ওয়ানপ্লাস 6 মিডনাইট ব্ল‍্যাক ভেরিয়েন্ট লঞ্চ, 8 জিবি র‍্যাম ও 256 জিবি ইন্টারনাল স্টোরেজের সঙ্গে এটি কোম্পানির সবচেয়ে শক্তিশালী স্মার্টফোন

ওয়ানপ্লাস 6 এই মুহূর্তে টেক জগতের শীর্ষে বিরাজ করছে বলা যায়। স্মার্টফোন প্রেমিকরা অ্যান্ড্রয়েড ফোন বলতে ওয়ানপ্লাস 6 কেই বেস্ট মনে করছে। গত মাসে কোম্পানি তাদের হাইএন্ড ফ্ল‍্যাগশিপ স্মার্টফোন ওয়ানপ্লাস ভারতে লঞ্চ করে। গ্লোবাল লঞ্চের পরের দিন ফোনটি ভারতে লঞ্চ করা হয় এর থেকেই ব্র‍্যান্ডের জনপ্রিয়তার আন্দাজ করা যায়। এবং গতকাল কোম্পানি ওয়ানপ্লাস 6 এর 8 জিবি র‍্যাম ও 256 জিবি ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্ট ভারতে লঞ্চ করেছে।

ওয়ানপ্লাসের পক্ষ থেকে গতকাল ওয়ানপ্লাস 6 মিডনাইট ব্ল‍্যাক ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছে। এটি ওয়ানপ্লাসের আজ পর্যন্ত সবচেয়ে শক্তিশালী স্মার্টফোন। এতে 8 জিবি র‍্যাম ও 256 জিবি ইন্টারনাল স্টোরেজ আছে। ফোনটির প্রাথমিক দাম রাখা হয়েছে 43,999 টাকা।

গতকাল থেকেই ওয়ানপ্লাস 6 মিডনাইট ব্ল‍্যাক ফোনটি শপিং সাইট আমাজন ইন্ডিয়ায় রেজিস্ট্রেশনের জন্য লিস্টেড হয়ে গেছে। আগামী 10ই জুলাই থেকে ফোনটির সেল শুরু হবে এবং আমাজন ইন্ডিয়াতেই ফোনটির এক্সক্লুসিভ সেল চলবে। এবং 14ই জুলাই থেকে ফোনটি ওয়ানপ্লাসের অফিসিয়াল ওয়েবসাইট ও ওয়ানপ্লাস এক্সক্লুসিভ অফলাইন চ‍্যানেল থেকে কেনা যাবে।

আমাজন ইন্ডিয়া থেকে ফোনটি কিনলে বেশ কিছু অফার পাওয়া যাবে। সিটি ব‍্যাঙ্কের কার্ড ব্যবহার করলে 2,000 টাকা ছাড় পাওয়া যাবে। আইডিয়া কাস্টমাররা ফোনটি কিনলে অতিরিক্ত 2,000 টাকা ছাড় পাবেন। এছাড়া আমাজন ইন্ডিয়া থেকে ফোনটি কেনামাত্র ক্লিয়ার ট্রিপের 25,000 টাকার বেনিফিট, 250 টাকার আমাজন পে ব‍্যালেন্স ও কিন্ডেলে অনলাইন ব‌ই পড়ার জন্য 500 টাকা ক্রেডিট পাওয়া যাবে। এর সঙ্গে ফোনে কোটেকের পক্ষ থেকে 12 মাসের ড‍্যায়েজ প্রোটেকশন পাওয়া যাবে।

কোম্পানি ওয়ানপ্লাস 6 মিডনাইট ব্ল‍্যাক ভেরিয়েন্টের আগে ফোনটির আরও দুটি ভেরিয়েন্ট লঞ্চ করেছে। একটি ভেরিয়েন্টে 6 জিবি র‍্যাম ও 64 জিবি ইন্টারনাল মেমরি ও অপরটিতে 8 জিবি র‍্যাম ও 128 জিবি ইন্টারনাল মেমরি আছে। ফোনদুটির দাম যথাক্রমে 34,999 ও 39,999 টাকা। এরই সঙ্গে মিডনাইট ব্ল‍্যাক ভেরিয়েন্টের মত মার্ভেল অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ার নামে 8 জিবি র‍্যামের ও 256 জিবি ইন্টারনাল মেমরিসহ একটি লিমিটেড এডিশন পেশ করা হয়েছিল এবং এটির দাম ছিল 44,999 টাকা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here