দীর্ঘদিন অপেক্ষার পর অবশেষে OnePlus 15 ফোনটি ভারতের ব্যাড়ে লঞ্চ করা হয়েছে। এই ফোনটি ভারতের প্রথম Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর সহ 72,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। কোম্পানি OnePlus 15 ফোনটি লঞ্চের পাশাপাশি তাদের ফ্যানদের জন্য সুখবর নিয়ে এসেছে। কোম্পানির পক্ষ থেকে OnePlus 15R ফোনটি অফিসিয়ালি ঘোষণা করা হয়েছে। শীঘ্রই কোম্পানি তাদের OnePlus 15R ফোনটি লঞ্চ করবে বলে জানিয়েছে।
কোম্পানির প্রোডাক্ট স্ট্রেটেজি ডায়রেক্টর Marcel Campos আপকামিং OnePlus 15R ফোনের লঞ্চ সম্পর্কে জানিয়েছে। এখনও পর্যন্ত অফিসিয়ালি ফোনের লঞ্চ ডেট ও স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হয়নি। তবে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে শীঘ্রই OnePlus 15R ফোনটি লঞ্চ করা হবে। লঞ্চ ইভেন্ট লাইভ স্ট্রিমিঙে OnePlus 15 ফোনের সমস্ত ডিটেইলস এবং দাম জানানোর পর, 45:58 মিনিট পরে OnePlus 15R ফোনটি ‘কামিং সুন’ জানানো হয়েছে। এই সম্পর্কে বিস্তারিত জানার জন্য নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করুন।
আপকামিং OnePlus 15R ফোনটি Snapdragon 8 Gen 5 প্রসেসর সহ লঞ্চ করা হতে পারে বলে জানা গেছে। এটি OnePlus 15 ফোনের Snapdragon 8 Elite Gen 5 প্রসেসরের লোয়ার ভার্সন, যা 3.8GHz ক্লক স্পীড সহ কাজ করতে সক্ষম। এই আপকামিং ফোনটি 16GB RAM সহ বাজারে লঞ্চ করা হতে পারে এবং ভ্যানিলা মডেলে 12GB RAM থাকতে পারে।
OnePlus 15R ফোনটিতে 165Hz রিফ্রেশ রেট সাপোর্টেড ডিসপ্লে দেওয়া হতে পারে। একই ডিসপ্লে OnePlus 15 ফোনের ক্ষেত্রেও দেখা গেছে। লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী 15R ফোনটিতে BOE LTPO OLED প্যানেল দিয়ে তৈরি ডিসপ্লে থাকবে। এই ফ্ল্যাট স্ক্রিন 1.5K রেজোলিউশন সাপোর্ট করবে। একইসঙ্গে ফোনটিতে আল্ট্রাসোনিক ইন-ডিস্প্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হবে।
এই ফোনটি 7,800mAh ব্যাটারি সহ লঞ্চ করা হতে পারে। জানিয়ে রাখি কোম্পানির OnePlus 15 ফোনটিতে 7,300mAh ব্যাটারি দেওয়া হয়েছে। অর্থাৎ 15R ফোনটি 15 ফোনের তুলনায় আরও বড় ব্যাটারি থাকতে পারে। এই তথ্য সঠিক হলে, আসন্ন OnePlus 15R ফোনটি কোম্পানির সবচেয়ে বড় ব্যাটারি ক্ষমতাসম্পন্ন ফোন হয়ে উঠতে পারে।
বড় ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য OnePlus 15R 5G ফোনে 120W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হতে পারে। একই চার্জিং ফিচার OnePlus 15 ফোনের ক্ষেত্রেও দেখা যায়। OnePlus 15R ফোনটিতে 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে বলে আশা করা হচ্ছে। লিক হওয়া তথ্য অনুযায়ী OnePlus ফোনটি মেটাল ফ্রেমে তৈরি এবং বাজারে IP68 রেটিং সহ লঞ্চ করা হতে পারে। বর্তমানে আপকামিং ফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন জানার জন্য অফিসিয়াল ঘোষণার অপেক্ষা করা হচ্ছে।
ভারতে OnePlus 15 ফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ফোনের 12GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 72,999 টাকা এবং 16GB RAM + 512GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 79,999 টাকা রাখা হয়েছে। ভারতের বাজারে OnePlus 15 ফোনটি Infinite Black, Sand Storm এবং Ultra Violet তিনটি কালার অপশনে লঞ্চ করা হয়েছে। OnePlus 15 ফোনের সম্পূর্ণ ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করুন।











