এই মাসেই লঞ্চ হতে পারে কম দামের OnePlus Nord N10 5G ও Nord N100

টেক কোম্পানি ওয়ানপ্লাস আগামী 14 অক্টোবর তাদের আগামী স্মার্টফোন OnePlus 8T লঞ্চ করতে চলেছে। এই ফোনে 65 ওয়াট ফাস্ট চার্জিং ও 120 হার্টস রিফ্রেশরেটযুক্ত ডিসপ্লের মতো ফিচার থাকবে। এই ফোনটি এখনও পর্যন্ত ওয়ানপ্লাসের সবচেয়ে ফাস্ট ফোন হতে চলেছে এবং এতে স্ন‍্যাপড্রাগন 865+ চিপসেট দেওয়া হতে পারে। এছাড়া কোম্পানি মিড বাজেটের গ্ৰাহকদের আকর্ষণ করার জন্য এই মাসেই আরও দুটি নতুন ফোন OnePlus Nord N10 5G ও Nord N100 লঞ্চের পরিকল্পনা করছে। টিপস্টার মুকুল শর্মা টুইট করে এবিষয়ে জানিয়েছেন।

আরও পড়ুন: লঞ্চের আগেই জেনে নিন Realme 7i এর ফুল স্পেসিফিকেশন, দুর্দান্ত ক‍্যামেরা ও শক্তিশালী ব‍্যাটারীর সঙ্গে কাল হবে লঞ্চ

Nord সিরিজের এই ফোনগুলি সম্পর্কে মনে করা হচ্ছে এগুলি অ্যাফোর্ডেবল ক‍্যাটাগরিতে পেশ করা হবে। জানিয়ে রাখি কয়েক দিন আগে একটি ওয়েবসাইটে OnePlus Nord N10 5G ও OnePlus Nord N100 নামের ফোন কিছুক্ষণের জন্য দেখা গেছে, যা থেকে ধারণা করা হচ্ছে কোম্পানির পক্ষ থেকে আগামী দিনে এই ফোনদুটি লঞ্চ করা হতে পারে। এছাড়া কোম্পানি বেশ কিছু দিন ধরে তাদের অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজ OnePlus Nord এ টীজার জারি করছে।

তবে টিপস্টার ফোনটির লঞ্চ ডেট সম্পর্কে কিছু জানাননি। কিন্তু মনে করা হচ্ছে এই ফোনটি সবার আগে আমেরিকায় পেশ করা হবে। আগের রিপোর্ট সত্যি হলে OnePlus Nord N10 5G এর দাম OnePlus Nord এর থেকেও কম হবে। রিপোর্ট অনুযায়ী ফোনটির দাম $400 (প্রায় 29,500 টাকা) এর আশপাশে হবে।

আরও পড়ুন: আবার বাড়বে স্মার্টফোনের দাম, এখনই কিনে নিন পছন্দের ফোন

OnePlus Nord N10 5G

কিছু দিন আগের রিপোর্ট অনুযায়ী OnePlus Nord N10 5G ফোনটিতে 90 হার্টস রিফ্রেশরেটযুক্ত 6.49 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হবে। এই ফোনটি 6 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরিসহ স্ন‍্যাপড্রাগন 690 চিপসেটে রান করবে।

ফোটোগ্ৰাফির জন্য OnePlus Nord N10 5G তে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হতে পারে এবং এই সেট‌আপে 64 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর ও একটি 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হবে বলে জানা গেছে। বাকি দুটি ক‍্যামেরা সেন্সর 2 মেগাপিক্সেলের হতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

    

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here