8GB RAM ও সবচেয়ে শক্তিশালী প্রসেসরের সঙ্গে আসছে OnePlus 8T, লঞ্চ হতে পারে 14 অক্টোবর

চীনের স্মার্টফোন প্রস্ততকারী কোম্পানি ওয়ানপ্লাসের আপকামিং ডিভাইস OnePlus 8T সম্পর্কে দীর্ঘদিন ধরে বিভিন্ন তথ্য ও লিক পাওয়া যাচ্ছিল। এবার কোম্পানির পক্ষ থেকে এই ফোনটির লঞ্চ সম্পর্কে তথ্য পাওয়া গেছে। আসলে IPL 2020।এর CSK Vs MI ম‍্যাচে OnePlus এর একটি নতুন ডিজাইন দেখা গেছে এবং পরে বলা হয়েছে শীঘ্রই OnePlus 8T মার্কেটে আসতে চলেছে। অন‍্যদিকে একটি বিজ্ঞাপনে হলিউডের স্বনামধন্য অভিনেতা Robert Downey Jr কে দেখা গেছে। তবে কমার্শিয়ালে ফোনটির লুক ও অন্য কোনো তথ্য সম্পর্কে কিছু জানা যায়নি। টিপস্টার ঈশান অগ্ৰবাল এই বিজ্ঞাপনটি টুইট করে শেয়ার করেছেন।

আরও পড়ুন: Sony এর কামাল: লঞ্চ করল শক্তিশালী Sony Xperia 5 II

লঞ্চ হবে ভারতেও

আবার কয়েক দিন আগে কোম্পানি আমাজন ইন্ডিয়ার মাধ্যমে ভারতে OnePlus 8T 5G এর লঞ্চ টীজ করা হয়েছে। এই ই-কমার্স ওয়েবসাইট এই ফোনটির পেজে নোটিফাই বাটন যোগ করেছে। পেজে সরাসরি ফোনের নাম লেখা আছে। এর থেকেই বোঝা যাচ্ছে কোম্পানি ভারতে OnePlus 8T ফোনটি লঞ্চ করার জন্য প্রস্তুতি নিচ্ছে।

কয়েক দিন আগে MySmartPrice টিপস্টার ঈশান অগ্ৰবালের দেওয়া তথ্য সম্পর্কে জানায় আগামী 14 অক্টোবর OnePlus 8T লঞ্চ হবে। টিপস্টার আরও জানিয়েছেন শুধুমাত্র করোনা মহামারির কারণেই ফোনটি লঞ্চের এত দেরি হচ্ছে। ফোনটির লঞ্চ ইভেন্ট সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। তবে মনে করা হচ্ছে এই লঞ্চ ইভেন্ট ভার্চুয়ালি আয়োজন করা হবে।

আরও পড়ুন: Jio, Airtel ও VI এর 598 টাকা দামের প্ল‍্যান, জেনে নিন কোন প্ল‍্যানে বেনিফিট বেশি

OnePlus 8T এর সম্ভাব্য স্পেসিফিকেশন

জানা গেছে OnePlus 8T তে 6.55 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে থাকবে যা 120 হার্টস রিফ্রেসরেটে কাজ করবে। এই ফোনে দুটি কনফিগারেশনযুক্ত স্ন‍্যাপড্রাগন 865+ চিপসেট দেওয়া হবে। এর মধ্যে একটিতে 8 জিবি র‍্যামযুক্ত 128 জিবি স্টোরেজ এবং অন‍্যটিতে 12 জিবি র‍্যামের সঙ্গে 256 জিবি মেমরি দেওয়া হতে পারে।

এই ফোনে কোম্পানি 48 মেগাপিক্সেলের কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হবে। চারটি ক‍্যামেরা সেন্সরের মধ্যে একটি 48 মেগাপিক্সেল সেন্সর ছাড়াও একটি 16 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল মডিউল, 5 মেগাপিক্সেলের ম‍্যাক্রো এবং একটি 2 মেগাপিক্সেলের পোর্ট্রেট লেন্স দেওয়া হবে। সেলফি ও ভিডিও কলের জন্য OnePlus 8T তে ফ্রন্ট প‍্যানেলের ওপরের বাঁদিকে দেওয়া পাঞ্চ হোল কাট‌আউটের মধ্যে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা থাকবে। এছাড়া পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 65 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,500 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হবে বলে মনে করা হচ্ছে। ফোনটি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম 11 এর সঙ্গে OxygenOS 11 এ কাজ করতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

    

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here