প্রকাশ্যে এল OnePlus Ace 3 Pro স্মার্টফোনের স্পেসিফিকেশন, কালার অপশন এবং ডিজাইন, জেনে নিন ডিটেইলস

ওয়ানপ্লাস এই বছর অর্থাৎ 2024 সালের জানুয়ারি মাসে চীনে তাদের Ace 3 স্মার্টফোন লঞ্চ করেছিল। এবার টেক মহলে OnePlus Ace 3 Pro ফোনের সমালোচনা চলছে। সম্প্রতি লিকের মাধ্যমে এই ফোনের স্পেসিফিকেশন, কালার অপশন এবং ডিজাইন প্রকাশ্যে এসেছে। এই ফোনে 6.78 ইঞ্চির 1.5K ডিসপ্লে, Snapdragon 8 Gen 3 চিপসেট, 6100mAh ব্যাটারি মতো বিভিন্ন ফিচার দেওয়া হতে পারে বলে জানানো হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনের সম্প্রতি লিক সম্পর্কে।

OnePlus Ace 3 Pro এর ডিজাইন এবং কালার অপশন (লিক)

  • টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন মাইক্রো ব্লগিং সাইট ওয়েইবোতে OnePlus Ace 3 Pro স্মার্টফোনের গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন এবং ডিজাইন শেয়ার করেছে।
  • লিক অনুযায়ী OnePlus Ace 3 Pro ফোনটি তিন ধরনের ম্যাটেরিয়াল দিয়ে ডিজাইন করা হতে পারে। এতে সিরেমিক, গ্লাস এবং লেদার রয়েছে।
  • এই ফোনের সিরেমিক মডেলে হোয়াইট ব্যাক প্যানেল এবং গ্লাস মডেলে ব্রাইট সিলবার ফিনিশ দেওয়া হতে পারে। এই দুটি অপশনের তৈরি শেষের দিকে বলে জানা গেছে।
  • টিপস্টারের বক্তব্য অনুযায়ী এই ফোনের ব্যাক প্যানেলে ক্যামেরার জন্য de“মেটা মিডিল ফ্রেম” এবং “বড় গোল ডেকো” থাকবে।

OnePlus Ace 3 Pro এর স্পেসিফিকেশন (লিক)

  • ডিসপ্লে: OnePlus Ace 3 Pro স্মার্টফোনের ডিসপ্লে বিওই দিয়ে তৈরি হতে পারে। এতে কার্ভ এজ সহ 6.78-ইঞ্চির ডিসপ্লে দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। এই স্ক্রিন 1.5K রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে।
  • প্রসেসর: OnePlus Ace 3 Pro স্মার্টফোনে Snapdragon 8 Gen 3 চিপসেট দেওয়া হবে বলে শোনা গেছে।
  • স্টোরেজ: স্টোরেজের জন্য এই ফোনে 16GB RAM এবং 1TB পর্যন্ত এক্সপ্যান্ডেবল ইন্টারনাল স্টোরেজ সহ লঞ্চ করা হতে পারে।
  • ক্যামেরা: OnePlus Ace 3 Pro স্মার্টফোনে রিয়ার প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। এই ফোনে OIS ফিচার সহ 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর, 8 মেগাপিক্সেলের দ্বিতীয় লেন্স 2 এবং 2 মেগাপিক্সেলের অন্য লেন্স থাকতে পারে। সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে।
  • ব্যাটারি: এই স্মার্টফোনে শক্তিশালী 100W চার্জিং সাপোর্টেড এবং 6,100mAh ব্যাটারি দেওয়া হতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here