চলে এল OnePlus 8 এর রিয়েল ফোটো, দেখে নিন কেন এই ফোনটি হতে চলেছে ব্র‍্যান্ডের সবচেয়ে আলাদা এবং অ্যাডভান্স স্মার্টফোন

OnePlus সেইসব টেক কোম্পানিগুলির মধ্যে একটি যারা খুব সীমিত সংখ্যক স্মার্টফোনের দৌলতে স্মার্টফোন মার্কেটের একটি বড় অংশে রাজত্ব করে। OnePlus এর স্মার্টফোনগুলি হাইএন্ড স্পেসিফিকেশনযুক্ত হয় এবং এগুলির দামও কম হয়। এই কারণেই OnePlus কে ফ্ল‍্যাগশিপ কিলার নামে ডাকা হয়। OnePlus 7 এবং OnePlus 7T এর সফলতার পর পর এবার কোম্পানির সম্পূর্ণ মনোযোগ OnePlus 8 এর দিকে, যা এখনও পর্যন্ত লঞ্চ হওয়া ব্র‍্যান্ডের সবকটি স্মার্টফোনের চেয়ে শক্তিশালী হতে চলেছে। এখনও পর্যন্ত OnePlus 8 এর ব‍্যাপারে একাধিক লিক প্রকাশিত হয়েছে, কিন্তু গত উইকেন্ডে OnePlus 8 এর প্রথম রিয়েল ফোটোও ইন্টারনেটে ভাইরাল হয়ে গেছে।

এবার লিকের থেকেও বেশি, OnePlus 8 এর রিয়েল ফোটো পাওয়া গেছে। বিখ্যাত টিপস্টার স্ল‍্যাশলিকের শেয়ার করা পোস্টে ফোনটির ফোটো দেখা গেছে, যেখানে এক ব‍্যাক্তিকে এই ফোনটি ব‍্যবহার করতে দেখা গেছে। একটি ফোটোয় একজন ব‍্যাক্তিকে ফোনটি ব‍্যবহার করতে দেখা গেছে যার ফলে OnePlus 8 ফোনটির ফ্রন্ট প‍্যানেল দেখা যাচ্ছে এবং আরেকটি ফোটোয় ফোনটি টেবিলে উল্টিয়ে রাখা দেখানো হয়েছে। দ্বিতীয় ফোটোয় ফোনটির ব‍্যাক প‍্যানেল দেখা গেছে যার ফলে রেয়ার ক‍্যামেরা ডিজাইন সম্পর্কে ধারণা করা যায়।

কেমন হবে OnePlus 8 এর লুক?

ফ্রন্ট প‍্যানেল

1. OnePlus 8 এর ফ্রন্ট প‍্যানেলে ডুয়েল পাঞ্চ হোল দেখা গেছে। 

2. এই পাঞ্চ হোল ডিজাইন স্ক্রিনের ওপরে ডানদিকে অবস্থিত। 

3. সবচেয়ে বড় কথা এই ডুয়েল পাঞ্চ হোল সম্পূর্ণভাবে ডানদিকে দেওয়া হয়নি বরং পাঞ্চ হোল এবং সাইড এজের মধ্যে বেশ কিছুটা স্পেস আছে। 

4. OnePlus 8 এর পাঞ্চ হোল এবং সাইড এজের মাঝখানে নোটিফিকেশন আইকন ফ্ল‍্যাশ হতে দেখা গেছে। 

5. OnePlus 8 এ কার্ভড ডিসপ্লে দেওয়া হয়েছে, ডানদিক ও বাঁদিক উভয় দিক থেকে পেছনের দিকে মোড়ানো। 

6. OnePlus 8 এ একদম চিন পার্ট দেখা যায়নি। তাই হতে পারে এই ফোনটি ফুল ভিউ ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হবে। 

রেয়ার প‍্যানেল

7. OnePlus 8 এর রেয়ার ক‍্যামেরা সেটআপ ফোনের ব‍্যাক প‍্যানেলে মাঝ বরাবর ভার্টিক‍্যাল শেপে অবস্থিত। 

8. ফোনের রেয়ার ক‍্যামেরা সেটআপে তিনটি ক‍্যামেরা সেন্সর ও একটি ফ্ল‍্যাশ লাইট দেওয়া হয়েছে। 

9. ফোনটির ব‍্যাক প‍্যানেলে মাঝখানে OnePlus এর ব্র‍্যান্ডিং দেওয়া হয়েছে। তবে এখানে কোনো ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়নি। 

10. OnePlus 8 এর ব‍্যাক প‍্যানেলে নিচের দিকে 5জি লেখা আছে। অর্থাৎ এই ফোনে 5জি কানেক্টিভিটি অপশন পাওয়া যাবে। 

সাইড ও লোয়ার প‍্যানেল

11. OnePlus 8 এর ডানদিকের প‍্যানেলে ভলিউম রকার বাটন এবং পাওয়ার বাটন দেওয়া হয়েছে। 

12. ফোনটির নিচের প‍্যানেলে তিনটি কাট আউট দেখা গেছে। 

13. এর মধ্যে মাঝেরটি ইউএসবি টাইপ সি পোর্ট। 

14. ইউএসবি পোর্টের ডানদিকে স্পীকার এবং বাঁদিকে 3.5 এমএম জ‍্যাক আছে। 

15. ফোটোয় OnePlus 8 ফোনটি পার্পল কালার শেডে দেখানো হয়েছে। 

OnePlus 8 স্পেসিফিকেশন

এখনও পর্যন্ত পাওয়া লিক অনুযায়ী OnePlus 8 এ 12 জিবি র‍্যাম দেওয়া হতে পারে। প্রসেসিঙের জন্য এই ফোনে কোয়ালকমের সবচেয়ে শক্তিশালী চিপসেট স্ন‍্যাপড্রাগন 865 দেওয়া হবে বলে মনে করা হচ্ছে। আগামী দিনে কোয়ালকম এই চিপসেটটি লঞ্চ করবে। OnePlus 8 ফোনটি কোম্পানির পক্ষ থেকে 120 হার্টস রিফ্রেশরেটযুক্ত এমোলেড ডিসপ্লের সঙ্গে পেশ করা হতে পারে। OnePlus 8 এর সঠিক স্পেসিফিকেশনের জন্য কোম্পানির অফিসিয়াল ঘোষণার জন্য অপেক্ষা করা হচ্ছে। 

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here