ভারতে শীঘ্রই লঞ্চ হতে পারে নতুন OnePlus ফোন, BIS সাইটে হল লিস্টেড

আগামী কিছু দিনের মধ্যে ওয়ানপ্লাস ভারতের বাজারে একটি নতুন ও সস্তা স্মার্টফোন (OnePlus CPH2613) লঞ্চ করতে পারে। জানিয়ে রাখি এর আগে আমরা এই ফোনের রেন্ডার শেয়ার করেছিলাম। এবার এই ফোনটিকে ভারতের BIS সাইটে দেখা গেছে। ফলে এই ফোনের ভারতে লঞ্চের সম্ভাবনা আরও বেড়ে গেছে। এখনও পর্যন্ত এই ফোনের সঠিক নাম জানা যায়নি, তবে খুব তাড়াতাড়ি এই বিষয়ে জানা যাবে বলে মনে করা হচ্ছে। ন্নিচে এই লিস্টিং ডিটেইলস এবং ফোনটির অন্যান্য তথ্য সম্পর্কে জানানো হল।

OnePlus CPH2613 এর BIS লিস্টিং

  • ভারতের BIS সাইটে ওয়ানপ্লাসের নতুন ফোনটি CPH2613 মডেল নাম্বার সহ দেখা গেছে।
  • নিচের ছবিতে ফোনটির মডেল নাম্বার হাইলাইট করা হল।
  • এই লিস্টিঙে ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে কিছু জানানো হয়নি। তবে এই লিস্টিং দেখে বোঝা যাচ্ছে খুব তাড়াতাড়ি ভারতে এই ফোনটি লঞ্চ করা হবে।

OnePlus ফোনের রেন্ডার (লিক)

  • কিছু দিন আগে এই ফোনের রেন্ডার সামনে এসেছিল। এতে ফোনের ফ্রন্ট প্যানেলে পাঞ্চ হোল কাটআউট দেখা গিয়েছিল। ফোনের ব্যাক প্যানেল গ্লসি এবং ডিসপ্লে ফ্ল্যাট হবে। ফোনটির ফ্রেম সম্ভবত প্লাস্টিক দিয়ে তৈরি।
  • ফোনের স্ক্রিনে ফিঙ্গারপ্রিন্ট অ্যানিমেশন দেখা গেছে, অর্থাৎ এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হবে। এর থেকে বোঝা যাচ্ছে এতে AMOLED প্যানেল থাতে পারে।
  • ফোনের ব্যাক প্যানেলে একটি এলইডি ফ্ল্যাশ এবং দুটি ক্যামেরা সেন্সর সহ ভার্টিক্যাল শেপে ক্যামেরা মডিউল অবস্থিত।
  • ফোনের নিচের প্যানেলে সিম ট্রে, প্রাইমারি মাইক্রোফোন, ইউএসবি টাইপ সি পোর্ট এবং স্পিকার গ্রিল থাকবে।
  • ফোনের ওপরের প্যানেলে সেকেন্ডারি মাইক্রোফোন এবং আইআর ব্লাস্টার বা 3.5 এমএম অডিও জ্যাক থাকবে।
  • ভলিউম রকার বাটন এবং পাওয়ার বাটন ফোনের ডানদিকের প্যানেলে থাকবে। এই ফোনে অ্যালার্ট স্লাইডার নেই।

OnePlus CPH2613 এর ক্যামেরা লিস্টিং

  • ফেব্রুয়ারি মাসের শুরুতে OnePlus CPH2613 ফোনের ক্যামেরা FV-5 সার্টিফিকেশন সাইটে লিস্টেড হয়েছিল। এই লিস্টিং থেকে ফোনটির ক্যামেরা স্পেসিফিকেশন সম্পর্কে জানা গিয়েছিল।
  • এই ফোনে f/1.8 অ্যাপার্চার, 4096 × 3072 পিক্সেল রেজোলিউশন, 5.6 এমএম ফোকাল লেন্থ এবং OIS+EIS সহ 50MP প্রাইমারি সেন্সর দেওয়া হবে।
  • একইভাবে এই ফোনের ফ্রন্ট প্যানেলে f/2.4 অ্যাপার্চার, EIS এবং 2304 × 1728 পিক্সেল রেজোলিউশন সহ 16MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হবে বলে জানানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here