OnePlus Nord CE 4 Lite ফোনে থাকতে পারে এই স্পেসিফিকেশন, জেনে নিন ডিটেইলস

OnePlus শীঘ্রই ভারতে তাদের ‘Nord’ সিরিজের OnePlus Nord CE 4 Lite স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত অফিসিয়ালি কিছু জানানো হয়নি, কিন্তু চীনে OPPO K12x স্মার্টফোন লঞ্চ হওয়ার পর টেক জগতে সমালোচনা হচ্ছে এই OPPO ফোনটি ভারতে OnePlus স্মার্টফোন হিসেবে পেশ করা হতে পারে।

OPPO K12x এবং OnePlus Nord CE 4 Lite কি একই ফোন?

গতবছর 4 এপ্রিল ভারতে OnePlus Nord CE3 Lite স্মার্টফোন লঞ্চ করা হয়েছিল। এই ফোনটি এখন 17,499 টাকা দামে সেল করা হচ্ছে। প্রায় দের মাস পর 24 মে OPPO K11x স্মার্টফোনটি চীনের মার্কেটে পেশ করা হয়েছিল। এই ফোনটি পুরোপুরি ভারতে সেল করা Nord CE 3 Lite ফোনের মতোই ছিল। এই ওপ্পো কে11এক্স এবং ওয়ানপ্লাস নোর্ড সিই3 লাইট স্মার্টফোনের লুক, ডিজাইন এবং স্পেসিফিকেশন একইরকম।

14 মে চীনে ওপ্পো 11এক্স ফোনের নেক্সট জেনারেশন আপগ্রেড ভার্সন OPPO K12x স্মার্টফোন লঞ্চ করা হয়েছে। এই ওপ্পো 12এক্স স্মার্টফোনটি ভারতে OnePlus Nord CE 4 Lite নামে লঞ্চ করা হতে পারে বলে সমালোচনা চলছে। তবে আমদের ধারনা Nord CE 4 Lite স্মার্টফোনটি ওপ্পো 12এক্স স্মার্টফোনটির রিব্র্যান্ড ভার্সন হিসেবে পেশ করা হতে পারে। কিন্তু এই দুটি স্মার্টফোনের চিপসেট আলাদা হতে পারে।

OnePlus Nord CE 4 Lite এর সম্ভাব্য স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: চীনে OPPO K12x স্মার্টফোনে 2400 × 1080 পিক্সেল রেজোলিউশন সহ 6.67 ইঞ্চির ফুলএচডি + পাঞ্চ-হোল ডিসপ্লে সহ লঞ্চ করা হয়েছে। এতে OLED ডিসপ্লে সহ ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফিচার যোগ করা হয়েছে। এই ফোনে 120Hzরিফ্রেশ রেট, 240Hz টাচ স্যাপ্লিং রেট এবং 1200nits ব্রাইটনেস সাপোর্ট দেওয়া হয়েছে। এই সমস্ত ফিচার OnePlus Nord CE 4 Lite স্মার্টফোনও দেওয়া হতে পারে।
  • প্রসেসর: OPPO K12x স্মার্টফোনে অ্যান্ড্রয়েড 14 এবং কলরওএস 14 সহ কাজ করে। প্রসেসিঙের জন্য এই ফোনে 6ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি Qualcomm Snapdragon 695 অক্টাকোর প্রসেসর যা 2.2GHz ক্লক স্পীডে কাজ করে। OnePlus Nord CE 4 Lite স্মার্টফোনে Snapdragon 6 Gen 1 দেওয়া হতে পারে বলে আশা করা হচ্ছে।
  • মেমরি: চীনে এই OPPO K12x স্মার্টফোন তিনটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনের সমচেয়ে বড়ো ভেরিয়েন্টে 12GB RAM + 512GB স্টোরেজ দেওয়া হয়েছে। OnePlus Nord CE 4 Lite স্মার্টফোনে 12GB RAM + 512GB স্টোরেজ সহ লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। এই ফোনে 1TB মেমরি কার্ড সাপোর্ট দেওয়া হতে পারে।
  • ক্যামেরা: OPPO K12x স্মার্টফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সাপোর্ট দেওয়া হয়েছে। এতে এফ/1.8 অ্যাপচারযুক্ত 50MP মেইন সেন্সর এবং এফ/2.4 অ্যাপচারযুক্ত 2MP depth ডেপ্ত সেন্সর রয়েছে। এই ফোনের ফ্রন্টে 16MP Selfie ক্যামেরা যোগ করা হয়েছে। OnePlus Nord CE 4 Lite স্মার্টফোনের ক্যামেরা ফিচার এইরকমই হবে বলে মনে করা হচ্ছে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য OPPO K12x স্মার্টফোনে 5,500mAh ব্যাটারি এবং 80W SuperVOOC চার্জিং সাপোর্ট করে। এই একই স্পেসিফিকেশন ভারতে লঞ্চ হওয়া OnePlus Nord CE 4 Lite স্মার্টফোনেও দেওয়া হতে পারে বলে আশা করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here