ডিসেম্বরে লঞ্চ হবে এক সপ্তাহের ব‍্যাটারী লাইফ‌ওয়ালা স্মার্টফোন

স্মার্টফোন ইউজারদের জন্য আজকের দিনে দাঁড়িয়ে ব‍্যাটারী তাড়াতাড়ি শেষ হয়ে যাওয়া সবচেয়ে বড়ো সমস‍্যা। স্মার্টফোন কোম্পানিগুলিও ইউজারদের এই সমস‍্যার জন্য মাথা ঘামাচ্ছে। এই কারণেই বর্তমানে স্মার্টফোন কোম্পানিগুলি তাদের স্মার্টফোনে বড়ো ব‍্যাটারী এবং ফাস্ট চার্জিং টেকনোলজি যোগ করছে। অথচ এরপরেও স্মার্টফোনের ব‍্যাটারী সবচেয়ে বেশি দুদিনের ব‍্যাক‌আপ দিতে সক্ষম। অন‍্যান‍্য কোম্পানির থেকে আলাদাভাবে চিন্তা ভাবনা করে জাপানের বিখ্যাত টেক কোম্পানি Sharp এক সপ্তাহের ব‍্যাটারী লাইফ দিতে পারে এমন স্মার্টফোন লঞ্চের ঘোষণা করেছে। এই ফোন আগামী ডিসেম্বরে লঞ্চ করা হবে। 

কোম্পানি এই ফোনটি Sharp 7 নামে পেশ করবে এবং কোম্পানি জানিয়েছে যে এই ফোনের ব‍্যাটারী পুরো এক সপ্তাহ পর্যন্ত চলবে। কোম্পানির Sharp 7 ফোনটি আসলে Sharp এর Aquos Sense 3 Lite স্মার্টফোন যা কোম্পানি রিব্র‍্যান্ড করেছে। Sharp 7 একটি অ্যান্ড্রয়েড ওয়ান স্মার্টফোন, যার ফলে এটি সময়ে সময়ে আপডেট পেতে থাকবে। 

ডুয়েল ক‍্যামেরার সঙ্গে চলে এল Xiaomi এর সস্তা স্মার্টফোন Redmi 8, তবে কি পিছিয়ে পড়বে Realme?

স্পেসিফিকেশন

এই ফোনে 2160 × 1080 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 5.5 ইঞ্চির IGZO LCD ডিসপ্লে আছে। 3 জিবি র‍্যাম এবং 32 জিবি এক্সপেন্ডেবল মেমরিযুক্ত এই ফোনটি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 630 চিপসেটে রান করে। 

ফোটোগ্ৰাফির জন্য এই ফোনের ব‍্যাক প‍্যানেলে 12 মেগাপিক্সেলের রেয়ার ক‍্যামেরা দেওয়া হয়েছে। এক‌ই ভাবে সেলফি ও ভিডিও কলের জন্য 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা সেন্সর আছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 4,000 এম‌এএইচের ব‍্যাটারী আছে, কিন্তু এটি ফাস্ট চার্জিং সাপোর্ট করে কি না তা জানা যায়নি। এই ফোনটিতে IPX5/8 ওয়াটারপ্রুফ এবং IPS6 ডাস্টপ্রুফ রেটিং দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ডিসপ্লে এনার্জি সেভিং টেকনোলজিতে কাজ করে যা এই ডিভাইসকে এক সপ্তাহ পর্যন্ত ব‍্যাটারী লাইফ দিতে সাহায্য করে। 

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here