লঞ্চের আগেই লিক হল OnePlus 15 স্মার্টফোনের দাম, দেখে নিন ভারতীয় দাম

13 নভেম্বর OnePlus 15 ফোনটি ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে। এই ফোনটি প্রথম Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর সহ ভারতে লঞ্চ করা হবে। লঞ্চের আগেই এই ফোনের দাম প্রকাশ্যে এসেছে। শপিং প্ল্যাটফর্ম রিলায়েন্স ডিজিটাল সাইটে ফোনটির প্রোডাক্ট পেজ লাইভ হয়ে গেছে। এই পেজের মাধ্যমে OnePlus 15 ফোনের দাম দেখা গেছে।

রিলায়েন্স ডিজিটালের পক্ষ থেকে ভুল করে OnePlus 15 ফোনটির দাম পেজে লিস্টিং করা হয়েছিল। কোম্পানি কিছুক্ষণের মধ্যেই এই লিস্টিং সরিয়ে দিয়েছে, তবে আমরা ততক্ষণে এই পেজের স্ক্রিনশর্ট নিতে সফল হয়েছি। নিচে এই স্ক্রিনশটের ইমেজ শেয়ার করা হয়েছে। প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী ফোনটির 12GB RAM + 256GB স্টোরেজ অপশনের দাম 72,999 টাকা এবং 16GB RAM + 512GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 79,999 টাকা রাখা হয়েছে।

এই লিস্টিঙে 12GB RAM ভেরিয়েন্ট Sand Storm কালার অপশনে দেখা গেছে। অন্যদিকে 16GB RAM অপশন Infinite Black অপশনে লিস্টেড হয়েছে। একইসঙ্গে ভারতের বাজারে OnePlus 15 ফোনটি Ultra Violet কালার অপশনেও সেল করা হবে। বর্তমানে আপকামিং ফোনটির সঠিক দাম, সেল ডেট এবং অফার জানার জন্য অপেক্ষা করা হচ্ছে। ইউজাররা 13 নভেম্বর সন্ধ্যা 7টা সময়ে OnePlus 15 ফোনের লঞ্চ ইভেন্ট লাইভ দেখার জন্য এখানে ক্লিক করুন

OnePlus 15 ফোনটির বডি অ্যালুমিনিয়াম ফ্রেমে দিয়ে তৈরি, এতে ইন্ডাস্ট্রির প্রথম micro-arc oxidation treatment যোগ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী, এই ম্যাটেরিয়াল কাচা অ্যালুমিনিয়ামের থেকে 3.4 গুণ বেশি টেকসই এবং টাইটানিয়ামের চেয়ে 1.5 গুণ বেশি শক্তিশালী হবে। জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য ফোনটি IP66 + IP68 + IP69 + IP69K রেটিং সহ লঞ্চ করা হবে।

OnePlus 15 5G ফোনটিতে 6.78 ইঞ্চির 1.5K ডিসপ্লে রয়েছে। ফোনটিতে থার্ড জেনারেশন BOE Flexible Oriental OLED প্যানেল দিয়ে তৈরি ফ্ল্যাট ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট এবং 6000 nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। গেমিং প্রেমীরা খেলা চলাকালীন 165Hz রিফ্রেশ রেট আউটপুট উপভোগ করতে পারবেন। একইসঙ্গে ফোনটিতে আল্ট্রাসোনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে।

ফটোগ্রাফির জন্য OnePlus 15 5G ফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে। এই ফোনের ব্যাক প্যানেলে 50MP Sony LYT700 প্রাইমারি সেন্সর, 50MP 3.5x পেরিস্কোপ টেলিফটো লেন্স এবং 50MP আল্ট্রা-ওয়াইড ক্যামেরা দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনটিতে 32MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

ভারতীয় বাজারে OnePlus 15 5G ফোনটি 7,300mAh ব্যাটারি সহ লঞ্চ করা হবে। কোম্পানির এখন পর্যন্ত নাম্বার সিরিজের অধীনে OnePlus 15 ফোনটিতে সবচেয়ে বড় ব্যাটারি দেওয়া হয়েছে। জানিয়ে রাখি OnePlus 13 ফোনটিতে 6,000mAh ব্যাটারি দেওয়া হয়েছিল। আপকামিং OnePlus 15 ফোনের ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য 120W SuperVOOC ফাস্ট চার্জিং এবং 50W AirVOOC ওয়্যারলেস চার্জিং ফিচার যোগ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here