ওয়ানপ্লাস তাদের ‘নর্ড’ সিরিজের সংখ্যা বাড়িয়ে ভারতে OnePlus Nord 5 এবং OnePlus Nord CE 5 স্মার্টফোনদুটি লঞ্চ করতে চলেছে। এবার লঞ্চের আগেই এই সিরিজের OnePlus Nord CE 5 5G স্মার্টফোনটির স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। অ্যান্ড্রয়েড হেডলাইন ওয়েবসাইট OnePlus Nord CE 5 স্মার্টফোনের ডিটেইলস শেয়ার করেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক OnePlus Nord CE 5 স্মার্টফোনের স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।
OnePlus Nord CE 5 এর স্পেসিফিকেশন (লিক)
- 6.77″ 120Hz AMOLED Display
- MediaTek Dimensity 8350
- 50MP Rear Camera
- 16MP Selfie Camera
- 80W Fast Charging
- 5,200mAh Battery
প্রসেসর
OnePlus Nord CE 5 5G স্মার্টফোনটি 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি মিডিয়াটেক ডায়মেনসিটি 8350 অক্টাকোর প্রসেসর সহ লঞ্চ করা হতে পারে। এই সিপিইউ 2.2GHz ক্লক স্পীড থেকে 3.35GHz ক্লক স্পীডে কাজ করে। এই স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 15 সহ লঞ্চ করা হবে।
ডিসপ্লে
লিক রিপোর্ট অনুযায়ী OnePlus Nord CE 5 5G স্মার্টফোনটিতে 2392 x 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.77 ইঞ্চির ফুলএইচডি+ ডিসপ্লে দেওয়া হতে পারে। এমোলেড প্যানেল দিয়ে তৈরি পাঞ্চ-হোল স্ক্রিনে 120 হার্টস রিফ্রেশ রেট সাপোর্ট করে।
স্টোরেজ
OnePlus Nord CE 5 স্মার্টফোনের একটি লিক অনুযায়ী এটি 8GB RAM সহ লঞ্চ করা হবে। লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী এই OnePlus স্মার্টফোনটিতে 12GB RAM দেওয়া হবে না। একইসঙ্গে ভারতের বাজারে Nord CE 5 স্মার্টফোনটি 128GB এবং 256GB স্টোরেজ অপশন সহ সেল করা হতে পারে।
ক্যামেরা
ফটোগ্রাফির জন্য OnePlus Nord CE 5 স্মার্টফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে। লিক অনুযায়ী স্মার্টফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ এবং OIS ফিচার সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর দেওয়া হবে। একইসঙ্গে 8 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর থাকবে বলে আশা করা হচ্ছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য Nord CE 5 স্মার্টফোনটিতে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে।
ব্যাটারি
পাওয়ার ব্যাকআপের জন্য OnePlus Nord CE 5 5G স্মার্টফোনটিতে 80 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড শক্তিশালী 5,200এমএএইচ ব্যাটারি দেওয়া হতে পারে।
OnePlus Nord CE 5 এর ভারতীয় লঞ্চ ডেট
কোম্পানির বক্তব্য অনুযায়ী 8 জুলাই OnePlus Nord CE 5 স্মার্টফোনটি ভারতে লঞ্চ করা হবে। এই কোম্পানির পক্ষ থেকে Nord CE 5 স্মার্টফোনের সঙ্গে OnePlus Nord 5 স্মার্টফোনটিও পেশ করা হবে। এছাড়াও নতুন OnePlus Buds 4 ইয়ারবাড পেশ করা হবে। এই দিন দুপুর 2 টা সময়ে লঞ্চ ইভেন্টের মঞ্চ থেকে এইসব প্রোডাক্টগুলি লঞ্চ হতে চলেছে।
OnePlus Nord CE 5 এর সম্ভাব্য দাম
মিড বাজেট রেঞ্জে OnePlus Nord CE 5 স্মার্টফোনটি লঞ্চ করা হবে। কোম্পানির পক্ষ থেকে এই স্মার্টফোনটির দাম 20 হাজার থেকে 25 হাজার টাকার মধ্যে রাখা হবে। ভারতের বাজারে OnePlus Nord CE 5 স্মার্টফোনটি 21,999 টাকা দামে লঞ্চ করা হতে পারে। কোম্পানির পক্ষ থেকে সেল শুরু হিসাবে স্মার্টফোনটিতে 2,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট দিতে পারে। বর্তমানে সঠিক দাম ও স্পেসিফিকেশন জানার জন্য 8 জুলাইয়ের অপেক্ষা করতে হবে।