আবার সারপ্রাইজ দেবে OnePlus, লঞ্চের আগে ভারতীয় সাইটে লিস্টেড হল Nord N20 স্মার্টফোন

বর্তমান ওয়ানপ্লাস তাদের আপকামিং ফ্ল‍্যাগশিপ ওয়ানপ্লাস 9 সিরিজ লঞ্চের প্রস্তুতি করছে। আগামী 23 মার্চ এই নতুন সিরিজ লঞ্চ করা হবে। অন‍্যদিকে কোম্পানির Nord সিরিজের নতুন ফোন সম্পর্কে লিক ও রিপোর্ট আসা শুরু হয়ে গেছে। কয়েক দিন আগে টিপস্টার OnLeaks ‘Ebba’ কোডনেমযুক্ত Nord N10 এর আপগ্ৰেডেড ভেরিয়েন্টের ছবি ও স্পেসিফিকেশন লিক করেছিলেন। এবার ভারতের বিআইএস সার্টিফিকেশন সাইটে EB2101 মডেল নাম্বারের সঙ্গে OnePlus Nord N10 এর আপগ্ৰেডেড ভার্সন দেখা গেছে। এই সার্টিফিকেশন দেখে বোঝা যাচ্ছে কোম্পানি এখনও পর্যন্ত তাদের সবচেয়ে সস্তা স্মার্টফোন হিসেবে OnePlus Nord N10 এর আপগ্ৰেডেড ভার্সন ভারতে লঞ্চের কথা ভাবছে।

ভারতীয় সাইটে লিস্টেড

আমরা BIS ওয়েবসাইটে EB2101 মডেল নাম্বারসহ ওয়ানপ্লাসের নতুন স্মার্টফোন স্পট করেছি। মনে করা হচ্ছে এটিই OnePlus ‘Ebba’ স্মার্টফোন এবং শীঘ্রই ফোনটি ভারতে লঞ্চ করা হতে পারে। বিআইএস লিস্টিং থেকে EB2101 ফোনটি সম্পর্কে কিছু জানা যায়নি। আশা করছি আগামী এপ্রিল অথবা মে মাসের মধ্যে ভারতে OnePlus Ebba ফোনটি কোম্পানির নর্ড সিরিজে একটি সস্তা ডিভাইস হিসেবে লঞ্চ করা হতে পারে।

স্পেসিফিকেশন

কয়েক দিন আগে OneLeaks এর দেওয়া তথ্য অনুযায়ী এই ফোনে 6.49 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হবে। এই ডিসপ্লের ওপরের বাঁদিকের কোণায় সেলফি ক‍্যামেরাযুক্ত পাঞ্চ হোল কাট‌আউট থাকবে। মার্কেটের বেশিরভাগ ফোনের মতো এই ফোনেও চিনের থেকে সাইডে বেশি পাতলা বেজল দেখা যাবে। ফোনের ব‍্যাক প‍্যানেলে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হবে। আশা করা হচ্ছে কোম্পানি ফোনটি OnePlus Nord N20 নামে পেশ করবে।

এছাড়া ফোনটির ব‍্যাক প‍্যানেল প্লাস্টিক দিয়ে তৈরি হবে বলে জানা গেছে। ব‍্যাক প‍্যানেলে গ্লসি ফিনিশ দেখা যাবে এবং মাঝখানে কোম্পানির লোগো থাকবে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে ওপরের বাঁদিকের কোণায় ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ থাকবে।

এখনও পর্যন্ত OnePlus Nord N20 এর লঞ্চ ডেট সম্পর্কে কিছু জানা যায়নি। মনে করা হচ্ছে ফোনটির নিচের প‍্যানেলে 3.5 এম‌এম হেডফোন জ‍্যাসন এবং সাইড প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here