16GB RAM, স্ন্যাপড্রাগন 7+ জেন 3 এবং 100W ফাস্ট চার্জিং সহ চীনে লঞ্চ হল OnePlus Ace 3V, জেনে নিন দাম

ওয়ানপ্লাস তাদের হোম মার্কেট চীনে কম বাজেটের OnePlus Ace 3V স্মার্টফোন লঞ্চ করেছে। এই ফোনটি বিশ্বের প্রথম স্ন্যাপড্রাগন 7+ জেন 3 চিপসেট সহ স্মার্টফোন। সবচেয়ে বড় কথা এই প্রাইস রেঞ্জে দাঁড়িয়েও কোম্পানি এতে 16GB RAM, 512জিবি পর্যন্ত স্টোরেজ, OLED ডিসপ্লে, 50 মেগাপিক্সেল ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ ও 100 ওয়াট ফাস্ট চার্জিঙের মতো বিভিন্ন প্রয়োজনীয় ফিচার যোগ করেছে। নিচে এই ফোনটি সম্পর্কে বিস্তারিত জানানো হল।

OnePlus Ace 3V ফোনের স্পেসিফিকেশন

ডিজাইন: OnePlus Ace 3V ফোনে আগের মতোই পিল শেপের ক্যামেরা মডিউল রয়েছে। এতে রিং এলইডি ফ্ল্যাশ দেওয়া হয়েছে। ফোনটির ডানদিকের প্যানেলে ভলিউম রকার এবং পাওয়ার বাটন দেওয়া হয়েছে। একইভাবে বাঁদিকে অ্যালার্ট স্লাইডার অবস্থিত। পাঞ্চ হোল ডিসপ্লে সহ এই ফোনটিকে জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য IP65 রেটিং দেওয়া হয়েছে। এই ফোনটি ম্যাজিক পার্পল সিলভার এবং টাইটেনিয়াম এয়ার গ্রে কালারে পেশ করা হয়েছে।

ডিসপ্লে: এই ফোনে 6.74 ইঞ্চির ফ্ল্যাট OLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 1.5K 2772×1240 পিক্সেল রেজলিউহ্ন, 2160Hz PWM ডিমিং এবং 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এছাড়াও ভেজা হাতে ফোনটি ব্যাবহারের সুবিধার জন্য রেইন টাচ টেকনোলজি এবং সুন্দর স্ক্রিন এক্সপেরিয়েন্সের জন্য 2,150 নিটস পীক ব্রাইটনেস যোগ করা হয়েছে।

প্রসেসর: এই ফোনটিতে লেটেস্ট 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি এবং 2.8GHz ক্লক স্পীডযুক্ত কোয়ালকম স্ন্যাপড্রাগন 7+ জেন 3 প্রসেসর দেওয়া হয়েছে। জানিয়ে রাখি এই ফোনটি এই প্রসেসর সহ বিশ্বের প্রথম স্মার্টফোনের স্থান দখল করেছে। এতে উল্লেখযোগ্য এআই ফিচার পাওয়া যাবে। হীটিং প্রবলেম থেকে বাঁচার জন্য এতে এয়ারোস্পেস গ্রেড ভিসি কুলিং সিস্টেম যোগ করা হয়েছে।

স্টোরেজ: এই ফোনটি তিনটি স্টোরেজ মডেলে পেশ করা হয়েছে যার মধ্যে টপ মডেলে 16GB LPDDR5x RAM + 512GB UFS 4.0 স্টোরেজ দেওয়া হয়েছে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য OnePlus Ace 3V ফোনে রিং LED ফ্ল্যাশ সহ ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এতে OIS ফিচারযুক্ত 50MP Sony IMX882 প্রাইমারি সেন্সর এবং 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 16MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

ব্যাটারি: OnePlus Ace 3V ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 100W SUPERVOOC ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,500mAh ব্যাটারি রয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনটি একবার ফুল চার্জে 1.86 দিন পর্যন্ত ব্যাকআপ দিতে সক্ষম।

ওএস: এই ফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং ColorOS 14 সহ পেশ করা হয়েছে। এই ফোনটিতে তিন বছর ওএস আপডেট এবং চার বছর সিকিউরিটি আপডেট দেওয়া হবে।

অন্যান্য: কানেক্টিভিটির জন্য এই ফোনে ডুয়েল গেমিং অ্যান্টেনা, ওয়াইফাই, এনএফসি, আইআর ব্লাস্টার, ডুয়েল সিম 5জি, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং IP65 রেটিঙের মতো বিভিন্ন অ্যাডভান্স ফিচার রয়েছে।

OnePlus Ace 3V ফোনের দাম

চীনে OnePlus Ace 3V ফোনটি তিনটি স্টোরেজ মডেলে লঞ্চ করা হয়েছে।

  • ফোনটির বেস মডেল 12GB RAM + 256GB স্টোরেজ সহ CNY 1,999 অর্থাৎ প্রায় 23,399 টাকা দামে পেশ করা হয়েছে।
  • 12GB RAM + 512GB স্টোরেজ সহ মিড মডেলের দাম CNY 2,299 অর্থাৎ প্রায় 26,914 টাকা রাখা হয়েছে।
  • 16GB RAM + 512GB স্টোরেজ সহ ফোনটির টপ মডেল CNY 2,599 অর্থাৎ প্রায় 30,000 টাকা দামে সেল করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here