OnePlus 9 ও OnePlus 9 Pro এর সঙ্গে লঞ্চ হবে OnePlus 9E স্মার্টফোন, দাম হবে সবচেয়ে কম

যেদিন থেকে খবর পাওয়া গেছে OnePlus তাদের নেক্সট জেনারেশন স্মার্টফোন সিরিজে কাজ শুরু করেছে সেদিন থেকেই কোম্পানির ভক্তরা এই আগামী সিরিজ সম্পর্কে সমস্ত রিপোর্ট ও লিকে কড়া নজর রেখে চলেছে। কয়েক দিন আগে খবর পাওয়া যায় এই আগামী স্মার্টফোন সিরিজ OnePlus 9 নামে পেশ করা হবে এবং এই সিরিজের ফোনগুলির নাম হবে OnePlus 9 ও OnePlus 9 Pro। এখন জানা গেছে এই সিরিজে আরও একটি ফোন OnePlus 9E নামে লঞ্চ করা হবে।

আরও পড়ুন: লিক হল Samsung এর সস্তা 5G ফোন Galaxy A32 এর রেন্ডার, দেখে নিন লুক

টেক মার্কেটে OnePlus 9E এর নাম এই প্রথম শোনা গেল। টিপস্টার ম‍্যাক্স জে. এই তিনটি স্মার্টফোনের নাম লেখা একটি ওয়ানপ্লাসের পোস্টার শেয়ার করেছেন। এই পোস্টারে ফোন তিনটির নাম ছাড়া অন্য কোনো ডিটেইলস বা স্পেসিফিকেশনের উল্লেখ করা হয়নি, তাই OnePlus 9E এর বিষয়ে বেশি কিছু জানা যায়নি। টেক জগতে সমালোচনা চলছে যে এই ফোনটি সিরিজের সবচেয়ে সস্তা স্মার্টফোন হবে। মনে করা হচ্ছে এই ফোনটি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 700 সিরিজের কোনো 5জি চিপসেটে রান করবে।

আশা করা হচ্ছে আগামী বছর অর্থাৎ 2021 সালে টেক মঞ্চে ওয়ানপ্লাস 9 সিরিজ পেশ করা হবে। প্রসঙ্গত এর আগে বেঞ্চমার্কিং সাইটে কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশনের সঙ্গে OnePlus 9 ও OnePlus 9 Pro ফোনদুটি লিস্টেড হতে দেখা গেছে। গীকবেঞ্চ থেকে জানা গেছে এই ফোনটি অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেমের সঙ্গে পেশ করা হবে। এই ফোনটি 1.80 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরে কাজ করবে। লিস্টিঙে উভয় ফোনের 8 জিবি র‍্যাম ভেরিয়েন্ট সার্টিফাইড হয়েছিল।

আরও পড়ুন: কাল লঞ্চ হবে ভারতের অন‍্যতম সবচেয়ে সস্তা 5G স্মার্টফোন Vivo V20 Pro, জেনে নিন ডিটেইলস ও লাইভ দেখার পদ্ধতি

গীকবেঞ্চের লিস্টিং অনুযায়ী OnePlus 9 ও OnePlus 9 Pro তে ‘Lahaina’ কোড নেমযুক্ত মাদারবোর্ড দেওয়া হবে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী এই কোড নেমটি কোয়ালকমের আগামী কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 875 চিপসেটের হতে চলেছে। বর্তমানে টেক জগত ধরেই নিয়েছে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 875 চিপসেটটি একটি 5জি চিপসেট হবে এবং এটি অত্যন্ত স্মুথ ও ফাস্ট প্রসেসিং দিতে সক্ষম হবে। মনে করা হচ্ছে OnePlus 9 একটি অত্যন্ত শক্তিশালী 5জি স্মার্টফোন সিরিজ হতে চলেছে।

OnePlus 9 Pro

একটি লিকের মাধ্যমে OnePlus 9 Pro এর স্পেসিফিকেশন সম্পর্কে জানা গেছে। লিক অনুযায়ী এটি সিরিজের সবচেয়ে বড় মডেল হবে এবং এতে স্লিম বেজল লেস ডিজাইনযুক্ত 6.67 ইঞ্চির কার্ভড ডিসপ্লে দেওয়া হবে। এই ফোনে কমপক্ষে 120 হার্টস রিফ্রেশরেটযুক্ত ডিসপ্লে দেখা যাবে। এই ফোনে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 875 SoC ও 8 জিবি র‍্যাম দেওয়া হবে। শোনা যাচ্ছে OnePlus 9 Pro ফোনটিতে 65 ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি ও অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেমের সঙ্গে অক্সিজেন ওএস থাকবে। এই ফোনটি 128 জিবি ও 256 জিবি মেমরি ভেরিয়েন্টে লঞ্চ করা হতে পারে। এছাড়া আপাতত OnePlus 9, OnePlus 9 Pro ও OnePlus 9E ফোনগুলি সম্পর্কে বিশেষ কোনো তথ্য জানা যায়নি।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

      

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here