storm এবং Ultra Violet কালার অপশনে এই ফোনটি সেল করা হবে।
কোম্পানির পক্ষ থেকে OnePlus 15 5G ফোনটি কেনার সময় EMI ট্রানজংকশনের ক্ষেত্রে HDFC Bank ক্রেডিট কার্ড ইউজারদের 4,000 টাকা ইন্সট্যান্ট ডিসকাউন্ট দেওয়া হবে। এছাড়াও এই কার্ডের মাধ্যমে ফুল পেমেন্ট করলে 3,500 টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে।












