শীঘ্রই চীনে OnePlus তাদের নাম্বার সিরিজের নতুন স্মার্টফোন হিসাবে OnePlus 15 লঞ্চ করতে চলেছে। হোম মার্কেটে লঞ্চের পর ফোনটি ভারত সহ অন্যান্য বাজারেও পেশ করা হবে। এবার ব্র্যান্ডের পক্ষ থেকে বিশেষ কিছু পরিবর্তন করা হবে। কোম্পানি চীনের মাইক্রো ব্লগিং সাইট ওয়েইবোতে এই ফোনের আপগ্ৰেডেড ফিচার সম্পর্কে টিজ করেছে। কোম্পানির চীনের প্রেসিডেন্ট Louis Lee এই তথ্য শেয়ার করেছেন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক কেমন হবে এই ফোনটি।
ওয়ানপ্লাস জানিয়ে দিয়েছে আপকামিং OnePlus 15 ফোনটিতে লেটেস্ট Snapdragon 8 Elite Gen 5 প্রসেসরের সঙ্গে Android 16 বেসড ColorOS 16 অপারেটিং সিস্টেম দেওয়া হবে। আগামী মাসে অর্থাৎ অক্টোবর মাসে চীনে এই ফোনটি অফিসিয়ালি লঞ্চ করা হতে পারে।
এবার ফোনে মাইক্রো কোয়াড কার্ভ ডিসপ্লের বদলে ফ্ল্যাট প্যানেল যোগ করা হতে পারে। ফোনটির চারটি কোণা আরও বেশি রাউন্ডেড করা হয়েছে এবং বেজল আরও পাতলা হবে। এই ফোনের ডিসপ্লের সবচেয়ে বড় আপগ্রেড দেখা যাবে রিফ্রেশ রেটের ক্ষেত্রে, 120Hz এর পরিবর্তে এবার 165Hz রিফ্রেশ রেট দেওয়া হবে।
সবচেয়ে বড় কথা এই ফোনটি কিছু গেম বাস্তবেই 165fps ফ্রেম রেটে রান করতে পারবে। জানিয়ে রাখি Snapdragon 8 Elite Gen 5 প্রসেসরে এই ফ্রেম ইন্টারপোলেশন নেটিভ হিসাবে দেওয়া হবে। এর ফলে অতিরিক্ত সেকেন্ডারি চিপের প্রয়োজন হবে না।
কোম্পানির পোস্টার থেকে আরও জানা গেছে OnePlus 15 ফোনে নতুন Windspeed Gaming Core যোগ করা হবে। এর ফলে ফোনটিতে ‘আলট্রা পারফরমেন্স” অর্থাৎ সবচেয়ে ফাস্ট এক্সপেরিয়েন্স পাওয়া যাবে। জানিয়ে রাখি এই বিষয়ে গতকাল অর্থাৎ 26 সেপ্টেম্বর চীনে OnePlus Gaming Conference 2025 অনুষ্ঠিত হয়েছে। তবে প্যানেল রেজোলিউশন কিছুটা নিরাশ করতে পারে, এতে 1.5K ডিসপ্লে থাকবে বলে শোনা যাচ্ছে। অথচ আগের মডেলে 2K ডিসপ্লে রয়েছে।
ফোনটিতে 16GB পর্যন্ত RAM যোগ করা হবে বলে জানা গেছে। এছাড়াও কোম্পানি তাদের নিজস্ব গেমিং ইঞ্জিন তৈরি করছে, যা লং টার্ম গেমিং আরও স্মুথ এবং এফিসিয়েন্ট করে তুলবে।
লিক অনুযায়ী পাওয়ার ব্যাকআপের জন্য OnePlus 15 ফোনে 7,000mAh ব্যাটারি দেওয়া হতে পারে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 120W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হতে পারে।
এই আপকামিং ফোনের ক্যামেরা সেগমেন্টেও পরিবর্তন দেখা যেতে পারে, কারণ কোম্পানি এবার Hasselblad পার্টনারশিপের বদলে নতুন কিছু যোগ করবে বলে কানাঘুষো চলছে। কোম্পানি এবার তাদের নিজস্ব ইমেজিং টেকনোলজি পেশ করতে পারে।
OnePlus 15 ফোনটির সঙ্গে আপকামিং Xiaomi 17, iQOO 15 এবং Samsung Galaxy S26 এর মতো ফ্ল্যাগশিপ ফোনের প্রতিযোগিতা হতে পারে। পারফরমেন্স এবং গেমিং ফিচার দেখে বলাই যায় গেমার এবং পাওয়ার ইউজাররা ফোনটির প্রাথমিক টার্গেট হতে চলেছে।
যারা আগা কয়েক মাসের মধ্যে একটি শক্তিশালী স্মার্টফোন কেনার কথা ভাবছেন তাদের জন্য OnePlus 15 একটি অনবদ্য অপশন। তাই এই ফোনটির জন্য অপেক্ষা করাই যেতে পারে।









